Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেহমধ্যস্হ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

পবন
(p. 488) pabana বি. 1 বায়ু 2 বায়ুর অধিদেবতা। [সং. √পূ + অন]। ̃ .গতি বি. পবনের মতো দ্রুত গতি। বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন। ̃ .নন্দন বি. 1 হনুমান; 2 ভীম। ̃ .বেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে। ̃ .মুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ। 76)
বাত2
(p. 596) bāta2 বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্হ ধাতুবিশেষ (বাতপিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। ̃ কর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু। ̃ গ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। ̃ রক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। ̃ ল বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত। 34)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
মূলাধার
(p. 714) mūlādhāra বি. 1 মূল কারণ; 2 প্রধান আশ্রয়; 3 (তন্ত্রমতে ও যোগশাস্ত্রে) দেহমধ্যস্হ সুষুম্ন ইত্যাদি নাড়ির শাস্ত্রোক্ত ছয়টি 'চক্রে'-র প্রথমটি-সুষুম্নার 'মুল' ও কুণ্ডলিণী শক্তির 'আধার' বলে এই নাম। [সং. মূল + আধার]। 7)
ষট্, (চলিত) ষট
(p. 790) ṣaṭ, (calita) ṣaṭa বি. বিণ. ছয় সংখ্যা বা সংখ্যক, 6। [সং. ষষ্]। ষট্ক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet. ̃ কর্ম বি. 1 যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ - ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; 2 মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া। ̃ কর্মা (-র্মন্) বি. ষট্কর্মকারী ব্রাহ্মণ। বিণ. ষট্কর্মকারী। ̃ চক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাযোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক 46স্হানীয়। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চত্বারিংশত্ বি. বিণ. ছেচল্লিষ সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিংশত্ বি. বিণ. 36 সংখ্যা বা তার পূরক। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্তম বিণ. 56 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 56 সংখ্যা বা তার পূরক। ̃ পদ বিণ. ছয়টি পা-যুক্ত। বি. ভ্রমর। ̃ পদী বিণ. ষট্ পদ -র স্ত্রীলিঙ্গে। বি. 1 উকুন; 2 ভ্রমরী; 3 ছয়চরণযুক্ত ছন্দবিশেষ। ̃ ষষ্ঠি-তম বিণ. 66 সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ̃ ষষ্ঠি-তমী। ̃ ষষ্ঠি বি. বিণ. 66 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 76 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি-তম বিণ. 76 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073909
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768625
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366007
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594623
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন