Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাহি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যুত্-পাদন
(p. 14) atyut-pādana বি. (শস্য ও শিল্পদ্রব্যাদির) চাহিদার তুলনায় অনেক বেশি উত্পাদন, overproduction. [সং. অতি+উত্পাদন]। 58)
চাইতে2
(p. 281) cāitē2 অনু. চেয়ে, অপেক্ষা (তোমার চাইতে সে বয়সে বড়)। [হি. চাহি]। 21)
চাহা1
(p. 281) cāhā1 ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা; 2 কামনা করা, ইচ্ছা করা ('মারিতে চাহি না আমি সুন্দর ভুবনে': রবীন্দ্র)। [চাওয়া1 দ্র]। 187)
চাহা2
(p. 281) cāhā2 ক্রি. চাওয়া, তাকানো, দেখা, দৃষ্টি দেওয়া ('চাহিয়া দেখো': রবীন্দ্র)। [চাওয়া2 দ্র]। 188)
চাহিদা
(p. 281) cāhidā বি. (ভোগ্য বস্তু সম্পর্কে) 1 কেনবার ইচ্ছা বা প্রয়োজন; 2 টান, সাধারণের দরকারের পরিমাণ, demand. [হি. চাহিতা]। 189)
চেয়ে1, চাইতে
(p. 294) cēẏē1, cāitē অনু. অপেক্ষা, থেকে (অপমানের চেয়ে মৃত্যুও ভালো, তোমার চাইতে সে বড়)। [বাং. চাহিয়া]। 72)
টান
(p. 343) ṭāna বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)। 27)
তেজি1
(p. 375) tēji1 বিণ. চড়া (মাছের বাজার এখন খুব তেজি)। [বাং. তেজ ( সং. তেজস্) + ই]। ̃ মন্দি বি. চাহিদার অনুপাতে বাজারদরের হ্রাস-বৃদ্ধি। 279)
দাবি
(p. 405) dābi বি. 1 অধিকার, স্বত্ব (এ জমিতে তার কোনো দাবি নেই); 2 অধিকার, চাহিদা বা ন্যায্য পাওনা সম্পর্কে ঘোষণা (এ দাবি তুমি করতে পার না)। [আ. দাআবী]। ̃ দাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ। ̃ দার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক। ̃ পত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি। 17)
নির্নিমিখ
(p. 468) nirnimikha বিণ. (কাব্যে.) পলকহীন, নিমেষহীন (নির্নিমিখ আঁখি, নির্নিমিখ দৃষ্টি)। ক্রি-বিণ. পলক না ফেলে, নিমেষহীনভাবে ('সূর্যের পানে চাহিল নির্নিমিখ': রবীন্দ্র)। [সং. নির্নিমেষ]। 75)
পড়তি
(p. 486) paḍ়ti বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা। 36)
ফারাক
(p. 564) phārāka বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত ('ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে': ক.ক)। [আ. ফারগ্]। 30)
বাঁশরি
(p. 591) bām̐śari বি. (প্রধানত কাব্যে) বাঁশি ('বাঁশরি বাজাতে চাহি': রবীন্দ্র)। [বাং. বাঁশ + র + ই]। 30)
বাগ2
(p. 591) bāga2 বি. 1 বশ, শাসন (বাগ মানানো); 2 সুযোগ, সুবিধা (বাগ পাওয়া); 3 (অপ্র.) বল্গা (বাগডোর); 4 কৌশল (কাজের বাগ); 5 আয়ত্তি (এবার তোকে বাগে পেয়েছি); 6 পথ, দিক ('চাহিতে চাই মুখের বাগে', 'ভয়ে যে জাগে শিয়র বাগে': রবীন্দ্র); 7 পাশের দিক (আগ ডোম বাগ ডোম=আগে ডোম [সৈন্য], পাশে ডোম)। [সং. বল্গা]। 42)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075779
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769413
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366828
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721312
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698332
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546131
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542405

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন