Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চর্চ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচর্চিত
(p. 8) acarcita বিণ. চর্চিত বা আলোচিত হয়নি এমন, অনালোচিত, অননুশীলিত। [সং. ন+চর্চিত]। 58)
অচর্বনীয়
(p. 8) acarbanīẏa বিণ. চর্বনের যোগ্য নয় এমন, চিবনো যায় না বা চিবনো উচিত নয় এমন। [সং. ন+চর্বনীয়]। 59)
অচর্বিত
(p. 8) acarbita বিণ. চর্বণ করা হয়নি এমন, চিবনো হয়নি এমন। [সং. ন+চর্বিত]। 60)
অত্যাশ্চর্য
(p. 14) atyāścarya বিণ. অত্যন্ত বিস্ময়কর, খুব অদ্ভুত (এ এক অত্যাশ্চর্য ঘটনা)। [সং. অতি+আশ্চর্য]। 50)
অননু-শীলন
(p. 22) ananu-śīlana বি. অভ্যাস বা অনুশীলন বা চর্চার অভাব। [সং. ন+অনুশীলন]। অননু-শীলিত বিণ. যে বিষয়ে অভ্যাস বা চর্চা করা হয়নি। 11)
অনাধি-কার
(p. 21) anādhi-kāra বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার়]। ̃ চর্চা বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা। ̃ প্রবেশ বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass. অনাধি-কারী (-রিন্) বিণ. যার অধিকার নেই; অযোগ্য। অনধি-কৃত বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত। 28)
অনাহত
(p. 25) anāhata বিণ. 1 আঘাত পায়নি এমন, অক্ষত; 2 বাজানো হয়নি এমন ('অনাহত মোর বীণা': রবীন্দ্র)। বি. তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্হ ধ্বনিবিশেষ (তু. 'অণহা ডমরু': চর্যা.)। [সং. ন + আহত]। 23)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অনু-শীলন
(p. 31) anu-śīlana বি. অভ্যাস বা চর্চা। [সং. অনু + √ শীলি + অন]। অনু-শীলনী বি. অনুশীলনের সহায়ক প্রশ্নাবলি। অনু-শীলনীয় বিণ. অনুশীলনের যোগ্য; অনুশীলন করা উচিত বা আবশ্যক এমন। অনু-শীলিত বিণ. অনুশীলন করা হয়েছে এমন; চর্চিত, চর্চা বা অভ্যাসের দ্বারা লব্ধ। 22)
অনু-ষঙ্গ
(p. 31) anu-ṣaṅga বি. 1 প্রণয়; স্নেহ; 2 দয়া; 3 প্রসঙ্গ; সম্বন্ধ, association (বি. প.); 4 আসক্তি, টান, adherence (স. প.); 5 সাহচর্য; 6 সহচর। [সং. অনু + √ সন্জ্ + অ]। অনু-ষঙ্গী (-ঙ্গিন্) বিণ. অনুষঙ্গবিশিষ্ট; অনুষঙ্গস্বরূপ; সহচর। বিণ. আনুষঙ্গিক। 24)
অপরূপ
(p. 39) aparūpa বিণ. 1 অপূর্ব; অতুলনীয় রূপবিশিষ্ট (অপরূপ শিল্পসম্পদ); 2 (ব্যঙ্গে) আশ্চর্য, কিম্ভূত; 3 কদাকার, কুরূপ; বেয়াড়া। [(1)সং. অপূর্ব প্রাকৃ. অপরূব (2) সং. অপ (=অপগত) + রূপ (=সৌন্দর্য বা তুলনা)]। 10)
অপুর্ব
(p. 40) apurba বিণ. 1 আগে হয়নি বা ঘটেনি বা ছিল না এমন; অভিনব, অভূতপূর্ব; 2 আশ্চর্য; অতি উত্কৃষ্ট। [সং. ন+ পূর্ব]। ̃ তা বি. অভিনবত্ব; চমত্কারিত্ব। ̃ দৃষ্টি বিণ. আগে তার দেখা যায়নি এমন, অদৃষ্টপূর্ব। 40)
অব্যবসায়
(p. 50) abyabasāẏa বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন। 26)
অব্যাহত
(p. 50) abyāhata বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। [সং. ন + ব্যাহত]। অব্যাহতি বি. রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)। 40)
অভ্যাস
(p. 55) abhyāsa বি. 1 সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; 2 ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। [সং. অভি + √ অস্ + অ]। অভ্যস্ত বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)। অভ্যাসী (-সিন্) বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী। অভ্যাসিত বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত। 20)
অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
অস্নাত
(p. 73) asnāta বিণ. স্নান করেনি এমন। [সং. ন + স্নাত]। ̃ ক বি. 1 যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; 2 (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি। 36)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আজব
(p. 85) ājaba বিণ. অদ্ভুত, আশ্চর্যজনক (আজব ব্যাপার, আজব কান্ড)। [আ. অজব]। ̃ .ঘর, ̃ .খানা বি. জাদুঘর, প্রদর্শশালা, museum. 29)
আলাদিনের প্রদীপ
(p. 106) ālādinēra pradīpa আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়। 21)
আলিপ্ত
(p. 106) ālipta বিণ. ভালোভাবে বা প্রকৃষ্টভাবে লিপ্ত বা চর্চিত (আলিপ্ত চন্দন)। [সং. আ + লিপ্ত]। 35)
আলোচনা, আলোচন
(p. 106) ālōcanā, ālōcana বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত। 62)
আশৈশব
(p. 108) āśaiśaba অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]। 31)
আশ্চর্য
(p. 108) āścarya বিণ. 1 বিস্মিত (তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম); 2 অদ্ভুত, বিস্ময়কর (এ কী আশ্চর্য ব্যাপার)। বি. 1 অদ্ভুত ঘটনা বা ব্যাপার, বিস্ময় (আশ্চর্যের কথা); 2 বিস্ময়ের বিষয় (পৃথিবীর সপ্তম আশ্চর্য)। [সং. আ + √ চর্ + য]। আশ্চর্যান্বিত বিণ. বিস্মিত, অবাক হয়ে গেছে এমন। 33)
আশ্রম
(p. 108) āśrama বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী। 37)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076309
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769578
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367121
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721382
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698431
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594927
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546302
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542453

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন