Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্ঞানহীন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচেত
(p. 8) acēta বিণ. 1 অজ্ঞান; 2 বিবেকহীন; 3 তত্ত্বজ্ঞানহীন ('যে জন অচেতচিত্ত': ভা. চ.)। [সং. ন+চিত্+অস্ = অচেতঃ]। 72)
অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অনক্ষর
(p. 21) anakṣara বিণ. 1 অক্ষরজ্ঞানহীন, নিরক্ষর, বর্ণপরিচয়হীন; 2 মূর্খ। [সং. ন+অক্ষর]। 14)
অরসজ্ঞ, অরসিক
(p. 61) arasajña, arasika বিণ. রসজ্ঞান নেই এমন; বেরসিক। [সং. ন + রসজ্ঞ, রসিক]। অরসজ্ঞা, অরসিকা বিণ. (স্ত্রী.) রসজ্ঞানহীনা, বেরসিকা। 5)
উদো, উধো
(p. 127) udō, udhō বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। ̃ মাদা বিণ. বোকাসোকা, হাবাগবা। 22)
কাট-মোল্লা
(p. 179) kāṭa-mōllā বি. 1 যে মুসলমান ইসলাম ধর্মের বাহ্য নিয়মগুলিকেই কঠোরভাবে অনুসরণের পক্ষপাতী, ধর্মের মূলতত্ত্ব যে জানে না; 2 তত্বজ্ঞানহীন সংকীর্ণমনা মুসলমান পুরোহিত। [বাং. আকাট + তুর. মুল্লা]। 19)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কোঁচা1
(p. 209) kōn̐cā1 বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)। [বাং. কোঁচ3 + আ]। কোঁচা দুলিয়ে বেড়ানো ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন (প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা। 8)
গোঁয়ার
(p. 256) gōm̐ẏāra বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ̃ গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ̃ তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। 58)
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
দিঙ্-মূঢ
(p. 408) diṅ-mūḍha বিণ. দিগ্ভ্রান্ত; কাণ্ডজ্ঞানহীন। [সং. দিক্ + মূঢ়]। 14)
নিরক্ষর
(p. 461) nirakṣara বিণ. অক্ষরজ্ঞানহীন, বর্ণপরিচয়হীন, সম্পূর্ণ অশিক্ষিত (নিরক্ষর লোককে সাক্ষর করা)। [সং. নির্ (নিঃ) + অক্ষর]। বি. ̃ তা। 124)
ন্যালা-খ্যাপা
(p. 481) nyālā-khyāpā বিণ. পাগলাটে, কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন। [দেশি]। 40)
বাহ্য2
(p. 605) bāhya2 বিণ. 1 বহিস্হ, বাইরের (বাহ্য সৌন্দর্য, বাহ্য জগত্); 2 অযথার্থ বা অপ্রধান ('এহ বাহ্য আগে কর আর')। [সং. বহিস্ + য]। ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. (বাড়ির বাইরে গিয়ে করা হত বলে) মলত্যাগ। ̃ জগত্ বি. জড়জগত্। ̃ জ্ঞান বি. বহির্বিষয়ের জ্ঞান; ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ জ্ঞান; চেতনা। ̃ জ্ঞানহীন বিণ. অচেতন, অজ্ঞান। ̃ দৃষ্টি বি. চর্মচক্ষুর দ্বারা দর্শন, আপাতদৃষ্টি। বাহ্যিক (বাং. কিন্তু প্রচলিত) বিণ. 1 আপাতদৃষ্ট; 2 বাইরের। 57)
বিমূঢ়
(p. 621) bimūḍh় বিণ. 1 কর্তব্যজ্ঞানহীন (বিমূঢ় জাতি, বিস্ময়বিমূঢ়); 2 মূর্খ; অজ্ঞান; 3 সম্পূর্ণ মুগ্ধ; 4 বিহ্বল। [সং. বি + মূঢ়]। বি. ̃ তা। 75)
বেআক্কেল
(p. 633) bēākkēla বিণ. 1 বুদ্ধিহীন, বোকা; 2 কাণ্ডজ্ঞানহীন (বেআক্কেল লোক)। [ফা. বে + বাং. আক্কেল ( আ. আক্ল্)]। বেআক্কেলে বিণ. কাণ্ডজ্ঞানহীন। [বেআক্কেল + ইয়া এ]। 95)
বেতাল2
(p. 633) bētāla2 বি. (সংগীতে) তালের অভাব বা তালভঙ্গ। বিণ. 1 তালজ্ঞানহীন; 2 তালহীন। [ফা. বে + সং. তাল]। বেতালা বিণ. 1 (সংগীতে) তালের সমতাহীন; 2 তালহীন; 3 তালজ্ঞানহীন; 4 (আল.) কোনো নিয়ম মেনে চলে না এমন (বেতালা লোক)। 175)
বেরসিক
(p. 642) bērasika বিণ. রসজ্ঞানহীন, অরসিক, রসিকতা করতে পারে না বা বোঝে না এমন। [ফা. বে + সং. রসিক]। 2)
বেহেড
(p. 642) bēhēḍa বিণ. 1 মতিভ্রষ্ট, কাণ্ডজ্ঞানহীন, চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে এমন; 2 অতি প্রমত্ত, বুদ্ধি বা কাণ্ডজ্ঞান হারিয়েছে এমন, প্রমত্ত (বেহেড মাতাল)। [ফা. বে + ইং. head]। 68)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
সমাধি
(p. 808) samādhi বি. 1 পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ, চিত্তবৃত্তির নিরোধপূর্বক স্বরূপে অবস্হিতি; 2 বাহ্যজ্ঞানহীন ধ্যানের চরম অবস্হা; 3 সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত-সমর্পণ; 4 গভীর তন্ময়তা; 5 সমাধান; 6 কবর দেওয়া; 7 কবর, গোর। [সং. সম্ + আ + √ ধা + ই]। ̃ ক্ষেত্র, ̃ স্হল, ̃ স্হান বি. গোরস্হান, কবরখানা। ̃ প্রস্তর বি. কবরের উপরে স্হাপিত স্মৃতিপ্রস্তর। ̃ মগ্ন, ̃ স্হ বিণ. সমাধিতে নিমগ্ন, বাহ্যজ্ঞানরহিত হয়ে ধ্যানরত। ̃ মন্দির বি. কবরের উপরে নির্মিত স্মৃতিমন্দির। ̃ স্তম্ভ বি. কবরের উপরে নির্মিত স্মৃতিস্তম্ভ। 93)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084511
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772440
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370164
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722786
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700124
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595964
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550353
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543111

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন