Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্যক্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগোচর
(p. 7) agōcara বিণ. 1 বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর); 2 অজ্ঞাত; 3 অপ্রত্যক্ষ। [সং. ন+গোচর]। 2)
অতিষ্ঠ
(p. 14) atiṣṭha বিণ. স্হির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্হির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত। [সং. ন+তিষ্ঠ (সং. √ স্হা থেকে বাংলামতে সাধিত]। 28)
অধি-ত্যকা
(p. 17) adhi-tyakā বি. পর্বতের সমতল উপরিভাগ। [সং. অধি+√ ত্যক্+আ (স্ত্রী.)]। 65)
অপরোক্ষ
(p. 39) aparōkṣa বিণ. প্রত্যক্ষ; সাক্ষাত্। [সং. ন + পরোক্ষ]। 11)
অপ্রত্যক্ষ
(p. 42) apratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়ের অগোচর, অতীন্দ্রিয়; 2 প্রত্যক্ষ নয় এমন, পরোক্ষ। [সং. ন + প্রত্যক্ষ]। 7)
অব-ধূত
(p. 44) aba-dhūta বি. 1 শৈব সন্ন্যাসী; সংসারত্যাগী সন্ন্যাসী; 2 তান্ত্রিক সন্ন্যাসী। বিণ. 1 কল্পিত; 2 বিক্ষিপ্ত; 3 পরিত্যক্ত। [সং. অব + √ ধূ + ত]। অব-ধৌত, অব-ধৌতিক বিণ. অবধূত সম্পর্কিত। 26)
আবর্জন
(p. 98) ābarjana বি. 1 সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; 2 অবনমন; 3 নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত। 21)
আমুক্ত
(p. 101) āmukta বিণ. 1 ঈষত্ মুক্ত, একটুখানি মুক্ত বা উন্মুক্ত; 2 পরিত্যক্ত। [সং. আ + √মুচ্ + ত]। 46)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উঞ্ছ
(p. 119) uñcha বি. 1 কোনো জায়গায় পড়ে-থাকা বা পরিত্যক্ত শস্যকণা খুঁটে খুঁটে সংগ্রহ; 2 হীন জীবিকা। [সং. √ উন্ছ্ + অ]। ̃ জীবী (-বিন্) বিণ. অতি নগণ্য বা হীন কাজ করে জীবিকানির্বাহকারী। ̃ বৃত্তি বি. হীন কর্মের দ্বারা জীবিকানির্বাহ। 73)
উত্-পীড়ন
(p. 123) ut-pīḍ়na বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার (প্রজাদের উপর জমিদারদের উত্পীড়ন); 2 কষ্ট দেওয়া; 3 উত্যক্ত করা। [সং. উত্ + পীড়ন]। উত্-পীড়ক বিণ. বি. যে উত্পীড়ন করে। উত্-পীড়িত বিণ. উত্পীড়ন করা হয়েছে এমন; নিগৃহীত; অত্যাচারিত। 32)
উত্যক্ত
(p. 126) utyakta বিণ. অত্যন্ত বিরক্ত, ব্যতিব্যস্ত (মশার জ্বালায় উত্যক্ত); অস্হির। [সং. উত্ + ত্যক্ত]। 3)
উদ্বেজক
(p. 128) udbējaka বিণ. 1 উদ্বেগজনক; 2 কষ্টকর বা বিরক্তিকর। [সং. উত্ + √ বিজ্ + অক]। উদ্বেজন বি. উদ্বেগ; উদ্বিগ্ন বা উত্যক্ত করা। উদ্বেজিত বিণ. উদ্বিগ্ন বা উত্যক্ত করা হয়েছে এমন। 25)
উপ-দর্শক
(p. 132) upa-darśaka বি. 1 পথপ্রদর্শক, যে (ব্যক্তি) পথ দেখায়; 2 দ্বারপাল, দ্বাররক্ষক। [সং. উপ + √ দৃশ্ + ণিচ্ + অক]; 3 প্রত্যক্ষ সাক্ষী, eye-witness. [সং. উপ + √ দৃশ্ + অক]। 6)
ঋক্থ, রিক্থ
(p. 141) ṛktha, riktha বি. 1 ধন; 2 উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পত্তি; 3 মৃত ব্যক্তির পরিত্যক্ত বা ফেলে-যাওয়া সম্পত্তি। [সং. √ ঋচ্ + থ]। 6)
এঁটো, এঁঠো
(p. 142) ēn̐ṭō, ēn̐ṭhō বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। ̃ খেকো বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না। 14)
ঐন্দ্রিয়ক
(p. 150) aindriẏaka বিণ. ইন্দ্রিয়সম্বন্ধীয়; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ। [সং. ইন্দ্রিয় + অক]। 27)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
কুড়া2
(p. 194) kuḍ়ā2 ক্রি. 1 ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; 2 পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); 3 ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); 4 ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]। ̃ নো ক্রি. পূর্বোক্ত কুড়া2 অর্থে। বিণ. 1 পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); 2 ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); 3 সংগৃহীত (কুড়ানো ফুল)। বি. 1 সংগ্রহ; 2 একত্রীকরণ; 3 সম্মার্জন, ঝাঁট। কুড়ানি, কুড়ুনি বিণ. বি. (স্ত্রী.) 1 যে কুড়ায় (পাতকুড়ানি); 2 যাকে কুড়িয়ে পাওয়া গেছে। 67)
ক্রিয়া
(p. 215) kriẏā বি. 1 কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); 2 শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); 3 অভ্যাস; 4 কৃত্য (নিত্যক্রিয়া); 4 আচার আচারব্যবহার; 5 পূজা; 6 (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb [সং. √ কৃ + অ + আ]। ̃ কর্ম বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ̃ কলাপ, ̃ কাণ্ড বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ̃ ন্বিত বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ̃ বাচক বিণ. (ব্যাক.) কার্যবোধক। ̃ বিধি বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ̃ বিশেষণ বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ̃ শীল বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ̃ সক্ত বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত। 14)
খারিজ
(p. 226) khārija বিণ. 1 বাতিল, অগ্রাহ্য (তোমার আবেদন খারিজ হয়ে গেছে); 2 পরিত্যক্ত (ওই পরিকল্পনা অনেকদিন আগেই খারিজ হয়ে গেছে); পরিবর্তিত। বি. 1 পরিবর্তন ; 2 বর্জন (নাম খারিজ করা, খারিজের দরখাস্ত)। [আ. খারিজ]। খারিজা বিণ. খারিজ করা হয়েছে এমন (খারিজা দরখাস্ত)। 80)
গোচর
(p. 256) gōcara বি. 1 ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা বিষয় (কর্ণগোচরে আসা); 2 (জ্যোতিষ.) এলাকা, দৃষ্টি বা প্রভাবের এলাকা (শনির গোচর); 3 অবগতি (বিষয়টি তাঁর গোচরে আনতে হবে); 4 গোচারণভূমি। বিণ. প্রত্যক্ষ; আশ্রিত; স্হিত; বিষয়ীভূত (নয়নগোচর, শ্রুতিগোচর)। [সং. গো + √চর্ + অ]। 62)
চাক্ষুষ
(p. 281) cākṣuṣa বিণ. 1 চোখের সাহায্যে জ্ঞাত বা জানা হয়েছে এমন (চাক্ষুষ পরিচয়); 2 প্রত্যক্ষ, চোখে-দেখা (চাক্ষুষ প্রমাণ)। [সং. চক্ষুস্ + অ]। বিণ. স্ত্রী. চাক্ষুষী (চাক্ষুষী বিদ্যা)। 69)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084003
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772216
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369948
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700030
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595894
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550148
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন