Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দন্তী; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদন্ত
(p. 14) adanta বিণ. দাঁত নেই যার; এখনও দাঁত ওঠেনি যার। [সং. ন+দন্ত]। 74)
আশ-কারা
(p. 108) āśa-kārā বি. 1 প্রশ্রয় (ছেলেকে বড্ড আশকারা দিয়েছে); 2 তদন্তের ফলে গোপন অপরাধ প্রকাশ (খুনের আশকারা)। [ফা. আশ্কারা]। 11)
আয়োগ
(p. 103) āẏōga বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]। 26)
ইসদন্ত
(p. 116) isadanta বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]। 34)
উপ-ধাতু
(p. 132) upa-dhātu বি. 1 (আয়ু.) অষ্ট প্রধান ধাতুর মতো সাতটি ধাতু, যেমন মাক্ষিক তুঁতে বা তুত্থক নীলাঞ্জন অভ্র হরিতাল মনঃশিলা ও রসাঞ্জন; 2 দেহস্হ বা দেহ থেকে উদ্ভূত সাতটি পদার্থ, যেমন স্তন্য রজঃ শ্বেদ দন্ত কেশ ওজঃ বসা। [সং. উপ + ধাতু]। 16)
উপ-পদ
(p. 133) upa-pada বি. (ব্যাক.) সমাসবদ্ধ কৃদন্ত পদের পূর্বপদ; পূর্বপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস, যেমন কুম্ভকার শব্দে কুম্ভ এবং ছেলেধরা শব্দে ছেলে উপপদ। [সং. উপ + পদ]। 3)
কমিশন
(p. 164) kamiśana বি. 1 ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; 2 অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]। 60)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
করাল
(p. 167) karāla বিণ. 1 বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; 2 ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; 3 ভীষণ; 4 তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। ̃ বদনা বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা বি. মহাকালী। করালী বি. (স্ত্রী.) 1 চামুণ্ডা, চণ্ডী; 2 অগ্নিজিহ্বাবিশেষ। 31)
কাঁচ-কড়া
(p. 174) kān̐ca-kaḍ়ā বি. 1 কাছিমের খোলা, tortoise shell; 2 তিমির দন্তসংলগ্ন কোমল অস্হি, wale-bone; 3 রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার মতো পদার্থবিশেষ; vulcanite. [কাচ (কচ্ছ, কাছিম) + কড়া (কটাই); তু. হি. কচকড়া]। 51)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
কিংবদন্তি, কিংবদন্তী
(p. 188) kimbadanti, kimbadantī বি. জনশ্রুতি, জনরব, গুজব, মুখে মুখে প্রচলিত কথা। [সং. কিম্ + √ বদ্ + অন্তি]। 59)
কিম্বদন্তী, কিম্বা
(p. 190) kimbadantī, kimbā যথাক্রমে কিংবদন্তি ও কিংবা -র অশু. বানান। 23)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কুঞ্জর
(p. 194) kuñjara বি. 1 হাতি; 2 (অন্য শব্দের পরে সমাসবদ্ধ হলে) শ্রেষ্ঠ (নরকুঞ্জর)। [সং. কুঞ্জ(=হস্তিদন্ত) + র]। বি. (স্ত্রী.) কুঞ্জরা, কুঞ্জরী। 33)
কৃদন্ত
(p. 204) kṛdanta বিণ. (ব্যাক.) কৃত্প্রত্যয়ান্ত। বি. কৃত্প্রত্যয়ান্ত শব্দ। [সং. কৃত্ + অন্ত]। 22)
খতম
(p. 221) khatama বি. 1 সমাপ্তি, শেষ (কাজ খতমের পর); 2 বিনাশ, নিকাশ (শত্রুকে খতম করবই)। বিণ. 1 সমাপ্ত (তদন্ত খতম হয়েছে); 2 বিনষ্ট (শত্রু খতম হয়েছে)। [আ. খতম্]। 59)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গলিত
(p. 244) galita বিণ. 1 গলে গেছে এমন, দ্রবীভূত; 2 তরল; 3 ক্ষয়প্রাপ্ত (গলিত নখদন্ত) ; 4 শিথিল (গলিত দেহ); 5 গলত্, গলছে এমন (গলিতকুষ্ঠ)। [সং. √গল্ + ত]। ̃ কুষ্ঠ বি. যে সাংঘাতিক কুষ্ঠরোগে অঙ্গপ্রত্যঙ্গ পচে গলে পড়ে। 13)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
ত1
(p. 363) ta1 বাংলা ভাষার ষো়ড়শ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের প্রথম বর্ণ; অঘোষ দন্ত ত্ ধ্বনির দ্যোতক। 2)
তথ্য
(p. 365) tathya বি. 1 যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); 2 সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)। বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)। [সং. তথা + য]। ̃ চিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film. ̃ পঞ্জি বি. তথ্যের তালিকা। ̃ বাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন। ̃ ভাষী, (-ষিন্), ̃ বাদী (-দিন্) বিণ. সত্যবাদী। তথ্যানু-সন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা। তথ্যানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী। তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন। 14)
তদন্ত
(p. 365) tadanta বি. 1 তার শেষ; 2 স্বরূপ নির্ণয়; 3 প্রকৃত অবস্হা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান বা খোঁজ। [সং. তদ্ + অন্ত]। তদন্ত কমিটি বি. প্রকৃত ঘটনা বা অবস্হা অনুসন্ধানের জন্য নিযুক্ত ব্যক্তিবর্গ। তদন্ত কমিশন - তদন্ত কমিটি -র অনুরূপ। 22)
তদন্তর
(p. 365) tadantara ক্রি-বিণ. তারপর (তদন্তর বহুদিন তাহাদের সাক্ষাত্ হয় নাই)। [সং. তদ্ + অন্তর]। 23)
তদন্তর্বর্তী
(p. 365) tadantarbartī (-র্তিন্) বিণ. তার ভিতরে; (সাধারণত) দুটি ঘটনা বা সময়ের মধ্যবর্তী। [সং. তদ্ + অন্তর্বর্তিন্]। 24)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083714
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772106
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369863
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722709
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699982
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595859
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549345
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন