Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেশীয়। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্দেশ
(p. 34) antardēśa বি. 1 ভিতরের অংশ; মধ্যবর্তী স্হান; 2 দেশের মধ্যভাগ; 3 হৃদয়। [সং. অন্তর্ + দেশ]। অন্তর্দেশীয় বিণ. দেশের ভিতরে ঘটে বা রয়েছে এমন, inland. 2)
অস্মদ্দেশীয়
(p. 75) asmaddēśīẏa বিণ. আমাদের দেশের (অস্মদ্দেশীয় সাহিত্য)। [সং. অস্মদ্ + দেশীয়]। 10)
আঁদরু-পেঁদরু
(p. 80) ān̐daru-pēn̐daru বি. সাহেবিয়ানার উগ্র অনুকরণকারী দেশীয় খ্রিস্টান। [ইং. Andrews Pedro]। 6)
আর-মানি
(p. 104) āra-māni বি. আরমিনিয়ার অধিবাসী। বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia আরমান + ই]। 12)
আরব1
(p. 104) āraba1 বি. 1 আরবদেশ; 2 আরবের অধিবাসী, আরবজাতি। [আ.]। আরবি বিণ. 1 আরব দেশে জাত বা উত্পন্ন; 2 আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. 1 আরবের অধিবাসী; 2 আরবদের ভাষা। আরব্য বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)। 8)
এতত্
(p. 146) ētat (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া। 41)
কনৌজ
(p. 162) kanauja বি. প্রাচীন কান্যকুব্জ। [সং. কান্যকুব্জ]। কনৌজিয়া বিণ. কনৌজদেশীয়। বি. কনৌজদেশীয় ব্রাহ্মণ। 11)
কাবুলি, কাবলি
(p. 181) kābuli, kābali বিণ. কাবুলদেশীয়। বি. কাবুলের লোক। [ফা.কাবুল্ + বাং. ই]। ̃ ওয়ালা বি. কাবুলের লোক। 79)
কাশ্মীরি
(p. 188) kāśmīri বিণ. কাশ্মীরদেশীয়। বি. 1 কাশ্মীরের অধিবাসী; 2 কাশ্মীরদেশে জাত শাল বা অন্য শীতবস্ত্র। [সং. কাশ্মীর + বাং. ই]। 31)
কুংফু
(p. 192) kumphu বি. চীনদেশীয় কারাটে; খালি হাতে আত্মরক্ষার চীনদেশীয় পদ্ধতিবিশেষ। [ইং. kungfu চৈ.]। 10)
কেরল
(p. 207) kērala বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি বি. (বাং.) 1 (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; 2 কেরলবাসী। বিণ. (বাং.) 1 কেরলসম্বন্ধীয়; 2 কেরলের। 12)
খোরাসানি
(p. 234) khōrāsāni বিণ. খোরাসানদেশীয় (খোরাসানি পোশাক)। বি. খোরাসানের লোক; খোরাসানের সৈনিক (দলে দলে খোরাসানি আসছে)। [খুরাসান, খোরাসান + বাং. ই]। 30)
গজল
(p. 236) gajala বি. (পারস্যদেশীয়) সংগীতের সুরবিশেষ; প্রেমসংগীতবিশেষ। [ফা. গজ.ল]। 19)
গান্ধার
(p. 246) gāndhāra বি. 1 কান্দাহারের প্রাচীন নাম; 2 (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় স্বর, গা ; 3 সংগীতের রাগবিশেষ। বিণ. গান্ধারদেশীয়; গান্ধারদেশবাসী। গান্ধারী বি. (স্ত্রী.) গান্ধার রাজকন্যা, দুর্যোধনের জননী। 57)
গুলতি
(p. 253) gulati বি. বাঁটুল, ছোট পাথর, মাটির গুলি ইত্যাদি ছোড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্রবিশেষ। [দেশি]। 41)
গৌড়
(p. 261) gauḍ় বি. বাংলাদেশের, বিশেষত উত্তরবঙ্গের প্রাচীন নাম। [সং. গুড় + অ]। গৌড়ী বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 কাব্যের রীতিবিশেষ; 3 গুড় থেকে প্রস্তুত মদবিশেষ। বিণ. গৌড়সম্বন্ধীয়। গৌড়ীয় বিণ. 1 গৌড়দেশে উত্পন্ন ; 2 গৌড়দেশসম্বন্ধীয়; 3 গৌড়দেশের বা গৌড়দেশীয় (গৌড়ীয় মঠ)। 26)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
জাতীয়
(p. 321) jātīẏa বিণ. 1 জাতিসম্বন্ধীয়, জাতিগত বহা শ্রেণিগত; 2 প্রকারবাচক (অশ্বজাতীয় প্রাণী, নানাজাতীয় ফুল); 3 দেশীয়, জাতির প্রকৃতিগত (জাতীয় জীবন, জাতীয় আদর্শ); 4 সমগ্র জাতির (জাতীয় সভা)। [সং. জাতি + ঈয়]। স্ত্রী. জাতীয়া। 15)
জাপানি
(p. 322) jāpāni বি. জাপানের অধিবাসী (জাপানিরা কষ্টসহিষ্ণু জাতি)। বিণ. জাপানদেশীয় (জাপানি রীতি, জাপানি পোশাক)। [জাপান + বাং. ই]। 26)
তুরানি
(p. 375) turāni বিণ. তুরস্কদেশীয়। বি. তুরকি যোদ্ধা। [সং. তুরুষ্ক-'ইরানি'-র প্রভাবে সৃষ্ট]। 207)
তেলেঙ্গা
(p. 375) tēlēṅgā বিণ. তৈলঙ্গদেশীয়, অন্ধ্রপ্রদেশসম্বন্ধীয়। [সং. ত্রিকলিঙ্গ]। 317)
দাক্ষিণাত্য
(p. 402) dākṣiṇātya বিণ. দক্ষিণদেশীয়; দক্ষিণাপথে অবস্হিত বা জাত। বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকস্হ ভারতবর্ষের অংশ, দক্ষিণাপথ। [সং. দক্ষিণা + ত্য]। 41)
দেশীয়, দেশ্য
(p. 421) dēśīẏa, dēśya বিণ. 1 দেশজ, দেশে উত্পন্ন (দেশীয় সম্পদ); 2 দেশসম্বন্ধীয় (দেশীয় ইতিহাস, দেশীয় অর্থনীতি); 3 দেশে প্রচলিত (দেশীয় আচার, দেশীয় রীতিনীতি)। [সং. দেশ + ঈয়, য]। 39)
পরক
(p. 488) paraka বিণ. ভিন্নদেশীয়, alien (স. প.)। [সং. পর3 + ক]। 104)
পারসি
(p. 513) pārasi বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ। বিণ. 1 পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)। [সং. পারস্য + বাং. ই]। ̃ ক বিণ. পারস্যদেশীয়। বিণ. বি. পারস্য দেশবাসী। 111)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084592
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772484
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370209
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722804
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700137
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595981
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550412
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন