Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চঞ্চল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচঞ্চল
(p. 8) acañcala বিণ. 1 চঞ্চলতা বা চপলতা নেই এমন, অচপল; 2 আন্দোলিত হয় না বা নড়ে না এমন, স্হির; 3 স্হায়ী; 4 অব্যাকুল, ধীর। [সং. ন+চঞ্চল]। স্ত্রী. অচঞ্চলতা। 54)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অচাঞ্চল্য
(p. 8) acāñcalya বি. 1 চঞ্চলতার অভাব, স্হিরতা; 2 গাম্ভীর্য। [সং. ন+চাঞ্চল্য]। 62)
অটল
(p. 8) aṭala বিণ. 1 যাকে টলানো যায় না, অচঞ্চল, স্হির; 2 দৃঢ় (অটল বিশ্বাস)। [সং. ন+টল]। 146)
অধীর
(p. 20) adhīra বিণ. 1 অস্হির, চঞ্চল; 2 অধৈর্য, অসহিষ্ণু; 3 ব্যগ্র, ব্যাকুল; উত্কণ্ঠিত। [সং. ন+ধীর]। স্ত্রী অধীরা। ̃ তা বি. অস্হিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা। 9)
অনবস্হা
(p. 23) anabashā বি. 1 অব্যবস্হা; 2 অস্হিরতা; 3 নিয়মের অভাব; 4 উপপাদ্য ও উপপাদকের অর্থাত্ যা প্রমাণ করতে হবে এবং যা প্রমাণের সহায় নেই দুইয়ের অনবরত উল্লেখজনিত তর্কদোষবিশেষ। [সং. ন+অবস্হা]। অনবস্হ, অনব-স্হিত বিণ. অস্হির, অব্যবস্হাযুক্ত। অনব-স্হিত-চিত্ত বিণ. যার চিত্ত চঞ্চল, যার মনের স্হিরতা নেই; অস্হিরচিত্ত; ক্ষণে ক্ষণে মত বদলায় এমন। 7)
অনুপ্রাস
(p. 29) anuprāsa বি. শব্দালংকারবিশেষ, একই ধ্বনি ও বর্ণের পুনঃ পুনঃ প্রয়োগসমন্বিত কাব্যলংকারবিশেষ (যেমন, 'মালঞ্চের চঞ্চল অঞ্চল': রবীন্দ্র)। [সং. অনু + প্র + √ অস্ + অ]। 14)
অবিচল, অবিচলিত
(p. 48) abicala, abicalita বিণ. বিচলিত নয় এমন; চঞ্চল নয় এমন; স্হির, অচঞ্চল, দৃঢ় (লক্ষ্যে অবিচল, অবিচলিত বিশ্বাস)। [সং. ন + বিচল, বিচলিত]। 16)
অশান্ত
(p. 65) aśānta বিণ. চঞ্চল, অস্হির (অশান্ত মন); দুরন্ত (অশান্ত ছেলে); প্রবোধ মানে না এমন (অশান্ত হৃদয়); বিক্ষুদ্ধ (অশান্ত সমুদ্র)। [সং. ন + শান্ত]। 19)
অশান্তি
(p. 65) aśānti বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]। 20)
অস্হির
(p. 73) ashira বিণ. 1 স্হির নয় এমন, স্হির থাকে না এমন; চঞ্চল; 2 আকুল, উদ্গ্রীব; 3 অনির্ধারিত, স্হিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; 4 নশ্বর। [সং. ন + স্হির]। বি. ̃ তা, ̃ ত্ব, অস্হৈর্য। ̃ চিত্ত বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. ̃ চিত্ততা। ̃ পঞ্চানন বি. স্বভাবে অস্হির ও ছটফটে লোক। ̃ বুদ্ধি বিণ. বুদ্ধি বা মতের স্হির নেই এমন। বি. উক্ত অর্থে। ̃ সংকল্প বিণ. সংকল্প বা কর্তব্য স্হির করেনি এমন; অব্যবস্হিতচিত্ত। 31)
আচঞ্চল
(p. 85) ācañcala বিণ. কিছুটা চঞ্চল, একটু চঞ্চল। [বাং. আ + সং. চঞ্চল]। 2)
আনচান, আনছান
(p. 89) ānacāna, ānachāna বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন। [(1)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (2) হি. অন্চৈন (অন্চয়েন)] 124)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
আলোল
(p. 108) ālōla বিণ. 1 ঈষত্ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]। 4)
উচ্চকিত
(p. 119) uccakita বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 চঞ্চল; 3 চমকিত। [সং. উত্ + চকিত]। 29)
উটকো
(p. 119) uṭakō বিণ. 1 অপরিচিত (একটা উটকো লোকের সঙ্গে চলে গেল?); 2 বিশ্বাসের অযোগ্য (উটকো খবর); 3 অল্পকালস্হায়ী (উটকো ভাড়াটে); 4 বাজে; 5 অতি চঞ্চলচিত্ত; 6 যে স্ত্রী স্বামীর ঘর ছেড়ে কেবলই পালাতে চায় এমন। [দেশি]। 76)
উড়ু-উড়ু
(p. 119) uḍ়u-uḍ়u বিণ. 1 উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে); 2 পালাই-পালাই ভাবযুক্ত; 3 চঞ্চল (মন উড়ুউড়ু)। [বাং. উড়া]। 100)
উতল
(p. 123) utala বিণ. 1 উদ্বিগ্ন (মন উতল হওয়া); 2 ভাবাবেগে আকুল; 3 চঞ্চল (উতল হাওয়া)। [ সং. উত্তাল]। 40)
কৌতূহল
(p. 210) kautūhala বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)। [সং. কুতূহল + অ]। কৌতূহলী বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী ('কৌতূহলী পুষ্পগন্ধ': রবীন্দ্র)। কৌতূহলোদ্দীপক বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী। 77)
ক্ষোভ
(p. 217) kṣōbha বি. 1 মানসিক চাঞ্চল্য, বেদনা, মনস্তাপ (তার রূঢ় ব্যবহারে ক্ষোভ হওয়াই স্বাভাবিক); 2 আন্দোলন, আলোড়ন, বিক্ষোভ (ইন্দ্রিয়ক্ষোভ)। [সং. √ ক্ষুভ্ + অ]। ক্ষোভন বি. কামদেবের পঞ্চবাণের অন্যতম। ক্ষোভিত বিণ. যার মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে; আলোড়িত; চঞ্চলীকৃত। 65)
খঞ্জন
(p. 221) khañjana বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; 2 খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। ̃ গঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ। 23)
খর-খর
(p. 224) khara-khara অব্য. বি. 1 কর্কশ শব্দ (দেওয়ালটা খরখর করছে); 2 দ্রুত চলার শব্দ (খরখর করে চলে গেল)। [ধ্বন্যা.]। খর-খরে বিণ. 1 কর্কশ; 2 বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); 3 অনবরত কথা বলে এমন; 4 চঞ্চল (খরখরে স্বভাব)। 12)
গজ-গজ, গজ্-গজ্, গজর-গজর
(p. 236) gaja-gaja, gaj-gaj, gajara-gajara অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]। 15)
চকিত
(p. 274) cakita বিণ. 1 চমকিত (ভয়চকিত দৃষ্টি); 2 ভয়চঞ্চল, এস্ত, কম্পিত (চকিত দৃষ্টি)। বি. নিমেষ, অত্যল্প কাল (চকিতে অদৃশ্য হল, চকিতের দেখা)। [সং. √চক্ (প্রতিঘাত, প্রতিক্রিয়া) + ত]। স্ত্রী. চকিতা (চকিতা হরিণী)। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073921
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366014
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698019
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন