Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দীপ্তিময়; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্চিষ্মান
(p. 61) arciṣmāna বিণ. জ্যোতি বা দীপ্তি আছে এমন, জ্যোতিষ্মান, দীপ্তিমান। বি. 1 সূর্য; 2 অগ্নি। [সং. অর্চিস্ + মত্]।
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
উজ্জ্বল
(p. 119) ujjbala বিণ. আলোকিত; দীপ্তিমান (আনন্দে উজ্জ্বল মুখ); উদ্ভাসিত; ঝলমলে (আলোকোজ্জ্বল); শোভমান। [সং. উত্ + √ জ্বল্ + অ]। বি. ̃ তা, ঔজ্জ্বল্য। উজ্জ্বল রস (বৈ. সা.) মধুর রস বা শৃঙ্গার রস। উজ্জ্বলিত বিণ. আলোকিত; উদ্ভাসিত; দীপ্ত। 72)
ওজস্বী
(p. 152) ōjasbī (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা। 27)
কান্তি
(p. 181) kānti বি. সৌন্দর্য, শোভা; দীপ্তি। [সং. √ কম্ + তি]। ̃ বিদ্যা বি. সৌন্দর্যবিজ্ঞান, সৌন্দর্যতত্ত্ব; নন্দনতত্ত্ব, aesthetics (বি. প.)। ̃ ময়, ̃ মান (-মত্)বিণ. কান্তিযুক্ত, সুন্দর, দীপ্তিমান। বিণ. (স্ত্রী.) ̃ ময়ী, ̃ মতী। 47)
কিরণ
(p. 190) kiraṇa বি. 1 আলোকরশ্মি, অংশু (সূর্যকিরণ, চন্দ্রকিরণ); 2 রৌদ্র। [সং. √ কৃ + অন]। ̃ পাত, ̃ সম্পাত বি. আলোকরশ্মিবর্ষণ, আলোকপাত। ̃ ময় বিণ. আলোকময়, দীপ্তিময়। স্ত্রী. ̃ ময়ী। ̃ মালী (-লিন্) বি. সূর্য। 29)
জ্যোতি
(p. 331) jyōti (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র - জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল। 58)
তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্)
(p. 375) tējasbāna, (-sbat), tējasbī (-sbin) বিণ. 1 তেজোময়, জ্যোতির্ময়, দীপ্তিমান; 2 বিক্রমশালী, বীর্যবান; 3 তেজি। [সং. তেজঃ (তেজস্) + বত্, বিন্ (অস্ত্যর্থে)]। স্ত্রী. তেজস্বতী, তেজস্বিনী। 275)
তেজো-ময়
(p. 375) tējō-maẏa বিণ. 1 জ্যোতির্ময়, দীপ্তিময়; 2 বীর্যবান। [সং. তেজঃ + ময়ট্]। স্ত্রী. তেজো-ময়ী। 283)
দেদীপ্য-মান
(p. 419) dēdīpya-māna বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]। 18)
দ্যুতি
(p. 426) dyuti বি. 1 দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য; 2 কিরণ; 3 শোভা (দ্যুতিময়, দ্যুতিমান)। [সং. √ দ্যুত্ + ই]। ̃ ময়, ̃ মান বিণ. দীপ্তিমান, উজ্জ্বল; শোভমান, শোভা পাচ্ছে এমন। 51)
প্রভা
(p. 548) prabhā বি. 1 দীপ্তি, কিরণ; 2 তেজ; 3 ঔজ্জ্বল্য; 4 প্রকাশ। [সং. প্র + √ ভা + অ + আ]। ̃ কর বি. সূর্য। ̃ কীট বি. জোনাকি পোকা। ̃ বান (-বত্) বিণ. দীপ্তিময়, প্রভাবযুক্ত; উজ্জ্বল। স্ত্রী ̃ বতী। ̃ ময় বিণ. দীপ্তিযুক্ত; উজ্জ্বল। 27)
ফস-ফরাস
(p. 562) phasa-pharāsa বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ। [ইং. phosphorus]। 24)
ভাস-মান1
(p. 664) bhāsa-māna1 বিণ. 1 শোভমান, দীপ্তিমান; 2 দীপ্যমান। [সং. √ ভাস্ + শানচ্]। 34)
ভাস্বতী
(p. 664) bhāsbatī দ্র ভাস্বান। ভাস্বর বিণ. দীপ্তিমান, উজ্জ্বল (সূর্যের ভাস্বর রশ্মি)। [সং. √ ভাস্ + বর]। 38)
ভাস্বান
(p. 664) bhāsbāna (-স্বত্) বিণ. দীপ্তিমান, উজ্বল। বি. সূর্য। [সং. √ ভাস্ + বত্]। বিণ. বি. (স্ত্রী.) ভাস্বতী। 39)
সপ্রতিভ
(p. 806) sapratibha বিণ. 1 প্রতিভান্বিত; 2 দীপ্তিময়, প্রভাযুক্ত ('আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে': জী. দা)'; 3 লজ্জা পায় না বা ঘাবড়ায় না এমন, সংকোচমুক্ত, চটপটে (সপ্রতিভ আচরণ)। [সং. সহ + প্রতিভা (আলো)]। 36)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770959
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368724
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595506
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548235
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542802

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন