Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুতোর; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অছিলা
(p. 8) achilā বি. ছল, ছুতো, অজুহাত (কাজের অছিলায় সে দ্রুত স্হান ত্যাগ করল)। [ফা. বসীলা]। 89)
উপ-লক্ষ, উপ-লক্ষ্য
(p. 133) upa-lakṣa, upa-lakṣya বি. 1 প্রয়োজন, উদ্দেশ্য, অবলম্বন (পুজো উপলক্ষ্যে দেশে গেছে); 2 অজুহাত, ছুতো, অছিলা (তাঁর দেশসেবা উপলক্ষ্য মাত্র)। [সং. উপ + √ লক্ষ্ + অ, য]। 50)
কুঁদ
(p. 192) kun̐da বি. 1 ছুতোরের চাঁচার বা কোঁদার যন্ক্ষ; 2 সাদা রঙের ফুলবিশেষ। [সং. কুন্দ]। 35)
কুন্দ2
(p. 196) kunda2 বি. ছুতোরের ভ্রমিযন্ত্র, কুঁদযন্ত্র যার সাহায্যে কাঠ কুঁদানো হয়। [সং. কুম + √ দা + অ]। ̃ কার, ̃ কর বি. যে কুঁদযন্ত্রের সাহায্যে জিনিস গড়ে; ছুতোর মিস্ত্রি। 31)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছুতা, (কথ্য) ছুতো
(p. 304) chutā, (kathya) chutō বি. 1 সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); 2 অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); 3 সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)। ̃ নাতা, ছল-ছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি। 109)
ছুতার, (কথ্য) ছুতোর
(p. 304) chutāra, (kathya) chutōra বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]। 110)
তক্ষক
(p. 363) takṣaka বি. 1 যে তক্ষণ করে অর্থাত্ ছুতোর; 2 অর্জুনের পৌত্র পরীক্ষিত্কে দংশনকারী সাপবিশেষ, অষ্টনাগের অন্যতম; 3 গিরগিটিজাতীয় প্রাণিবিশেষ। [সং. তক্ষ্ + অক]। 24)
তক্ষণ
(p. 363) takṣaṇa বি. 1 অস্ত্রের সাহায্যে কাঠ ইত্যাদি চাঁচা বা কোঁদা; ছুতোরের কাজ (তক্ষণে নিযুক্ত); 2 রেঁদা, বাইস। [সং. √ তক্ষ্ + অন]। তক্ষণাস্ত্র বি. ছুতোরের অস্ত্র, যে অস্ত্রে তক্ষণ করা হয়। তক্ষণী বি. তক্ষণাস্ত্র -র অনুরূপ। 25)
তুর-পুন
(p. 375) tura-puna বি. কাঠে ছিদ্র করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ, ভোমর। [ফা. তুর্ফান্]। 205)
ত্বষ্টা
(p. 387) tbaṣṭā (-ষ্টৃ) বি. 1 সূত্রধর, ছুতোর; 2 দেবশিল্পী বিশ্বকর্মা। [সং. √ ত্বক্ষ্ (তক্ষণ করা) + তৃ]। 66)
ধুয়া1, (কথ্য) ধুয়ো
(p. 439) dhuẏā1, (kathya) dhuẏō বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো। [সং. ধ্রুবা]। 23)
বর্ধকি
(p. 580) bardhaki বি. ছুতোর, সূত্রধর, কাঠের মিস্ত্রি। [সং. √ বর্ধ্ + অক + ই]। 124)
বাইস1
(p. 590) bāisa1 বি. ছোটো কোদালের মতো ছুতোরের অন্ত্রবিশেষ। [সং. বাসি]। 18)
বাটালি
(p. 596) bāṭāli বি. ছুতোরের ব্যবহৃত কাঠ কাটার হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [দেশি]। 11)
বাড়ই
(p. 596) bāḍ়i বি. 1 ছুতোর; 2 ঘরামি। [সং. বর্ধর্কি]। 19)
বায়না1
(p. 600) bāẏanā1 বি. 1 আবদার, কোনোকিছুর জন্য অবিরত দাবি বা প্রার্থনা (ছেলেটা ঘুড়ির জন্য বায়না ধরেছে); 2 ছল, ছুতো, বাহানা, ওজর (আজ আমি তোমার কোনো বায়নাই শুনব না)। [ফা. বাহানা]। 36)
ব্যপ-দেশ
(p. 648) byapa-dēśa বি. 1 ছল, ছুতো, অছিলা; 2 ইঙ্গিত; 3 কুল, বংশ; 4 নামোল্লেখ; 5 (বাং.) প্রয়োজন (কার্যব্যপদেশে)। [সং. বি + অপ + √ দিশ্ + অ]। ব্যপদিষ্ট বিণ. ব্যপদেশযুক্ত। ব্যপ-দেষ্টা (-ষ্ট়ৃ) বিণ. ছলকারী, ভানকারী; কপটী; নামোল্লেখকারী। 27)
ভোমর1
(p. 670) bhōmara1 বি. ছুতোরের কাঠ ছিদ্র করার যন্ত্রবিশেষ, তুরপুন, drill [ সং. ভ্রমরক]। 85)
ভ্রমি-যন্ত্র
(p. 670) bhrami-yantra বি. ছুতোরের তুরপুন বা ড্রিল, drill [সং ভ্রমি + যন্ত্র।] 123)
মাটাম
(p. 692) māṭāma বি. সমকোণ কি না তা স্হির করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ। বিণ সমকোণে বিন্যস্ত, মাটামসই। [তু. ও মটাম]। ̃ .সই বিণ. সমকোণে বিন্যস্ত। 80)
মিস্ত্রি
(p. 707) mistri (কথ্য) মিস্তিরি বি. কারিগর, যে কারিগর হাতের কাজে বা ছোটখাটো যন্ত্রপাতির কাজে পটু বা সেই কাজ করে (রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি)।[পো. mestre]। 14)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
যবোদর
(p. 723) yabōdara বি. এক যবের প্রস্হপ্রমাণ মাপ অর্থাত্ 1/8 ইঞ্চিসচ. ছুতোরের ব্যবহৃত মাপবিশেষ। [সং. যব + উদর]। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076331
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769592
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367140
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721392
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698442
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546312
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542455

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন