Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খাতির; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
আদর
(p. 89) ādara বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি। 54)
উপ-রোধ
(p. 133) upa-rōdha বি. 1 সনির্বন্ধ অনুরোধ; 2 সুপারিশ; খাতির ( 'কোন্ উপরোধ গুরু করিল তোমারে': কাশী.); 3 নিমিত্ত (কার্যের উপরোধে)। [সং. উপ + √ রুধ্ + অ]। ̃ ক বিণ. অনুরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কঠিন কাজ করতে রাজি হওয়া। 46)
কদর
(p. 160) kadara বি. খাতির, সম্মান, মর্যাদা, আদরযত্ন (সে ভালো জিনিসের কদর বোঝে)। [আ. কদর্]। 25)
কলকে, কলকি
(p. 169) kalakē, kalaki বি. 1 হুঁকা, গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় (সাধারণত মাটির তৈরি) যে পাত্রে তামাক পোড়ানো হয়; ছিলিম; 2 হলদে রঙের ফুলবিশেষ। কলকে পাওয়া ক্রি. বি. সমাদর বা খাতির পাওয়া; উপেক্ষিত না হওয়া। 41)
খাতির
(p. 226) khātira বি. 1 সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল); 2 প্রভাব (তার খাতিরেই কাজটা হল); 3 সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ; 4 কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। ̃ জমা বি. নিশ্চয়তা; দৃঢ় ধারণা; নিশ্চিন্ততা। বিণ. নিশ্চিন্ত। ̃ দারি বি. সমাদর; আতিথ্য। ̃ নাদারত, ̃ নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। বি. উপেক্ষা। 28)
তোয়াজ
(p. 387) tōẏāja বি. 1 মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); 2 আরাম; 3 যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]। 26)
পরমাদর
(p. 488) paramādara বি. প্রগাঢ় আদর বা যত্ন; অত্যন্ত খাতির (তাঁকে পরমাদরে রেখেছে)। [সং. পরম + আদর]। 170)
মর্যাদা
(p. 687) maryādā বি. 1 গৌরব গরিমা (বংশমর্যাদা); 2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি); 3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ); 4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা); 5 সীমা (মর্যাদা-লঙ্ঘন); 6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা) [সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]। ̃ .বান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত। ̃ .হানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)। 11)
যত্ন
(p. 723) yatna বি. 1 পরিশ্রমসহকারে চেষ্টা, প্রয়াস (চাকরি পেতে হলে যত্ন চাই 2 সানুরাগ মনোযোগ (পড়াশুনায় যত্ন, দেহের যত্ন, সন্তানের যত্ন); 3 সেবা, শুশ্রূষা (রোগীর যত্ন)। [সং. √ যত্ + ন]। ̃ .আত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)। ̃ .পূর্বক ক্রি-বিণ. যত্নের সঙ্গে, সযত্নে। ̃ .বান (-বত্), ̃ .শীল বিণ. যত্নকারী, সচেষ্ট। স্ত্রী. ̃ .বতী, ̃.শীলা। যত্নাভাব বি. য়ত্ন বা চেষ্টার অভাব। 7)
রেয়াত
(p. 749) rēẏāta বি. 1 অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); 2 খাতির; 3 অনুগ্রহ। [আ. রিআয়ত্]। 18)
সমীহ
(p. 808) samīha বি. সম্মানপূর্ণ ব্যবহার, খাতির, সশ্রদ্ধ সংকোচ প্রদর্শন (গুরুজনকে সমীহ করা)। [সং. 'সমীহা' র রূপান্তর]। 137)
সম্মান
(p. 816) sammāna বি. 1 শ্রেষ্ঠত্বের স্বীকৃতি; 2 খাতির, সমাদর (সম্মান করা); 3 মর্যাদা, গৌরব (সম্মানবৃদ্ধি)। [সং. সম্ + মান]। সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক। ̃ ন, ̃ না বি. সম্মান করা। সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.। সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা। সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074304
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768730
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366156
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721089
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698083
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545251
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন