Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চিরকাল; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অনাদ্যন্ত
(p. 24) anādyanta বিণ. আদি ও অন্ত নেই এমন ('ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ততীর/ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে': রবীন্দ্র)। [সং. ন + আদ্যন্ত]। 23)
অশাশ্বত
(p. 65) aśāśbata বিণ. চিরকালের নয় এমন, চিরকালীন নয় এমন; অনিত্য; অস্হির। [সং. ন + শাশ্বত]। 22)
অস্হায়ী
(p. 73) ashāẏī (-য়িন্) বিণ. স্হায়ী নয় এমন, চিরকাল থাকে না এমন; অল্পকাল থাকে এমন, temporary; পাকা নয় এমন (অস্হায়ী চাকরি)। [সং. ন + স্হায়িন্]। বি. অস্হায়িতা, অস্হায়িত্ব। 24)
আজন্ম
(p. 85) ājanma ক্রি-বিণ. বিণ. বিণ- বিণ. জন্ম থেকে শুরু করে, জন্মাবধি, সারা জীবন ধরে (আজন্ম করে আসছি, আজন্ম বাস, আমি আজন্ম দরিদ্র)। বি. সারা জীবন ('ফিরবে বীভত্স নৃত্যে আজন্মের নিস্ফলতা যত': সু. দ.)। [সং. আ + জন্মন্]। ̃ .কাল ক্রি- বিণ. চিরকাল বা চিরজীবন ধরে। 28)
আবহ.মান
(p. 98) ābaha.māna বিণ. ক্রমাগত; চিরপ্রচলিত (আবহমানকাল ধরে এই চলছে)। [সং. আ + √বহ্ + মান (শানচ্)]। ̃ .কাল বি. ক্রি-বিণ. চিরকাল, অনাদিকাল; চিরকাল ধরে। 30)
গার্হ-পত্য
(p. 246) gārha-patya বি. 1 যে সাগ্নিক গৃহস্হ অগ্নি চিরকাল প্রজ্বলিত রাখে ; 2 যে যজ্ঞাগ্নি চিরদিন প্রজ্বলিত রাখা হয়। বিণ. গৃহপতিসম্বন্ধীয়। [সং. গৃহপতি + য]। 91)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
চিরান্ধ
(p. 290) cirāndha বিণ. জন্মান্ধ; চিরকাল অন্ধ। [সং. চির2 + অন্ধ]। 45)
চিরাভ্যাস
(p. 290) cirābhyāsa বি. চিরকালের বা পুরোনো অভ্যাস, দীর্ঘকালের অভ্যাস। [সং. চির2 + অভ্যাস]। 47)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
পর-বশ
(p. 488) para-baśa বিণ. 1 পরাধীন (চিরকাল ভাইয়ের পরবশ হয়ে থাকা 2 অধীন (ক্রোধপরবশ হয়ে)। [সং. পর3 + বশ। ̃ তা বি. অন্যের প্রতি বশ্যতা। 152)
বরাবর
(p. 580) barābara ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)। বিণ. তুল্য ('সুধা বিষে বরাবর': ভা. চ.)। [হি. ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)। 69)
মতো,
(p. 676) matō, (অসং.) মত বিণ. 1 সদৃশ, ন্যায়, তুল্য (ফুলের মতো মেয়ে);। 2 অনুযায়ী, অনুরূপ (কথামতো কাজ, মনের মতো কথা, দস্তুর মতো মজুরি); 3 যোগ্য, উপযুক্ত (রাজার মতো আচরণ, ছেলের মতো ছেলে)। অব্য. জন্য, সীমা (জন্মের ম়তো, চিরকালের মতো)। [মত2 দ্র]। 72)
মামুলি
(p. 700) māmuli বিণ. 1 গতানুগতিক (মামুলি ধরন); 2 চিরাচরিত, চিরকালে (মামুলি কাহিনি, মামুলি স্বত্ব); 3 সাদামাটা, আতি সাধারণ, অকিঞ্চিত্কর (মামুলি ব্যবস্হা)। [আ. মআমুলী]। 9)
মুদ্রিত
(p. 710) mudrita বিণ. 1 দাগ বা ছাল পড়েছে এমন (স্মৃতি পটে মুদ্রিত, দৃশ্যটি মনে চিরকালের মতো মুদ্রিত হয়ে আছে); 2 ছাপা হয়েছে এমন (সুমুদ্রিত গ্রন্হ); 3 নিমীলিত (মুদ্রিত নয়ন)। [সং. মুদ্রা + ত]। 57)
যাবচ্চন্দ্র-দিবাকর
(p. 726) yābaccandra-dibākara ক্রি-বিণ. যতকাল চন্দ্র ও সূর্য থাকবে ততকাল, চিরকাল। [সং. যাবত্ + চন্দ্র + দিবাকর]। 34)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সদা
(p. 803) sadā ক্রি-বিণ. অব্য. 1 সর্বদা, সতত, সব সময়; 2 চিরকাল। [সং. সর্ব + দা (নি.)]। ̃ নন্দ বিণ. চির আনন্দময়। বি. শিব। ̃ নন্দ-ময় বিণ. সর্বদা আনন্দপূর্ণ। স্ত্রী. ̃ নন্দ-ময়ী (সদানন্দময়ী কালী)। ̃ ব্রত বি. অন্নসত্র। ̃ শিব বি. সতত মঙ্গলময় মহাদেব। বিণ. (বাং.) অতি উদার; সর্বদাই এবং অল্পেই সন্তুষ্ট (সদাশিব ব্যক্তি)। ̃ শ্রুত বিণ. সর্বদা বা প্রায়ই শোনা যায় বা শোনা হয় এমন। ̃ সর্বদা অব্য. ক্রি-বিণ. সারাক্ষণ। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084999
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772675
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370360
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722878
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700204
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596042
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550511
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543151

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন