Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জাগরিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-বুদ্ধ
(p. 45) aba-buddha বিণ. 1 প্রবুদ্ধ; প্রজ্ঞাবান; জ্ঞানবান; 2 জাগরিত, সজাগ। [সং. অব + √ বুধ্ + ত]। 13)
অব-বোধ
(p. 45) aba-bōdha বি. 1 বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান; 2 জাগরণ; উপলব্ধি। [সং. অব + √ বুধ্ + অ, ণিচ্ + অ]। অব-বোধন বি. 1 জ্ঞাপন, জানানো; 2 জাগানো। অব-বোধিত বিণ. 1 জানানো হয়েছে এমন; 2 উদ্বোধিত; জাগরিত। 14)
উদ্বুদ্ধ
(p. 128) udbuddha বিণ. 1 উত্সাহিত, প্রাণিত (মহান আদর্শে উদ্বুদ্ধ); 2 জাগরিত, চেতনাপ্রাপ্ত। [সং. উত্ + √ বুধ্ + ত]। 22)
জাগরিত
(p. 320) jāgarita বিণ. 1 জেগে উঠেছে এমন, নিদ্রোত্থিত; 2 জেগে রয়েছে এমন, নিদ্রাহীন; 3 চেতনাপ্রাপ্ত। [সং. √ জাগৃ + ত]। 15)
জাগরী
(p. 320) jāgarī (-রিন্) বিণ. 1 জাগরণকারী, জাগিয়ে দেয় এমন; 2 নিদ্রাহীন, জাগরিত। [সং. √ জাগৃ + ইন্]। 16)
প্রবুদ্ধ
(p. 548) prabuddha বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত; 2 উদ্বুদ্ধ, চেতনাপ্রাপ্ত, জাগরিত (প্রবুদ্ধ ভারত); 3 প্রকৃষ্ট জ্ঞানী, মহাজ্ঞানী। [সং. প্র + √ বুধ্ + ত]। 12)
প্রবোধ
(p. 548) prabōdha বি. 1 সান্ত্বনা, শোক-দুঃখ-উদ্বেগ প্রভৃতি দমনকারী বা উপশমকারী বাক্য, আশ্বাস (মন প্রবোধ মানে না); 2 জ্ঞান; 3 বিকাশ; জাগরণ। [সং. প্র + √ বুধ্ + অ]। ̃ ন বি. 1 প্রবোধদান; 2 জাগরিত করা। প্রবোধা ক্রি. (কাব্যে) প্রবোধ দেওয়া (প্রবোধিতে, প্রবোধিব)। প্রবোধিত বিণ. প্রবোধপ্রাপ্ত। 19)
প্রভাত-ফেরি
(p. 548) prabhāta-phēri বি. 1 ভোরবেলা পাড়ায় পাড়ায় বা রাস্তায় উদ্বোধনী সংগীত গেয়ে পুরবাসীদের জাগরিত করা; 2 ভোরে দেশাত্মবোধক বা প্রেরণামূলক সম্মেলক গান গেয়ে পথ পরিক্রম; প্রভাতের মঙ্গলগীত। [গুজ?]। 29)
বুদ্ধ
(p. 633) buddha বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত; 2 জ্ঞানী; 3 জাগরিত। বি. বৌদ্ধধর্মপ্রচারক বুদ্ধদেব, গৌতম, সিদ্ধার্থ। [সং. √ বুধ্ + ত]। ̃ ত্ব বি. বুদ্ধের ভাব বা অবস্হা। ̃ পূর্ণিমা বি. বৈশাখ মাসের পূর্ণিমা। 26)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
স্বপ্ন, (প্রধানত কাব্যে এবং ব্যক্তিনামে) স্বপন
(p. 852) sbapna, (pradhānata kābyē ēba mbyaktināmē) sbapana বি. 1 ঘুমের মধ্যে প্রত্যক্ষবত্ অনুভূত বিষয়; 2 কোনো বিষয়ের প্রত্যক্ষবত্ অনুভব; 3 (আল.) কল্পনা (সুখস্বপ্ন); 4 নিদ্রা (শয়নে-স্বপনে)। [সং. √ স্বপ্ + ন]। স্বপ্নেও না ভাবা (আল.) কোনো প্রকারে আশা না করা। ̃ ঘোর বি. নিদ্রাভঙ্গের পরেও স্বপ্নের যে আবেশে মন আচ্ছন্ন থাকে। ̃ চারিতা বি. নিদ্রিতাবস্হায় বিচরণ, somnambulism. (বি. প.)। ̃ জড়িমা বি. স্বপ্নঘোরজনিত জড়তা; স্বপ্নের ঘোর। ̃ জাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা। ̃ দোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন। ̃ বত্ বিণ. স্বপ্নের মতো অলীক অথচ সুন্দর। ̃ বৃত্তান্ত বি. স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। ̃ ময় বিণ. স্বপ্নবত্; স্বপ্নে সৃষ্ট বা জাত; কাল্পনিক। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক, ̃ রাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা। স্বপ্নাদিষ্ট বিণ. স্বপ্নাদেশ-প্রাপ্ত। স্বপ্নাদেশ বি. স্বপ্নে প্রাপ্ত দৈবাদেশ। স্বপ্নাবিষ্ট বিণ. স্বপ্নের ঘোরে আচ্ছন্ন। স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন। স্বপ্নিল বিণ. স্বপ্নের মতো; স্বপ্নময়। স্বপ্নোত্থিত বিণ. স্বপ্নময় নিদ্রা থেকে জাগরিত।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075985
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367014
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721346
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698379
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594905
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542433

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন