Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জুয়া]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকেজো
(p. 4) akējō বিণ. 1 অকর্মণ্য, নিষ্কর্মা; 2 অব্যবহার্য। [ম. বাং. আকাজুয়া আ. বাং. অকাজুয়া (অকাজ+উয়া ও)]। 7)
অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
কিতব
(p. 190) kitaba বিণ. 1 শঠ, প্রবঞ্চক; 2 জুয়াড়ি। [সং. কিত + √ বা + অ]। কৈতব বি. শঠতা, প্রবঞ্চনা। 5)
কৈতব
(p. 207) kaitaba বি. 1 কপটতা, ছল; 2 জুয়া খেলা। [সং. কিতব + অ]। ̃. বাদ বি. 1 মিথ্যা কথা, অমৃতবাদ; 2 চাটুবাদ, তোষামোদ ('কৈতববাদের এমনি মহিমা': শরত্)। ̃. বাদী (-দিন্) বিণ. মিথ্যাবাদী; চাটুকার। 43)
জুয়া1
(p. 327) juẏā1 ক্রি. জুয়ানো। [সং. √ যুজ্]। 44)
জুয়া2
(p. 327) juẏā2 বি. 1 বাজি রেখে প্রতিযোগিতামূলক খেলা, gambling; 2 দ্যূতক্রীড়া। [হি. জুয়া]। ̃ খেলা বি. টাকাপয়সা বাজি ধরে খেলা। ̃ চুরি বি. প্রবঞ্চনা, প্রতারণা। ̃ চোর বি. ঠক, প্রবঞ্চক, প্রতারক। ̃ ড়ি, ̃ রি বি. যে জুয়া খেলে। 45)
জুয়ানো
(p. 327) juẏānō ক্রি. বি. 1 জোগানো ('কথা না জুয়ায়'); 2 উচিত বা সংগত হওয়া ('ছাড়িতে না জুয়ায়')। [জুয়া1 দ্র]। 46)
জোচ্চোর, জোচ্চুরি
(p. 327) jōccōra, jōccuri যথাক্রমে জুয়াচোর ও জুয়াচুরি র কথ্য রূপ।
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
দাগা2
(p. 402) dāgā2 বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা। 49)
দুরোদর
(p. 414) durōdara বি. 1 জুয়া; 2 জুয়াড়ি; 3 পাশাখেলা। [সং. দুর্ + আ (সমন্তাত্) + উদর যার]। 5)
দ্যূত
(p. 426) dyūta বিণ. 1 বাজি রেখে পাশা খেলা; 2 পাশা খেলা; 3 জুয়া খেলা। [সং. √ দিব্ + ত]। ̃ কার, ̃ কর বিণ. বি. যে পাশা খেলে; জুয়াড়ি। ̃ ক্রীড়া বি. বাজি রেখে পাশা খেলা; পাশা খেলা। 53)
ধূর্ত
(p. 439) dhūrta বিণ. 1 (প্রধানত মন্দ অর্থে) চতুর; 2 ধড়িবাজ; 3 শঠ; প্রবঞ্চক; 4 (বিরল) জুয়াড়ি। [সং. ধূর্ব্ + ত]। ̃ তা, ধূর্তামি, ধূর্তামো বি. শঠতা, প্রবঞ্চনা; (মন্দ অর্থে) চতুরতা, চালাকি। 38)
পুকুর
(p. 523) pukura বি. দিঘির চেয়ে ছোটো বদ্ধ জলাশয়বিশেষ, পুষ্করিণী। [সং. পুষ্করিণী-তু. প্রাকৃ. পুক্খর]। ̃ চুরি বি. বিরাট জুয়াচুরি বা অনুরূপ অপকর্ম। পুকুর ঝালানো বি. ক্রি. পুকুর থেকে পাঁক ও অন্যান্য আবর্জনা তুলে ফেলে নতুন জল আনা। পুকুর প্রতিষ্ঠা করা ক্রি. বি. পুকুর কেটে শাস্ত্রবিহিতভাবে উত্সর্গ করা। 31)
প্রবঞ্চন, প্রবঞ্চনা
(p. 546) prabañcana, prabañcanā বি. 1 প্রতারণা, জুয়াচুরি; 2 ছলনা। [সং. প্র + বঞ্চন, বঞ্চনা]। প্রবঞ্চক বিণ. প্রবঞ্চনা করে এমন; ঠক, জুয়াচোর; ছলনাকারী। প্রবঞ্চিত বিণ. প্রতারিত। 52)
ফাটকা
(p. 564) phāṭakā বি. 1 (প্রধানত পণ্যদ্রব্যের ব্যবসায়মূল্যের হ্রাসবৃদ্ধির ঝুঁকি নিয়ে) টাকা খাটানো; 2 (তাস নিয়ে) জুয়াখেলাবিশেষ। [হি. ফাটা]। ̃ বাজ বি. পণ্যদ্রব্যের জুয়াড়ি। ̃ বাজি বি. পণ্যদ্রব্য নিয়ে ফাটকা করা। 11)
ফেরেব
(p. 569) phērēba বি. প্রবঞ্চনা; জুয়াচুরি। [ফা. ফরেব্]। ̃ বাজ বিণ. প্রবঞ্চক, ঠক; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ফেরেববাজের আচরণ বা বৃত্তি। ফেরেবি বি. প্রবঞ্চনা। বিণ. প্রবঞ্চক; প্রতারণাপূর্ণ (ফেরেবি কাজ)। 15)
বাজি2
(p. 595) bāji2 বি. 1 ইন্দ্রজাল, ভেলকি (ভোজবাজি); 2 খেলার দফা (এক বাজি তাস খেলে যাই); 3 আতশবাজি (বাজি পোড়ানো); 4 জুয়া খেলার পণ (বাজি রাখা); 5 (আল.) জীবলীলা; ভবের খেলা ('এবার বাজি ভোর': রা. প্র.)। [ফা. বাজী]। ̃ কর বি. জাদুকর, ঐন্দ্রজালিক। ̃ মাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়। 20)
রেসুড়ে
(p. 749) rēsuḍ়ē বি. 1 ঘোড়দৌড়ের জুয়াড়ি; 2 রেসের খেলায় মেতে আছে এমন লোক। [ইং. race + বাং. উড়িয়া এ]। 28)
সাট্টা
(p. 823) sāṭṭā বি. জুয়া খেলাবিশেষ। [তু. হি. সাটা (বিনিময়)]। 47)
সারা৩
(p. 830) sārā3 ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074780
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769049
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366332
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721137
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698188
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545446
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন