Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দানা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-প্রদ
(p. 546) -prada বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]। স্ত্রী. প্রদা। 14)
অঙ্গার
(p. 8) aṅgāra বি. 1 কয়লা; 2 আবর্জনা; 3 কলঙ্ক (কুলাঙ্গার)। [সং. √অঙ্গ্+আর]। অঙ্গারক বি. রাসায়নিক উপাদানবিশেষ, carbon, অঙ্গারক রসায়ন জৈব রসায়ন, organic chemistry (বি. প.)। ̃ .ধানিকা, ̃ .ধানী বি. আগুনের মালশা; ধুনুচি। ̃ যৌগিক carbon compounds. অঙ্গারাম্ল বি. কার্বনিক আসিড carbonic acid (বি.প.)। 42)
অনু-রঞ্জন
(p. 30) anu-rañjana বি. 1 তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; 2 রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]। অনু-রঞ্জক বি. বিণ. 1। প্রীতি-উত্পাদক, আনন্দদানকারী (রাম প্রজানুরঞ্জক শাসক ছিলেন); 2 রঞ্জনকারী। অনু-রঞ্জিত বিণ. 1 অনুরাগযুক্ত; তোষিত; 2 বর্ণরঞ্জিত। 25)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অভি-জাত
(p. 50) abhi-jāta বিণ. উঁচু বংশে জন্ম এমন, সদ্ বংশ (অভিজাত সম্প্রদায়, অভিজাত পরিবার); খানদানি (অভিজাত পল্লি); ধনী। [সং. অভি + জাত]। ̃ .তন্ত্র বি. উচ্চবংশীয় ধনিকসম্প্রদায় দ্বারা দেশ বা রাজ্যশাসন, aristocracy. 81)
অসুর
(p. 72) asura বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী। 17)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
অহল্যা1
(p. 75) ahalyā1 বি. 1 পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; 2 মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]। 22)
আগম
(p. 82) āgama বি. 1 তন্ত্রশাস্ত্র, বেদ ইত্যাদি শাস্ত্র; 2 আগমন, আসা (বর্ষাগম, গ্রীষ্মাগম); 3 লাভ, উপার্জন (ধনাগম); 4 জীবদেহের শ্বাসগ্রাহী অঙ্গ, অন্তঃশ্বসন যন্ত্র, inhalant (বি.প.); 5 আমদানি, import (স. প.); 6 (ব্যাক.) প্রকৃতিপ্রত্যয়ের লোপ না করে শব্দের মধ্যে বর্ণের প্রবেশ। [সং. আ + √ গম্ + অ]। ̃ .শুল্ক বি. আমদানির জন্য দেয় কর, import duty (স. প.)। আগম্য বিণ. আসা উচিত বা আসার যোগ্য এমন। 45)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
আদেষ্টা
(p. 89) ādēṣṭā (-ষ্টৃ) বিণ. আদেশদানকারী, আদেশক। [সং. আ + √ দিশ্ + তৃ]। 82)
আনার
(p. 94) ānāra বি. 1 ডালিম; 2 বেদানা। [ফা. আনার]। ̃ .কলি বি. কচি ডালিম। 23)
আম-দানি
(p. 101) āma-dāni বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty. 10)
আশ্বাস
(p. 108) āśbāsa বি. 1 ভরসা, অভয়; 2 প্রবোধ, সান্ত্বনা; 3 উত্সাহদান (আশ্বাস দেওয়া)। [সং. আ + √ শ্বস্ + অ]। ̃ ক বিণ. বি. আশ্বাসদানকারী। ̃ ন বি. আশ্বাস দেওয়া। আশ্বাসিত বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত। 35)
আয়তি৩
(p. 101) āẏati3 বি. 1 ভবিষ্যত্ কাল, উত্তর কাল; 2 ফলদানকাল; 3 সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]। 67)
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উদার
(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. ̃ তা। ̃ চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ̃ চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ̃ চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ̃ নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ̃ নীতিক, ̃ নৈতিক। ̃ পন্হী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ̃ মতি, ̃ মনা-উদারচিত্ত ও উদারচেতা -র অনুরূপ। ̃ স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ̃ হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা। 5)
উপ-দেশ
(p. 132) upa-dēśa বি. 1 পরামর্শ, মন্ত্রণা; কনিষ্ঠের প্রতি জ্যেষ্ঠের পরামর্শ; 2 কর্তব্য সম্বন্ধে নির্দেশ; অনুশাসন; 3 শিক্ষা। [সং. উপ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. উপদেষ্টা, উপদেশদানকারী। উপ-দেশাত্মক বিণ. উপদেশ বা নীতিশিক্ষা দেয় এমন; উপদেশমূলক। উপ-দেশ্য, ̃ ণীয়, উপ-দেষ্টব্য বিণ. উপদেশ দেওয়ার যোগ্য। উপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. উপদেশক, শিক্ষক, গুরু; মন্ত্রণাদাতা। 10)
ওয়াকফ-নামা
(p. 153) ōẏākapha-nāmā বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র। [আ. বাকিফ্ + ফা. নামহ্]। 26)
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
কর৪
(p. 166) kara4 বি. রাজস্ব, খাজনা, শুল্ক, ট্যাক্স্ (রাজকর, পথকর, জলকর, আয়কর)। [সং. √ কৃ +অ]। ̃ গ্রহ, &tilde গ্রহণ বি. খাজনা গ্রহণ, খাজনা আদায়। ˜ গ্রাহ, ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. রাজস্ব আদায়কারী। ̃ দাতা (তৃ.) বি. বিণ. রাজস্ব প্রদানকারী। ̃ মুক্ত বিণ. নিষ্কর, কর বা খাজনা দিতে হয় না এমন। 20)
কাম-দানি, (বর্জি.) কাম-দানী
(p. 181) kāma-dāni, (barji.) kāma-dānī বি. 1 কাপড়ের ফুল তোলার কাজ, এমব্রয়ডারি; 2 সল্মা চুমকি প্রভৃতির কাজ করা কাপড়; 3 তুলোর কাপড়ের উপর জরি বসানোর কাজ। [হি. কাম্দানী]। কাম-দার বিণ. কারুকার্যবিশিষ্ট। 87)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074229
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545215
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন