Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষরণ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অটোগ্রাফ
(p. 8) aṭōgrāpha বি. 1 নিজের হাতের লেখা, স্বহস্ত লেখা; 2 (রূঢ়ি অর্থ) স্বাক্ষর, সই বা স্বাক্ষরিত হস্তলিপি। [ইং. autograph]। 149)
অনক্ষর
(p. 21) anakṣara বিণ. 1 অক্ষরজ্ঞানহীন, নিরক্ষর, বর্ণপরিচয়হীন; 2 মূর্খ। [সং. ন+অক্ষর]। 14)
অনু-লিখন, অনু-লিপি, অনু-লেখ
(p. 31) anu-likhana, anu-lipi, anu-lēkha বি. 1 অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; 2 লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; 3 শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]। 11)
অন্ত্যাক্ষরি
(p. 34) antyākṣari বি. কবিতা বা গানের প্রতি চরণের শেষ বর্ণ দিয়ে অন্য কবিতা বা গানের প্রথম চরণ শুরু করার প্রতিযোগিতা বা খেলা। [সং. অন্ত্য + অক্ষর (বর্ণ) + বাং. ই]। 35)
অপাঠ্য
(p. 40) apāṭhya বিণ. 1 পাঠ করা অর্থাত্ পড়া যায় না এমন, পাঠের অযোগ্য; 2 অস্পষ্ট অক্ষরে লেখা কিংবা অস্পষ্টভাবে ছাপা; 3 অশ্লীল। [সং. ন + পাঠ্য]। 7)
অভি-ষ্যন্দ, অভি-স্যন্দ
(p. 50) abhi-ṣyanda, abhi-syanda বি. 1 ফোঁটায় ফোঁটায় পড়া, ক্ষরণ, চুঁইয়ে পড়া; জল ঝরা; জলের ধারা বা প্রবাহ; 2 আধিক্য; লোকসংখ্যার আধিক্য। [সং. অভি + √ স্যন্দ্ + অ]। অভি-ষ্যন্দী (-ন্দিন্) বিণ. চুঁইয়ে পড়ছে বা ঝরছে এমন, ক্ষরণশীল; অতিরিক্ত বে়ড়ে গেছে এমন। 133)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অমিত্রাক্ষর
(p. 57) amitrākṣara বি. অন্ত্যমিলহীন এবং যতির বাঁধাধরা নিয়মলঙ্ঘনকারী ছন্দরীতিবিশেষ। [সং. অমিত্র + অক্ষর]। 34)
আ-কার, আকার1
(p. 81) ā-kāra, ākāra1 বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে 'আ' অক্ষর বা ধ্বনির যোগ। 16)
আঁকড়ি, আঁকুড়ি
(p. 77) ān̐kaḍ়i, ān̐kuḍ়i বি. 1 অঙ্কুশ; অঙ্কুশের মতো বাঁকানো জিনিস বা চিহ্ন; 2 অক্ষরের পাশে নাকের মতো বাঁকা অংশ। [বাং. আঁকড়া + ই]। 53)
আক্ষরিক
(p. 82) ākṣarika বিণ. 1 অক্ষরসংক্রান্ত; অক্ষর অনুযায়ী; 2 বর্ণে বর্ণে করা হয়েছে এমন (আক্ষরিক অনুবাদ), হুবহু, literal. [সং. অক্ষর + ইক]। বি. ̃ তা। 13)
আখর
(p. 82) ākhara বি. 1 অক্ষর; বর্ণ; 2 কীর্তন গানে মূল পদের সঙ্গে সংযোজিত বা জুড়ে দেওয়া পদ (আখর দেওয়া গান)। [সং. অক্ষর]। 23)
ই-কার
(p. 113) i-kāra বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ। 18)
(p. 118) ī বাংলা ভাষার চতুর্থ স্বরবর্ণ। ̃ কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ। 2)
উ-কার
(p. 119) u-kāra বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ অক্ষর যোগ। 11)
একাক্ষর
(p. 142) ēkākṣara বিণ. একটিমাত্র অক্ষরবিশিষ্ট। [সং. এক + অক্ষর]। বিণ. স্ত্রী. একাক্ষরা, একাক্ষরী। 37)
একাবলি
(p. 145) ēkābali বি. 1 একনর হার; 2 এগারো অক্ষর বা সিলেবলযুক্ত বাংলা ছন্দোবিশেষ। [সং. এক + আবলি]। 14)
একার1
(p. 145) ēkāra1 বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'এ' অক্ষর বা ধ্বনির যোগ। 15)
ঐকার
(p. 150) aikāra বি. (ব্যাক.) ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ঐ' অক্ষর বা ধ্বনির যোগ। 14)
ওকার
(p. 152) ōkāra বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ও' অক্ষর বা ধ্বনির যোগ। 11)
(p. 155) au বাংলা বর্ণমালার পুরনোমতে এয়োদশ এবং আধুনিকমতে একাদশ বর্ণ; দ্বিস্বরধ্বনি ওউ এর লিখিত রূপ। ̃ কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ঔ' অক্ষর বা ধ্বনির যোগ। 2)
ক1
(p. 156) ka1 বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ক্-ধ্বনির দ্যোতক বর্ণ। ক অক্ষর গোমাংস অক্ষরপরিচয়ও নেই এমন অবস্হা, আকাট মূর্খ। ক খ না জানা (আল.) কোনো বিষয়ের প্রাথমিক তথ্যও না জানা (আরে সে তো সংগীতের ক খ-ও জানে না). 2)
কদক্ষর
(p. 160) kadakṣara বি. 1 কুত্সিত অক্ষর; 2 বিশ্রী হাতের লেখা। বিণ. অক্ষর বা হাতের লেখা কুত্সিত এমন। [সং. কু (কুত্সিত) + অক্ষর]। 18)
কর্কট, কর্কটক
(p. 167) karkaṭa, karkaṭaka বি. কাঁকড়া; (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির চতুর্থটি। [সং. √ কর্ক্ + অটন্]। কর্কট-ক্রান্তি বি. নিরক্ষরেখার 23° 27' অংশ উত্তরের অক্ষরেখা, Tropic of Cancer. ̃ রোগ বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ, ক্যানসার। 47)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073849
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768605
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365990
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721026
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594618
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545101
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542282

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন