Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোপাল]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আদুরে
(p. 89) ādurē বিণ. 1 অতিরিক্ত আদরের; 2 অতিরিক্ত প্রশ্রয় পায় এমন; 3 অত্যন্ত আবদার বা বায়না করে এমন। [সং. আদর + বাং. ইয়া এ]। স্ত্রী আদুরি। আদুরে গোপাল বি. অতিরিক্ত আদরযত্নে যে ছেলেকে পালন করা হয়। 78)
গোপ
(p. 256) gōpa বি. 1 গোয়ালা জাতি; গোপালক; 2 (পৃথিবীর পালক) অর্থে) রাজা; 3 ভূম্যধিকারী। [সং. গো (গোরু, পৃথিবী, ভূমি) + √পা + অ]। ̃ নারী বি. গোয়ালাজাতীয়া নারী। 88)
গোপাল-ভোগ
(p. 256) gōpāla-bhōga বি. আমের জাতিবিশেষ। [বাং. গোপাল (শ্রীকৃষ্ণ) + ভোগ]। 95)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
গোপাল2
(p. 256) gōpāla2 বি. গোরুর পাল। [সং. গো + পাল (6ষ্ঠী তত্)]। 94)
গোয়াল2, গোয়ালা, গয়লা
(p. 256) gōẏāla2, gōẏālā, gaẏalā বি. 1 গোপ, গোপালক; 2 দুগ্ধ ব্যবসায়ী। [সং. গোপাল]। স্ত্রী. গোয়ালিনি, গয়লানি। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ নিজে গোয়ালা হয়েও দুধ খেতে পায় না-খায় আমানি; (আল) নামমাত্র সার, কাজে কিছু নয়। 128)
নাড়ু
(p. 454) nāḍ়u বি. গোলাকার মিঠাইবিশেষ। [ বাং. লাড়ু সং. ল়ড্ডুক। তু. হি. লাড্ডু]। ̃ গোপাল বি. 1 এক হাতে নাড়ু নিয়ে হামাগুড়ি দেবার ভঙ্গিতে বালক শ্রীকৃষ্ণ; 2 গোলমাল চেহারার শিশু। 8)
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
মদন
(p. 676) madana বি. কামনার অধিদেবতা, কামদেব, কন্দর্প অতনু, অনঙ্গ। বিণ. মত্ততাজনক। [সং √ মদ্ + ণিচ্ + অন]। ̃ .গোপাল, ̃ .মোহন বি. শ্রীকৃষ্ণ। মদনোত্-সব বি. বসন্তোত্সব; হোলি। 80)
লাল2
(p. 760) lāla2 বিণ. (নামের যোগে) সুন্দর; প্রিয় (নন্দলাল, লালচাঁদ, লালগোপাল)। [হি. লাল]। 10)
সাক্ষীগোপাল
(p. 823) sākṣīgōpāla বি. 1 পুরীর নিকটবর্তী স্হানবিশেষ বা ওই স্হানে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের বিগ্রহবিশেষ; 2 (আল.) যে ব্যক্তি স্বয়ং নিষ্ক্রিয় থেকে অন্যের কার্যকলাপ লক্ষ করে; 3 ঘটনা দেখে অথচ পুতুলের মতো নিষ্ক্রিয় ব্যক্তি। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084688
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772531
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370264
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722828
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700168
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595993
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550440
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543121

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন