Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জমিদার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
আওসত
(p. 77) āōsata বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার। 40)
উত্-পীড়ন
(p. 123) ut-pīḍ়na বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার (প্রজাদের উপর জমিদারদের উত্পীড়ন); 2 কষ্ট দেওয়া; 3 উত্যক্ত করা। [সং. উত্ + পীড়ন]। উত্-পীড়ক বিণ. বি. যে উত্পীড়ন করে। উত্-পীড়িত বিণ. উত্পীড়ন করা হয়েছে এমন; নিগৃহীত; অত্যাচারিত। 32)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
এস্টেট
(p. 149) ēsṭēṭa বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)। [ইং. estate]। 32)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কবুলতি, কবুলিয়ত
(p. 164) kabulati, kabuliẏata বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]। 30)
কাছারি
(p. 178) kāchāri বি. 1 বিচারালয়, আদালত; 2 দফতর, কার্যালয় (জমিদারের কাছারি)। [তু. হি. কচ্হরী]। 16)
কার-কুন
(p. 185) kāra-kuna বি. জমিদারির বা বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক। [ফা.কার্কুন্]। 5)
খাজনা, খাজানা
(p. 226) khājanā, khājānā বি. রাজস্ব; জমিদার বা সরকারের প্রাপ্য কর; জমিদার বা সরকার প্রজার কাছ থেকে যে ভূমিকর পান। [আ. খজানা]। ̃ খানা বি. কোষাগার। 4)
খাস-নবিশ
(p. 229) khāsa-nabiśa বি. রাজা বা জমিদারের নিজস্ব মুনশি বা সচিব, private secretary. [আ. খাসনবীশ]। 11)
গদি
(p. 240) gadi বি. 1 তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); 2 ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); 3 রাজাসন (গদিতে আরোহণ করা); 4 উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। ̃ য়ান বিণ. 1 সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); 2 সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। ̃ য়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। বিণ. গদিয়ানসুলভ। 4)
গাঁতি1
(p. 246) gān̐ti1 বি. অল্পকিছু জোতজমা; জমিদারের অধীনস্হ জোতজমা। [বাং. গাঁ]। 10)
গোমস্তা, গোমশতা
(p. 256) gōmastā, gōmaśatā বি. 1 তহসিলদার, খাজনা আদায়কারী; 2 জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী কর্মচারী; 3 প্রতিনিধি; 4 হিসাবরক্ষক। [ফা. গুমাশ্তা]। 121)
চক2
(p. 274) caka2 বি. 1 চতুষ্কোণ ক্ষেত্র, চৌকোনা ভূমি; 2 নগর বা গ্রামের কেন্দ্রস্হিত ভূমিখণ্ড বা ময়দান (মোল্লার চক); 3 চতুষ্কোণ উঠান ঘিরে অট্টালিকাশ্রেণি (চকমিলানো বাড়ি); 4 চতুষ্কোণাকৃতি বাজার (চাঁদনি চক); 5 জমিদারির অংশবিশেষ, তালুক বা তহসিল। [ সং. চতুষ্ক-তু. বাং. চৌক]। ̃ বন্দি বি. 1 জমির বা গ্রামের সীমা নির্ধারণ; 2 জমির ভাগ, লাট, তৌজি। বিণ. 1 চতুঃসীমাযুক্ত; চতুঃসীমা নির্ধারিত হয়েছে এমন (চকবন্দি জমি); 2 চকমিলানো। ̃ মিলানো বিণ. চতুষ্কোণ উঠানকে ঘিরে অট্টালিকাশ্রেণি উঠেছে এমন। 7)
চিঠা
(p. 288) ciṭhā বি. 1 ছোট চিঠি; 2 ফর্দ, তালিকা; 3 জমিদারিসংক্রান্ত খসড়া হিসাবপত্র (হাত-চিঠা); 4 জমির পরিমাপ সংক্রান্ত বিবরণ। [হি. চিট্টা]। 19)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
চেক2
(p. 294) cēka2 বি. ব্যাংককে টাকা দেবার আদেশপত্র বা হুণ্ডি়; ব্যাংক থেকে আমানতি টাকা তোলার জন্য নির্দেশপত্র। [ইং. cheque]। চেক কাটা ক্রি. বি. চেক দেওয়া, চেক দাখিল করা। ̃ দাখিলা বি. জমিদার প্রজাকে জমির বিবরণসংবলিত খাজনার যে-রসিদ দেন; খাজনার রসিদ। ̃ মুড়ি বি. দাখিলার অর্থাত্ রসিদের যে অংশ দাখিলাদাতা নিজের কাছে রাখে, counterfoil. 50)
চোপ-দার, চোব-দার
(p. 298) cōpa-dāra, cōba-dāra বি. রাজা জমিদার ইত্যাদির আসাসোঁটাধারী সুসজ্জিত ভৃত্য; রাজারাজড়ার সুসজ্জিত ভৃত্য, আসাবরদার। [ফা. চোব্দার]। 8)
জমি
(p. 312) jami বি. 1 ভূমি (জমিতে পড়ে আছে); 2 কৃষিক্ষেত্র (চাষের জমি); 3 ভূ-সম্পত্তি (সমস্ত জমি ক্রোক হয়েছে); 4 ভূতল, ভূপৃষ্ঠ (সর্বত্র বন্যার জল, কোথাও জমি দেখা যায় না); 5 বস্ত্রাদির বুনুনি (শাড়ির জমি)। [ফা. জমীন্]। ̃ জমা বি. ভূ-সম্পত্তি। ̃ জিরাত, ̃ জিরেত বি. চাষবাসের উপযুক্ত জমি; কৃষিজমি। ̃ দার বি. জমির মালিক, ভূস্বামী। ̃ দারি বি. 1 জমিদারের পদ; 2 জমিদারের সম্পত্তি (এত বড় জমিদারি সামলায় কে?); 3 (আল.) দাপট, খবরদারি, মাতব্বরি (এখানে তোমার জমিদারি মানব না)। বিণ. 1 জমিদারসংক্রান্ত (জমিদারি কায়দা); 2 জমিদারিসংক্রান্ত (জমিদারি আয়)। 113)
জোত
(p. 330) jōta বি. 1 চাষের জমি; 2 কর্ষণযোগ্য ভূ-সম্পত্তি; 3 লাঙলের সঙ্গে গোরুকে বাঁধবার দড়ি। [সং. যোত্র]। ̃ দার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক। 11)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত
(p. 355) ḍākāta, (barta. apra.) ḍākāita বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। 19)
তরফ1
(p. 367) tarapha1 বি. 1 দিক (ডান তরফ); 2 পক্ষ (তার তরফে কিছু বলো); 3 জমিদারের খাজনা আদায়ের মহাল (তরফ দেবীপুর); 4 জমিদারির অংশ বা তার মালিক (বড় তরফ); 5 পাশ, প্রান্ত। [আ. তরফ্]। ̃ দার বি. 1 তরফের খাজনা আদায়কারী গোমস্তা; 2 তরফের বা পক্ষের লোক; 3 উপাধিবিশেষ। তরফা বিণ. দিকের বা পক্ষের (একতরফা)। 105)
তহ-সিল, (চলিত) তসিল
(p. 372) taha-sila, (calita) tasila বি. 1 আদায়ীকৃত খাজনা; 2 খাজনা আদায়; 3 খাজনা আদায়ের বা দাখিলের দফতর। [আ. তহ্সীল]। ̃ দার বি. তহসিলের ভারপ্রাপ্ত কর্মচারী, গোমস্তা; জমিদারির খাজনা আদায়কারী। ̃ দারি বি. তহসিলদারের কাজ। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768632
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366017
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698023
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594626
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545130
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542289

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন