Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোখে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তারকা
(p. 375) tārakā বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। বি. রাত্রি। 63)
অক্ষি
(p. 4) akṣi বি. চক্ষু, নেত্র, চোখ। [সং. √ অক্ষ্+ই়]। ̃ কূট, ̃ কূটিক বি. চোখের তারা। ̃ কোটর বি. চোখের খোল, orbit, socket of the eye, ̃ গত বিণ. 1 নয়নগোচর, দৃষ্টিগোচর; 2 শত্রু। ̃ .গোলক বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball. ̃ তারকা, ̃ তারা বি. চোখের তারা। ̃ পক্ষ্ম বি. চোখের পাতার লোম, eyelash. ̃ পট বি. অক্ষিগোলকের পিছন দিকের অতি সূক্ষ্ম ঝিল্লি বা পরদা, retina, ̃ পটল বি. চোখের ছানি, coat of the eye, ̃ পুট বি. চোখের পাতা, eyelid. ̃ বিভ্রম বি. দৃষ্টিভ্রম, চোখের ভুল; মরীচিকা, optical illusion. ̃ শালাক্য বি. চোখের অস্ত্রোপচারবিদ্যা (স.প.)। 36)
অঞ্জন
(p. 8) añjana বি. 1 চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়; 2 মালিন্য, কালিমা; 3 (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন); 4 আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]। ̃ .শলাকা বি. চোখে কাজল বা সুর্মা দেবার কাঠি। অঞ্জনিকা বি. আঁজনাই। 138)
অধি-মাংস, অধি-মাস1
(p. 17) adhi-māṃsa, adhi-māsa1 বি. 1 অতিরিক্ত বা বাড়তি মাংস; 2 মাংস বৃদ্ধি বা তজ্জনিত রোগবিশেষ; 3 চোখের অসুখ; 4 ফোড়া। [সং. অধি (=অধিক)+মাংস, মাস]। 82)
অনিমিষ, অনিমেষ
(p. 25) animiṣa, animēṣa বিণ. 1 অপলক, পলকহীন; 2 নিস্পন্দ; 3 স্হির (অনিমেষ নয়ন)। [সং. ন + নিমিষ়, নিমিষে]। ̃ নেত্রে ক্রি-বিণ. একদৃষ্টিতে, চোখের পলক না ফেলে। 40)
অন্তর্বাষ্প
(p. 34) antarbāṣpa বি. চেপে রাখা চোখের জল, অবরুদ্ধ অশ্রু। [সং. অন্তর্ + বাষ্প]। 10)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
অন্ধ-কার
(p. 34) andha-kāra বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা। 42)
অপাঙ্গ
(p. 40) apāṅga বি. চোখের কোণ; আড়চোখ, কটাক্ষ। [সং. অপ + অঙ্গ]। ̃ দৃষ্টি বি. চোরা চাহানি; কটাক্ষ। অপাঙ্গে দেখা ক্রি. বি. আড়চোখে দেখা। 5)
অর্জুন
(p. 62) arjuna বি. 1 পাণ্ডুর তৃতীয় পুত্র; 2 রাজা শতবীর্য, 3 চোখের রোগবিশেষ, আঞ্জনি; 4 গাছবিশেষ। [সং. √ অর্জ + উন]। 5)
অলখ
(p. 64) alakha বিণ. দৃষ্টির অগোচর, নজর আসে না এমন; অদৃশ্য ('চাঁদের মতন অলখ টানে': রবীন্দ্র)। [সং. অলক্ষ্য প্রা. অলক্খ] ̃ .ঝোরা বি. চোখের আড়ালে অবস্হিত ঝরনা। 5)
অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
অসিত
(p. 72) asita বি. কৃষ্ণবর্ণ, কালো রং। বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের; শ্যামল। [সং. ন + সিত]। স্ত্রী. অসিতা। ̃ নয়ন বিণ. কালো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ নয়না। অসিতাঙ্গ বিণ. কৃষ্ণাঙ্গ, কৃষ্ণবর্ণ দেহবিশিষ্ট, শ্যামাঙ্গ। স্ত্রী. অসিতাঙ্গী। অসিতাপাঙ্গ বিণ. কৃষ্ণবর্ণ নেত্রপ্রান্তবিশিষ্ট; চোখ বা চোখের প্রান্ত কালো এমন। স্ত্রী. অসিতাপাঙ্গী। 9)
আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
আঁজনাই
(p. 79) ān̐janāi বি. আঞ্জনি; চোখের পাতার ভিতরদিকের ফোঁড়াবিশেষ, sty, stye. [সং. অঞ্জন]। 11)
আঁসু
(p. 80) ām̐su বি. চোখের জল, অশ্রু। [হি. আঁসু]। 17)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আঞ্জনি, আঞ্জুনি
(p. 85) āñjani, āñjuni বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]। 51)
আড়াল
(p. 85) āḍ়āla বি. 1 দৃষ্টির বাহির, অন্তরাল (চোখের আড়াল, আড়ালে রাখো); 2 পরদা, আবরণ (দুটো ঘরের মাঝে একটা আড়াল থাকা দরকার)। [বাং. আড়2]। 98)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আবরণ
(p. 98) ābaraṇa বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') 19)
আবরু
(p. 98) ābaru বি. 1 মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; 2 শ্লীলতা, ইজ্জত; 3 পর্দা, আবরণ; 4 চোখের পাতা। [ফা. আব্রু]। 20)
ইঙ্গিত
(p. 113) iṅgita বি. 1 ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা; 2 আভাস (ঝড়ের ইঙ্গিত)। [সং. √ ইন্গ্ + ত]। 24)
ঈষিকা, ঈষীকা
(p. 118) īṣikā, īṣīkā বি. 1 হাতির চোখের গোলক; 2 তুলি, তুলিকা; 3 কাশতৃণ। [সং. √ ঈষ্ + ইক, ঈক + আ]। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086490
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773329
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370918
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723109
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700483
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596293
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551179
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543263

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন