Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খোদাই। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
আই1
(p. 77) āi1 তদ্ভাব, ক্রিয়া, সম্বন্ধ প্রভৃতির সূচক বাংলা প্রত্যয় (বড়াই, ঢাকাই, খাড়াই, খোদাই)। 5)
আরশ
(p. 104) āraśa বি. সিংহাসন, রাজাসন ('খোদার আরশ': নজরূল)। [আ. আর্শ্]। 14)
উত্-কিরণ
(p. 123) ut-kiraṇa বি. খোদাই, খোদাই করা। [সং. উত্ + √ কৃ + অন]। 2)
উত্-কীর্ণ
(p. 123) ut-kīrṇa বিণ. 1 খোদাই করা হয়েছে এমন; 2 চিত্রিত; 3 বিদ্ধ। [সং. উত্ + √ কৃ + ত]। 3)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কুঁদা1
(p. 192) kun̐dā1 ক্রি. কুঁদযন্ত্রে ঘুরিয়ে কাটা; 2 খোদাই করা; 3 কেটে গঠন করা। বি. উক্ত সব অর্থে। [বাং. √কুঁদ্ + আ]। কুঁদন1 বি. খোদাই। 38)
ক্ষোদন
(p. 217) kṣōdana বি. 1 চূর্ণ করা; 2 উত্কীর্ণ করা, খোদাই। [সং. √ ক্ষুদ্ + অন]। ক্ষোদিত বিণ. খোদাই করা হয়েছে এমন, উত্কীর্ণ। 64)
খুদা2 খোদা2
(p. 231) khudā2 khōdā2 বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]। ̃. ই বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving ̃. নো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)। বি উক্ত অর্থে। [ক্ষোদন, ক্ষোদিত দ্র]। 12)
খোদ-কার, খোদ-গার
(p. 234) khōda-kāra, khōda-gāra বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]। 13)
খোদা-বন্দ
(p. 234) khōdā-banda বি. হুজুর; রাজা মনিব বা অনুরূপ মান্য ব্যক্তিকে সম্বোধনে শব্দবিশেষ (বন্দেগি খোদাবন্দ; খোদাবন্দ যা বলবেন তাই করব)। [ফা. খুদাবন্দ্]। 16)
খোদা1
(p. 234) khōdā1 বি. ঈশ্বর, আল্লাহ্। [আ. খুদা]। খোদাই-খিদমদগার বি. 1 খোদার সেবক; 2 উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল। খোদার খাশি বি. (ব্যঙ্গে) অত্যন্ত হৃষ্টপৃষ্ট বা নাদুসনুদুস কিন্তু নিষ্কর্মা লোক। 14)
খোদা2, খোদাই, খোদানো
(p. 234) khōdā2, khōdāi, khōdānō যথাক্রমে খুদা2, খুদাই ও খুদানো -র চলিত রূপ। 15)
গুহা
(p. 253) guhā বি. গহ্বর; 2 পাহাড়ের গর্ত; 3 (আল.) গুপ্ত বা নিভৃত স্হান; অন্তরতম প্রদেশ। [সং. √গুহ্ (আচ্ছাদন করা) + অ + আ]। ̃ চর বিণ. গুহায় বাস করে এমন। ̃ চিত্র বি. গুহায় বা গুহার দেওয়ালে আঁকা বা খোদাই করা চিত্র। ̃ মানব বি. গুহাবাসী (আদিম) মানুষ। ̃ শয় বিণ. গুহায় শয়নকারী বা বসবাসকারী। বি. সিংহ, বাঘ প্রভৃতি গুহাবাসী পশু। ̃ হিত, ̃ আহিত বি. হৃদয়গুহায় নিলীন পরমব্রহ্ম বা পরমাত্মা। 54)
তাম্র
(p. 375) tāmra বি. ধাতুবিশেষ, তামা। বিণ. তামার মতো বর্ণযুক্ত (তাম্রকেশ). [সং. √ তম্ + র]। ̃ কুণ্ড বি. পূজায় ব্যবহৃত তামার তৈরি পাত্রবিশেষ। ̃ পট, ̃ পত্র, ̃ ফলক বি. তামার পাত্র বা তক্তি যাতে প্রাচীনকালে রাজার আদেশাদি খোদাই করা হত। ̃ পল্লব বি. 1 রক্তপল্লব; লালবর্ণযুক্ত পাতা; 2 অশোক গাছের পাতা; 3 রক্তচন্দন গাছের পাতা। ̃ পাত্র বি. তামার তৈরি বাসন। ̃ পুষ্প বি. 1 রক্তকাঞ্চন গাছ ও তার পাতা; 2 ভুঁইচাঁপা। বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তামাটে। তাম্রাভ বিণ. তামাটে, পিঙ্গল। ̃ লিপি বি. তামার ফলকে উত্কীর্ণ লিপি। ̃ শাসন বি. তামার ফলকে খোদিত বা উত্কীর্ণ রাজাজ্ঞা। ̃ সার বি. রক্তচন্দন। 53)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
নকাশি
(p. 443) nakāśi বি. 1 চিত্রণ; 2 ধাতুপাত্রাদিতে চিত্রণ বা খোদাইয়ের কাজ বা কারুকার্য। [ফা. নক্কাশী]। 22)
নামাঙ্কিত
(p. 454) nāmāṅkita বিণ. 1 নাম আঁকা লেখা বা খোদাই করা আছে এমন (তাঁর নামাঙ্কিত খাম আমি কেন নেব?); 2 নামযুক্ত; 3 স্বাক্ষরিত (নামাঙ্কিত সিলমোহর)। [সং. নাম + অঙ্কিত]। 51)
বিদরি
(p. 614) bidari বি. এক ধাতুপাত্রে অন্য ধাতু দিয়ে খোদাই করা নকশা বা কারুকার্য। [হি. বিদরী]। 6)
মাইল
(p. 692) māila বি. দূরত্বের পরিমাপবিশেষ, প্রায় আধক্রোশ- 1 মাইল= 176 গজ =1.69 কিলোমিটার। [ইং. mile]। ̃ .স্টোন বি. পথের পাশে কোনো নির্দিষ্ট স্হান থেকে মাইলের সংখ্যা লেখা বা খোদাই-করা পাথরের ফলক। 33)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083345
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771947
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369769
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722666
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699941
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595813
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549281
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543051

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন