Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দিয়েছে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসম্মত
(p. 70) asammata বিণ. গররাজি, রাজি নয় এমন (এই প্রস্তাবে তিনি অসম্মত হলেন); অনিচ্ছুক; অস্বীকৃত; অনুমোদন পাওয়া যায়নি এমন। [সং. ন + সম্মত]। অসম্মতি বি. সম্মতি বা অনুমোদনের অভাব, অমত, রাজি না হওয়া (তাঁর অসম্মতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন); অনিচ্ছা; অস্বীকৃতি। 37)
আশ-কারা
(p. 108) āśa-kārā বি. 1 প্রশ্রয় (ছেলেকে বড্ড আশকারা দিয়েছে); 2 তদন্তের ফলে গোপন অপরাধ প্রকাশ (খুনের আশকারা)। [ফা. আশ্কারা]। 11)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
উগরা
(p. 119) ugarā ক্রি. 1 বমি করা, উদিগরণ করা; 2 (আল.) মুখস্হ-করা কথা বা বিষয় না বুঝে আউড়ে যাওয়া (পড়া উগরে দিয়েছি); 3 নেওয়া বা পাওয়া জিনিষ বাধ্য হয়ে ফেরত দেওয়া (চোরাই মাল উগরে দিয়েছে)। [ সং. উত্ + √ গৃ]। ̃ নো ক্রি. উগরে দেওয়া; বমি করা। বি. উক্ত অর্থে। বিণ. উগরে দেওয়া হয়েছে এমন। 20)
এজাজত, ইজাজত
(p. 146) ējājata, ijājata বি. অনুমতি, সম্মতি (বিচারক এজাজত দিয়েছেন)। [আ. ইজাজত্]। এজাজত-নামা বি. অনুমতিপত্র, permit, license. 25)
খামতি
(p. 226) khāmati বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]। 70)
খোদ
(p. 234) khōda বিণ. 1 স্বয়ং (খোদ মালিকই এটা দিয়েছেন); 2 আসল (তোমাকে খোদ জিনিসই দেব)। ̃ কর্তা বি. আসল কর্তা বা মালিক; কর্তা স্বয়ং। [আ. খুদ্]। 12)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গুচ্ছের
(p. 250) gucchēra বিণ. (ঈষত্ বিরক্তিসূচক) অনেকগুলি অবাঞ্ছিত ও প্রয়োজনের অতিরিক্ত (গুচ্ছের ভাত দিয়েছে)। [বাং. গুচ্ছার গুচ্ছকার]। 35)
ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ঘের
(p. 270) ghēra বি. 1 বেড়, পরিধি (জামার ঘের, পাজামার ঘের); 2 বেষ্টনী, বেড়া ('এরা আমায় জাঁকজমকে ঘের দিয়েছে': শ. ঘো.)। [বাং. √ঘির্ + অ]। 45)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ছিট1
(p. 304) chiṭa1 বি. 1 ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); 2 ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); 3 অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); 4 ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]। 58)
ছেক1
(p. 304) chēka1 বি. বিরাম (বৃষ্টি ছেক দিয়েছে)। [সং. ছেদ]। 133)
জলাঞ্জলি
(p. 312) jalāñjali বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]। 160)
জীব2
(p. 326) jība2 বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। 16)
টুকি
(p. 346) ṭuki বি. শিশুদের লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা বোঝাতে ধ্বনিবিশেষ (টুকি দিয়েছে)। [দেশি]। 15)
টুয়ানো
(p. 346) ṭuẏānō ক্রি. 1 (আঞ্চ.) অন্ধকারে বা আন্দাজে হাতড়ে হাতড়ে চলা বা ঠাহর করা; 2 লেলিয়ে দেওয়া, পিছনে লাগিয়ে দেওয়া (ছেলের দলকে আমার পিছনে টুইয়ে দিয়েছে)। [দেশি]। 24)
ডিক্রি
(p. 355) ḍikri বি. আদালতের হুকুম বা নির্দেশ। [ইং. decree]। ̃ দার বি. যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে। 58)
তছ-নছ, তচ-নচ
(p. 364) tacha-nacha, taca-naca বিণ. বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিপর্যস্ত, বিনষ্ট (জিনিসপত্র ফেলে ছড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে)। [তু. হি. তহস্নহ্স]। 7)
তালাক
(p. 375) tālāka বি. 1 মুসলমানদের বিবাহবিচ্ছেদ; 2 স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]। 95)
থানা
(p. 392) thānā বি. 1 অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা সং. স্হান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ̃ দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা। 30)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
দোলা2
(p. 425) dōlā2 ক্রি. দুলানো, দোল দেওয়া, আন্দোলিত করা (গাছের ডালটাকে দোলাচ্ছে)। বি. দোল, আন্দোলন (আমার মনকে দোলা দিয়েছে)। [প্রাকৃ. √ দোল + বাং. আ]। ̃ নো ক্রি. দোল দেওয়া, দুলানো। বি. উক্ত অর্থে। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074021
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366047
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698034
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545151
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন