Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘর্ষণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অরণি, অরণী
(p. 60) araṇi, araṇī বি. 1 যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে; 2 চকমকী পাথর flint. [সং. √ ঋ + অনি]। (অতএব অরণিকাষ্ঠ শব্দের কাষ্ঠ শব্দাংশ বাহুল্য)। 29)
অসম্বাধ
(p. 70) asambādha বিণ. 1 বাধাহীন, অবাধ; 2 সংঘর্ষহীন; 3 অপ্রতিরোধ্য, বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + সম্বাধা]। 34)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
উলু-খাগড়া
(p. 133) ulu-khāgaḍ়ā বি. 1 উলুখড় ও নল; 2 বাজে লোক; 3 গরীব লোক; 4 নিরীহ ও অকিঞ্চিত্কর লোক। [বাং. উলু + খাগড়া]। রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় (উক্তি) রাজা নেতা বা শীর্ষস্হানীয় লোকদের বিবাদ বা সংঘর্ষে সাধারণ মানুষেরই বেশি কষ্ট সইতে হয়। 164)
কড়া৩
(p. 158) kaḍ়ā3 বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ̃ কড়, ̃ ক্কড় বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ̃ কড়ি, ̃ ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। 28)
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
কর্ষ2 কর্ষণ
(p. 169) karṣa2 karṣaṇa বি. 1 কৃষি. চাষ (ভূমিকর্ষণ, হলকর্ষণ); 2 আকর্ষণ (বিপ্রকর্ষণ); 3 পীড়ন; 4 ঘর্ষণ (নিকষে কর্ষণ করা)। [সং. √ কৃষ্ + অ, অন]। কর্ষক বি. বিণ. যে কর্ষণ করে, কৃষক। কর্ষণীয় বিণ. কর্ষণযোগ্য; কর্ষণ করতে হবে এমন। কর্ষিত, কৃষ্ট বিণ. কর্ষণ করা হয়েছে এমন (তু. অকৃষ্ট ভূমি)। কর্ষী (-র্ষিন্) বিণ. আকর্ষণকারী। 35)
কষণ
(p. 172) kaṣaṇa বি. 1 ঘর্ষণ; 2 কণ্ডূয়ন; 3 কষ্ঠিপাথরে ঘষে পরীক্ষা করা। [সং. √ কষ্ + অন]। 57)
খস
(p. 224) khasa অব্য. খসে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ̃ খস1 অব্য. শুকনো পাতা বস্ত্র প্রভৃতি পড়ার বা পরস্পর ঘর্ষণের শব্দ। ̃ খসানি বি. খসখস শব্দ (শুকনো পাতার খসখসানি)। ̃ খসে বিণ. 1 খসখস শব্দ করে এমন; 2 অমসৃণ, কর্কশ (কাপড়ের জমিটা খসখসে, গায়ের চামড়া খসখসে)। 41)
গলদ্-ধর্ম
(p. 244) galad-dharma বিণ. (দেহ থেকে) ঘাম ঝরছে এমন (গলদ্ঘর্ম চেহারা)। [সং. গলদ্ + ধর্ম]। 2)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
ঘর্ঘর
(p. 266) gharghara বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গা়ড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)। [সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ (অস্ত্যর্থে)]। ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ। 37)
ঘর্ম
(p. 266) gharma বি. 1 ঘাম, স্বেদ; 2 (বিরল) রৌদ্র; 3 (বিরল) গ্রীষ্ম। [সং. √ঘৃ (ক্ষরণ, সেচন) + ম]। ঘর্মাক্ত বিণ. ঘামে ভিজে গেছে এমন (ঘর্মাক্ত দেহে সামনে এসে দাঁড়াল)। ঘর্মাক্ত-কলেবর বিণ. শরীর ঘামে ভিজে গেছে এমন। 38)
ঘর্ষণ, ঘর্ষ
(p. 266) gharṣaṇa, gharṣa বি. 1 ঘষা, মার্জন; 2 সংঘর্ষ। [সং. √ঘৃষ্ + অন, অ]। ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন। 39)
ঘষটা, ঘষড়া
(p. 266) ghaṣaṭā, ghaṣaḍ়ā ক্রি. 1 ঘষে ঘষে টানা; 2 ক্রমাগত ঘষা; 3 হেঁচড়ানো ; 4 রগড়ানো; 5 (আল.) ক্রমাগত আবৃত্তি, অভ্যাস বা চেষ্টা করা। [সং. √ঘৃষ্ + বাং. টা, ড়া]। ̃ নো ক্রি. বি. ঘষটা, ঘষড়া। বিণ. উক্ত সমস্ত অর্থে। ঘষটানি, ঘষড়ানি বি. ঘর্ষণ; হেঁচড়ানি; রগড়ানি। 40)
ঘষা
(p. 266) ghaṣā ক্রি. ঘর্ষণ করা (গা ঘষা)। বি. ঘর্ষণ (ঘষা লেগেছে)। বিণ. 1 ঘর্ষিত (ঘষা কাচ); 2 ক্ষয়প্রাপ্ত (ঘষা পয়সা)। [সং. √ঘৃষ্ + বাং. আ]। ঘষা ঘষা বিণ. সামান্য ঘষা, ঘষাভাবযুক্ত। ̃ ঘষি বি. 1 পরস্পর ঘর্ষণ; 2 ক্রমাগত ঘর্ষণ। ̃ মাজা বি. ঝকঝকে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ঘষে মেজে অস-ক্রি. নানাভাবে চেষ্টাচরিত্র করে; তোয়াজ-তদারক করে। 41)
ঘাগর, ঘাঘর
(p. 266) ghāgara, ghāghara বি. কিঙ্কিণী; ঘুঙুর। [সং. ঘর্ঘরা]। 50)
ঘাগরা, ঘাঘরা
(p. 266) ghāgarā, ghāgharā বি. স্ত্রীলোকের লম্বা ঝুলওয়ালা বা ঢিলা পোশাকবিশেষ। [হি. ঘাগরা সং ঘর্ঘরা]। 51)
ঘাম
(p. 269) ghāma বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ̃ তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। 3)
ঘামাচি
(p. 269) ghāmāci বি. ঘামের জন্য দেহে উদ্গত ক্ষুদ্র ব্রণবিশেষ, ঘামের জন্য দেহে যে ক্ষুদ্র জলপূর্ণ উদ্ভেদ সৃষ্ট হয়। [বাং. ঘাম + আচি-তু. সং. ঘর্মচর্চিকা]। 4)
ঘুঙট, ঘোঙট, ঘোঙ্গট
(p. 269) ghuṅaṭa, ghōṅaṭa, ghōṅgaṭa বি. (বৈ. সা.) ঘোমটা। [হি. ঘুঁঘট, ঘুঙট-তু. সং. অবগুণ্ঠন, অবগুণ্ঠিকা।]। ঘুঙুর, বি. পায়ের অলংকারবিশেষ; নূপুর, কিঙ্কিণী। [ধ্বন্যা.-তু. সং. ঘর্ঘরা; মরা, ঘুংগুর]। 23)
ঘৃষ্ট
(p. 270) ghṛṣṭa বিণ. 1 যা ঘষা হয়েছে, ঘর্ষিত; 2 মার্জিত; 3 (ব্যাক.) ঘর্ষণ-জাত (ঘৃষ্ট ব্যঞ্জন, ঘৃষ্ট বর্ণ)। [সং. √ঘৃষ্ + ত]। 32)
ঘেঁষ2, ঘেঁস2
(p. 270) ghēm̐ṣa2, ghēm̐sa2 বি. 1 ছোঁয়া; স্পর্শ; 2 সংস্রব। বিণ. ঘনিষ্ঠ (ঘেঁষ হয়ে বসা)। [সং. ঘর্ষ]। ঘেঁষা, ঘেঁসা ক্রি. বি. 1 স্পর্শ করা; 2 কাছাকাছি যাওয়া; নিকটবর্তী হওয়া (দেয়াল ঘেঁষে দাঁড়াও, সে আমাকে কাছে ঘেঁষতে দেয় না) ; 3 ঘনিষ্ঠ হওয়া। বিণ. উক্ত সব অর্থে। ঘেঁষা-ঘেঁসি, ঘেঁসা-ঘেঁসি বি. খুব কাছে এসে চাপাচাপি করে অবস্হান (এত ঘেঁষাঘেঁষি করে বসেছ কেন, ঘেঁষাঘেঁষির জন্যই এত অসুবিধা হচ্ছে)। ক্রি-বিণ. গায়ে গা লাগিয়ে, চাপাচাপি করে (ঘেঁষাঘেঁষি বসেছে)। 39)
জামড়া
(p. 322) jāmaḍ়ā বি. ঘর্ষণজনিত চামড়ার কাঠিন্য, কড়া (হাতে-পায়ে জামড়া পড়ে গেছে)। বিণ. দরকাঁচা। [আ. জামিদ্]। 35)
ঠক2
(p. 350) ṭhaka2 বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)। [ধ্বন্যা.]। ঠক ঠক বি. ক্রি-বিণ. 1 ক্রমাগত ঠক শব্দ; 2 দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)। ̃ ঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি। ̃ ঠকানো ক্রি. বি. 1 ঠক ঠক শব্দ করা; 2 ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া; 3 খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)। ̃ ঠকি বি. তাঁতবিশেষ। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074056
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698042
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594634
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545155
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন