Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চলিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বিত্, (চলিত) বিদ
(p. 611) -bit, (calita) bida বিণ. জানে এমন, বেত্তা (বিজ্ঞানবিত্, ইতিহাসবিদ)। [সং. √ বিদ্ + ক্বিপ্]। 69)
অকম্প, অকম্পিত, অকম্প্র
(p. 2) akampa, akampita, akampra বিণ. 1 কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা); 2 অবিচলিত (অকম্পিত হৃদয়ে)। [সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]। 10)
অক্ষুব্ধ
(p. 4) akṣubdha বিণ. 1 ক্ষুব্ধ বা বিচলিত নয় এমন (অক্ষুব্ধ চিত্তে); 2 প্রশান্ত, ধীর, শান্ত। [সং. ন+ক্ষুব্ধ]। 39)
অখণ্ড
(p. 4) akhaṇḍa বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ̃ তা (আঞ্চলিক অখণ্ডতা)। ̃ ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ̃ মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ̃ মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ। 43)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অত্যাবশ্যক
(p. 14) atyābaśyaka বিণ. অত্যন্ত দরকারি, খুব প্রয়োজনীয়। [সং. অতি+আবশ্যক]। (অশু. কিন্তু প্রচলিত) অত্যাবশ্যকীয় বিণ. অত্যন্ত দরকারী (অত্যাবশ্যকীয় পণোর দাম বাড়ছে)। 49)
অনাকুল
(p. 24) anākula বিণ. 1 আকুল নয় এমন, অবিচলিত (অনাকুল চিত্ত); 2 আলুথালু নয় এমন (অনাকুল কেশ)। [সং. ন + আকুল]। 2)
অনাথ
(p. 24) anātha বিণ. বি. সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। [সং. ন + নাথ]। অনাথা, (অশু. কিন্তু প্রচলিত) অনাথিনী (স্ত্রী.) বিণ. সহায়হীনা, যে নারীর কোনো অবলম্বন নেই। ̃ আলয়, ̃ নিবাস, অনাথাশ্রম বি. অনাথ শিশুদের অর্থাত্ মাতা-পিতাহীন শিশুদের থাকার জায়গা বা আশ্রয়। 15)
অপ্রচলন
(p. 40) apracalana বিণ. প্রচলনের অভাব; চলিত না থাকা; অব্যবহার। [সং. ন + প্রচলন]। অপ্রচলিত বিণ. চলিত নয় এমন; অব্যবহৃত। 57)
অবিচল, অবিচলিত
(p. 48) abicala, abicalita বিণ. বিচলিত নয় এমন; চঞ্চল নয় এমন; স্হির, অচঞ্চল, দৃঢ় (লক্ষ্যে অবিচল, অবিচলিত বিশ্বাস)। [সং. ন + বিচল, বিচলিত]। 16)
অমা, অমা-বস্যা, অমা-বাস্যা
(p. 57) amā, amā-basyā, amā-bāsyā বি. কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না। [সং. ন + √ মা + ক্কিপ্, অমা + √ বস্ + য + আ]। অমা-নিশা, (অশু. কিন্তু প্রচলিত) অমা-নিশি, অমা-রজনী বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি ('দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে': রবীন্দ্র)। অমাবস্যার চাঁদ (আল.) যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না। 14)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অহর্নিশ
(p. 75) aharniśa ক্রি-বিণ. দিনরাত; সতত, প্রতিনিয়ত। [সং. অহন্ (অহঃ) + নিশা]। অহর্নিশি ক্রি-বিণ. (অশু. কিন্তু প্রচলিত) দিনরাত, নিশিদিন; সতত, প্রতিনিয়ত। 21)
আচার2
(p. 85) ācāra2 বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ̃ .নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ̃ .নিষ্ঠ। ̃ .বান, ̃ .বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ̃ .ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ। 9)
আঞ্চলিক
(p. 85) āñcalika বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. ̃ তা, regionalism. 50)
আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
আধুনিক
(p. 89) ādhunika বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. ̃ তা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকী-করণ বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর। 109)
আপিস-অফিস
(p. 97) āpisa-aphisa এর চলিত বিকৃত রূপ। 6)
আবশ্যক
(p. 98) ābaśyaka বিণ. প্রয়োজনীয়, দরকারি; অপরিহার্য। বি. প্রয়োজন, দরকার (তার আর আবশ্যক কী?)। [সং. অবশ্যম্ + ক]। ̃ .তা বি. প্রয়োজনীয়তা, দরকার। আবশ্যকীয় (আশু. কিন্তু বাংলায় বহুলপ্রচলিত) বিণ. প্রয়োজনীয়। আবশ্যিক বিণ. আবশ্যকরণীয় বা গ্রহণীয়, compulsory. 28)
আবহ.মান
(p. 98) ābaha.māna বিণ. ক্রমাগত; চিরপ্রচলিত (আবহমানকাল ধরে এই চলছে)। [সং. আ + √বহ্ + মান (শানচ্)]। ̃ .কাল বি. ক্রি-বিণ. চিরকাল, অনাদিকাল; চিরকাল ধরে। 30)
আভ্যন্তর, আভ্যন্তরিক
(p. 99) ābhyantara, ābhyantarika বিণ. অভ্যন্তরে বা ভিতরে থাকে এমন, অন্তর্গত। [সং. অভ্যন্তর + অ, ইক]। আভ্যন্তরীণ বিণ. (অশু. কিন্তু প্রচলিত) অভ্যন্তরীণ, আভ্যন্তর, ভিতরের। 51)
আল-কাপ
(p. 104) āla-kāpa বি. বাংলার আঞ্চলিক লোকগানবিশেষ। 53)
আয়িডিন-আইয়োডিন
(p. 103) āẏiḍina-āiẏōḍina এর প্রচলিত বাংলা রূপ। 28)
ইল্লি
(p. 116) illi বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। [দেশি?]। 20)
ঈর্ষা, ঈর্ষ্যা
(p. 118) īrṣā, īrṣyā বি. পরশ্রীকাতরতা, দ্বেষ; হিংসা (বাং. অর্থে)। [সং. ঈর্ষ্য + অ + আ]। ঈর্ষ্যা শুদ্ধ, ঈর্ষা অধিকতর চলিত রূপ]। ঈর্ষণীয় বিণ. হিংসনীয়, ঈর্ষার যোগ্য। ̃ ম্বিত, ̃ লু, ঈর্ষী বিণ. দ্বেষযুক্ত, পরশ্রীকাতর। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083882
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772149
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369891
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722722
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700005
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595866
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549385
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন