Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গন্ধযুক্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁশ2
(p. 80) ām̐śa2 বি. 1 সুতোর মতো সুক্ষ্ম অংশ, রোঁয়া, তন্তু; গাছ-লতা-ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু; 2 মাছের গায়ের শল্ক; scales. [সং. অংশু]। আঁশটে বিণ. মাছের গায়ের গন্ধযুক্ত। 11)
আঁষটে
(p. 80) ām̐ṣaṭē বিণ. মাছ-মাংস প্রভৃতি আমিষের গন্ধযুক্ত। 16)
আম-আদা
(p. 99) āma-ādā বি আমের গন্ধযুক্ত আদাবিশেষ। [বাং. আম3 + আদা]।
আম-গন্ধি
(p. 101) āma-gandhi বিণ. (রাঁধা খাবার সম্বন্ধে) কাঁচা গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত। [সং.আম4 + গন্ধ + ই]। 3)
কাঁঠাল
(p. 174) kān̐ṭhāla বি. গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফলবিশেষ, পনস। [সং. কণ্টকী]। কাঁঠাল-চাঁপা, কাঁঠালি-চাঁপা বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ। কাঁঠালের আমসত্ত্ব অবান্তর ও অমূলক বস্তু, অলীক বস্তু, সোনার পাথরবাটি। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ ঢুকিয়ে তাড়াতাড়ি পাকানো; (আল.) দ্রুত কার্যসাধনের জন্য অস্বাভাবিক ব্যবস্হা গ্রহণ করা। 69)
কিরাত
(p. 190) kirāta বি. 1 ভারতের প্রাচীন বন্যজাতিবিশেষ; 2 ব্যাধ; 3 পার্বত্য অঞ্চলবিশেষ। [সং. কির + √ অত্ + অ]। বি. (স্ত্রী.) কিরাতী। কিরাতিনী বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী। 32)
ক্লোরিন
(p. 217) klōrina বি. হরিতাভ রঙের অধাতব ও তীব্র গন্ধযুক্ত গ্যাসবিশেষ, পীত-সবুজ রঙের বিষাক্ত গ্যাসীয় পদার্থ, সাধারণত জল পরিশোধনের কাজে ব্যবহৃত গ্যাসবিশেষ। [ইং. chlorine]। 6)
খোকা
(p. 234) khōkā বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা সং. কুক্ষি?]। ̃ পনা, ̃ মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ̃ ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ। 6)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গন্ধী
(p. 240) gandhī (-ন্ধিন্) বিণ. গন্ধযুক্ত। বি. 1 গন্ধবণিক; 2 গাঁধিপোকা। [সং. গন্ধ + ইন্]। 22)
গলিজ
(p. 244) galija বিণ. 1 নোংরা; 2 দুর্গন্ধযুক্ত; 3 পচা। [আ. গলীজ]। 12)
গাঁধাল, গাঁদাল
(p. 246) gān̐dhāla, gān̐dāla বি. উত্কট গন্ধযুক্ত এবং ওষুধরূপে ব্যবহৃত লতাবিশেষ। [সং. গন্ধালী]। 16)
গান্ধি, গান্ধি পোকা
(p. 246) gāndhi, gāndhi pōkā বি. শস্য ধ্বংসকারী দুর্গন্ধযুক্ত কীটবিশেষ। [দেশি]। 58)
গুমসা
(p. 253) gumasā বিণ. ভাপসা, গুমটযুক্ত; গরমের জন্য ঈষত্ পচা বা দুর্গন্ধযুক্ত। ক্রি. গুমসা হওয়া (গুমসে গেছে)। [দেশি]। ̃ নো ক্রি. গুমসা হওয়া। বি. উক্ত অর্থে। ̃ নি বি. গুমসা হওয়া; গুমসা ভাব। গুমসো বিণ. গুমসা -র কথ্য রূপ। 18)
গুলাব
(p. 253) gulāba বি. 1 সুগন্ধি ফুলবিশেষ; 2 ওই ফুলের নির্যাসমিশ্রিত জল। [ফা. গুল্ (গোলাপ) + আব্ (জল) -তু. সং. অপ্]। ̃ পাশ বি. গোলাপজল ছিটাবার যন্ত্রবিশেষ। গুলাবি বিণ. 1 গোলাপের গন্ধযুক্ত; 2 মৃদু, ঈষত্ (গুলাবি নেশা)। 49)
গোলাপ-জাম
(p. 261) gōlāpa-jāma বি. গোলাপের মতো সুগন্ধযুক্ত মিষ্টি স্বাদের ফলবিশেষ। [বাং. গোলাপ + জাম]। 4)
চন্দন
(p. 278) candana বি. 1 সুগন্ধ কাঠবিশেষ বা তার গাছ; 2 বাটা চন্দন। [সং. √চন্দ্ (=আনন্দ) + অন]। ̃ চর্চিত বিণ. বাটা চন্দনে লিপ্ত (চন্দনচর্চিত মুখ)। ̃ পিঁড়ি বি. যে পীঠিকার উপর বা শিলের উপর চন্দন কাঠ ঘষা হয়। ̃ পুষ্প বি. লবঙ্গ। কুচন্দন বি. (গন্ধহীন বলে) রক্তচন্দন। হরি-চন্দন বি. পীতবর্ণ সুগন্ধযুক্ত কাঠবিশেষ, পীতচন্দন, শ্বেতচন্দন; গোশীর্ষনামক শ্বেতচন্দন। 12)
চোঁয়া
(p. 294) cōm̐ẏā বিণ. অল্প পোড়ার গন্ধযুক্ত (চোঁয়া দুধ); 2 হজম না হওয়ার জন্য অম্লগন্ধযুক্ত (চোঁয়া ঢেকুর)। চোঁয়ানো1 বি. ক্রি. অল্প পোড়ানো। [দেশি]। 101)
দার-চিনি
(p. 406) dāra-cini বি. মশলারূপে ব্যবহৃত গাছবিশেষের সুগন্ধযুক্ত ও মিষ্টি স্বাদের ছাল। [ফা. দারচীনা]। 15)
দুর্গন্ধ
(p. 414) durgandha বি. খারাপ গন্ধ (এই দুর্গন্ধের মধ্যে থাকা যায় না)। বিণ. খারাপ গন্ধযুক্ত (দুর্গন্ধ বাতাস)। [সং. দুর্ + গন্ধ]। দুর্গন্ধী (-ন্ধিন্) বিণ.দুর্গন্ধযুক্ত। 9)
দুর্বাসিত
(p. 414) durbāsita বিণ. দুর্গন্ধযুক্ত, যাতে খারাপ গন্ধ আছে এমন। [সং. দুর্ + √ বাসি (নামধাতু) + ত]। 48)
দৌর্গন্ধ্য
(p. 426) daurgandhya বি. দুর্গন্ধযুক্ততা; খারাপ গন্ধ (মুখদৌর্গন্ধ্য)। [সং. দুর্গন্ধ + য]। 4)
ধূপ
(p. 439) dhūpa বি. সুগন্ধ ধোঁয়া উত্পাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি ('ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ̃ কাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ̃ চি-ধুপচি -র বানানভেদ। ̃ ন বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র ('তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ': রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত। 34)
পমেটম
(p. 488) pamēṭama বি. চুলের প্রসাদনে ব্যবহৃত চ্যাপটা সাদা সুগন্ধযুক্ত ক্রিম বা স্নেহপদার্থবিশেষ সুগন্ধযুক্ত প্রসাধনবিশেষ। ইং. pomatum। 80)
পার-ফিউম
(p. 513) pāra-phiuma বি. 1 সুগন্ধ; 2 সুগন্ধযুক্ত এসেন্স।[ইং. perfume]। 102)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076327
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769584
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367137
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721391
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698434
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594934
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546309
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542455

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন