Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুরন্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশান্ত
(p. 65) aśānta বিণ. চঞ্চল, অস্হির (অশান্ত মন); দুরন্ত (অশান্ত ছেলে); প্রবোধ মানে না এমন (অশান্ত হৃদয়); বিক্ষুদ্ধ (অশান্ত সমুদ্র)। [সং. ন + শান্ত]। 19)
উদম
(p. 126) udama বিণ. 1 উলঙ্গ; 2 দুরন্ত, উদ্দাম; 3 মুক্ত। [তু. সং. উদ্দাম, তু. অস. উদং (অনাবৃত)]। 27)
তদ্ধিত
(p. 365) taddhita বি. (ব্যাক.) শব্দের উত্তর বিহিত প্রত্যয়-যেমন দশরথ + ই = দাশরথি, দুরন্ত + পনা = দুরন্তপনা। [সং. তদ্ (সেই অর্থাত্ মূলশব্দে) + হিত (উপযুক্ত)]। 44)
তোল-পাড়
(p. 387) tōla-pāḍ় বি. 1 ওলটপালট, প্রবল আলোড়ন, বিক্ষোভ (বুকের ভিতর সে কী তোলপাড়); 2 তুমুল কলহ বা গণ্ডগোল (দেশজুড়ে তোলপাড়)। বিণ. আলোড়িত, বিক্ষুদ্ধ ('অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি': সু. মু.)। [বাং. তোল (=উত্তোলন) + পাড় (=পাতন, নামানো)]। 34)
দস্যি
(p. 402) dasyi বিণ. (আদরসূচক কথ্য) দুরন্ত (দস্যি ছেলে)। [সং. দস্যু]। ̃ পনা বি. দুরন্তপনা, দুরন্ত স্বভাব বা আচরণ। 10)
দামাল
(p. 405) dāmāla বিণ. দুর্দান্ত, অতি দুরন্ত বা অশান্ত (দামাল ছেলে)। [বাং. তু. সং. দুর্দম]। 23)
দামোদর
(p. 405) dāmōdara বি. 1 (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; 2 বিষ্ণু; 3 পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]। 26)
দুরন্ত
(p. 413) duranta বিণ. 1 অশান্ত, দামাল (দুরন্ত শিশু); 2 ভীষণ, দুর্দম (দুরন্ত সাহস); 3 উগ্র (দুরন্ত ক্রোধ); 4 প্রতিকার বা প্রতিবিধান কষ্টসাধ্য এমন (দুরন্ত ব্যাধি); 5 প্রবল ('বসন্তের দুরন্ত বাতাসে': রবীন্দ্র); 6 প্রচণ্ড তাপপূর্ণ (দুরন্ত রোদ)। [সং. দুর্ + অন্ত]। ̃ পনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য। 7)
দুরন্বয়
(p. 413) duranbaẏa বি. বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া প্রভৃতির অস্হানে প্রয়োগ বা বিন্যাসের ফলে যে অন্বয়ের ত্রুটি ঘটে। বিণ. 1 উক্ত দোষযুক্ত; 2 দুর্বোধ্য অন্বয় বা সম্বন্ধবিশিষ্ট (দুরন্বয় বাক্য)। [সং. দুর্ + অন্বয়]। 8)
দুর্দম, দুর্দমনীয়, দুর্দম্য
(p. 414) durdama, durdamanīẏa, durdamya বিণ. দমন করা শক্ত এমন, দুর্দান্ত, উদ্দাম, দুরন্ত ('দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর': বুদ্ধ.)। [সং. দুর্ + √ দম্ + অ, অনীয়, য]। 24)
দুর্দান্ত
(p. 414) durdānta বিণ. দমন করা বা বশে আনা যায় না এমন, দুরন্ত; উদ্দাম। [সং. দুর্ + √ দম্ + ত]। 26)
দুর্মদ
(p. 414) durmada বিণ. প্রমত্ত, দুর্দান্ত, দুর্ধর্ষ ('আমি চির দুরন্ত দুর্মদ': নজরুল; দুর্মদ খেয়াল)। [সং. দুর্ + √ মদ্ + অ]। 71)
দুষ্ট
(p. 416) duṣṭa বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট। 38)
দুষ্টামি, (আদরে) দুষ্টুমি
(p. 416) duṣṭāmi, (ādarē) duṣṭumi বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]। 39)
দুষ্টু
(p. 416) duṣṭu বিণ. (আদরে) দুরন্ত। [দুষ্ট দ্র]। ̃ মি বি.দুরন্তপনা। 42)
দৌরাত্ম্য
(p. 426) daurātmya বি. 1 উত্পীড়ন, অত্যাচার (মস্তানদের দৌরাত্ম্য); 2 অশান্ত আচরণ, দুরন্তপনা (ছেলেটা সারাদিন কী দৌরাত্ম্যই না করে!)। [সং. দুরাত্মন্ + য]। 3)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
বিচ্ছু
(p. 611) bicchu বি. 1 কাঁকড়া বিছে; 2 বিছে; 3 (কথ্য) অতি ধূর্ত ও অনিষ্টকারী লোক; 4 অতি দুরন্ত শিশু। [হি. বিচ্ছু প্রাকৃ. বিচ্ছা]। 15)
বিটলে, বিটেল
(p. 611) biṭalē, biṭēla বিণ. 1 ধূর্ত, প্রবঞ্চক, শঠ, ঠক (বিটলে বামুন); 2 বিচ্ছু, দুরন্ত ও চতুর। [সং. বিট3 + বাং. লে, ল]। 62)
মাতা2
(p. 692) mātā2 ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা সং. √ মদ্]। ̃ নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ̃ মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)। 109)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074226
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768704
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366110
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698072
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594666
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545208
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন