Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গভীর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগভীর
(p. 6) agabhīra বিণ. 1 গভীর নয় এমন; 2 অল্প গভীর; 3 (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)। [সং. ন+গভীর]। অগভীর জলে শফরী ফরফরায়তে অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে। 17)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অতল
(p. 14) atala বিণ. যার তল নেই, অথই, অগাধ (অতল জল)। বি. সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)। [সং. ন+তল]। ̃ তল বি. অথই জলের নিম্নদেশ। ̃ স্পর্শ বিণ. যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাত্ গভীর পাণ্ডিত্য)। 20)
অথই
(p. 14) athi বিণ. থই বা ঠাঁই বা তল পাওয়া যায় না এমন, অগাধ, গভীর (অথই জল)। [ সং. ন(ও)+স্হল = অস্হল]। 64)
অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অধ্যয়ন
(p. 20) adhyaẏana বি 1 মনোযোগের সঙ্গে পাঠ; 2 শাস্ত্রালোচনা। [সং. অধি+√ ই+অন]। ̃ .রত বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছে এমন। ̃ .শীল বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার অভ্যাস বা স্বভাববিশিষ্ট। 25)
অনু-চিন্তন, অনু-চিন্তা
(p. 25) anu-cintana, anu-cintā বি. 1 নিয়ত বা সর্বদা চিন্তা; 2 পরে চিন্তা; 3 গভীর চিন্তা, অনুধ্যান। [সং. অনু + চিন্তন, চিন্তা]। 86)
অন্তরঙ্গ
(p. 32) antaraṅga বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 32)
অন্তর্মুখ
(p. 34) antarmukha বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী। 23)
অব-গাহ্, অব-গাহন
(p. 43) aba-gāh, aba-gāhana বি. 1 শরীর জলে ডুবিয়ে স্নান, জলে নেমে স্নান; 2 (আল.) গভীরে প্রবেশ। [সং. অব + √ গাহ্ + অ, অন]। 31)
অভি-সন্তাপ
(p. 50) abhi-santāpa বি. গভীর মনস্তাপ, গভীর দুঃখ। [সং. অভি + সন্তাপ]। 134)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
আঁচড়
(p. 79) ān̐caḍ় বি. দাগ, অগভীর রেখা; নখের আঘাত; (আল.) সামান্য চেষ্টা (এক আঁচড়েই বুঝে নিলাম)। [দেশি]। আঁচড়া-আঁচড়ি বি. নখের আঁচড়ের লড়াই। আঁচড়ানো ক্রি. 1 নখ দিয়ে ক্ষত সৃষ্টি করা; 2 চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 7)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আবেশ, আবেশন
(p. 99) ābēśa, ābēśana বি. 1 বিহ্বলতা, ভাবাবেগ ('আবেশ হিয়ার মাঝারে লই': বিদ্যা.); 2 আসক্তি, আনুরাগ অনুপ্রবেশ (ভূতাবেশ); 4 গভীর মনোযোগ; 5 মোহ, আচ্ছন্নতা (ঘুমের আবেশ)। [সং. আ + √বিশ্ + অ, অন]। 30)
আরতি2
(p. 104) ārati2 বি. 1 নিবৃত্তি; 2 গভীর আসক্তি, একান্ত অনুরাগ ('বঁধুর পিরীতি আরতি দেখিয়া': চণ়্ডী)। [সং. আ + √রম্+ তি]। 4)
ইঁদারা
(p. 113) in̐dārā বি. বড় পাকা কুয়ো, বাঁধানো বড় ও গভীর পাতকুয়ো। [ সং. ইন্দ্রাগার]। 14)
ইউনিট
(p. 113) iuniṭa বি. একক, ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক। [ইং. unit]। 6)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
উপরি1
(p. 133) upari1 অব্য. 1 ঊর্ধ্বে, উপরে; 2 অতঃপর, তারপর। [সং. উপ + রি (নি.)]। উপরি-উপরি অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)। ক্রি.-বিণ. 1 ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)। 2 একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)। ̃ চর বিণ. উপরে বিচরণ করে এমন। ̃ তন বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন। ̃ ভাগ বি. উপরের অংশ। ̃ স্হ, ̃ স্হিত বিণ. উপরে অবস্হিত। 42)
কালি-দহ
(p. 188) kāli-daha বি. 1 নদীর গর্ভে কালিয় নাগের বাসস্হান; 2 (আল.) গভীর নদী (কালিদহের জলে)। [বাং. কালি (=কালিয়) + দহ (=অগাধ জল); দহ হ্রদ]। 7)
কিল-কিঞ্চিত
(p. 191) kila-kiñcita বি. (বৈ. শা.) গভীর আনন্দজনিত গর্ব অভিলাষ ইত্যাদি বিভিন্ন ভাবের যুগপত্ প্রকাশ। [সং. কিল + কিম্ + চিত]। 4)
কোমর
(p. 210) kōmara বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। ̃ বন্ধ বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. ̃ জল বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমর-বাঁধা ক্রি. বি. 1 দৃঢ় সংকল্প করা; 2 কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)। 26)
খদ, খড
(p. 221) khada, khaḍa বি. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্হ গভীর নিম্নভূমি; 2 ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]। 66)
খাই2
(p. 224) khāi2 বি. 1 গর্ত, খাত; 2 পারিখা, গড়খাই ('কৈল খাই সমুদ্রসমান': কাশী.) ; 3 গভীরতা (চার হাত খাই)। [সং. খাত]। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086528
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773343
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370941
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723119
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700486
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596299
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551192
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543264

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন