Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্রুতগামী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যন্ত
(p. 14) atyanta বিণ. খুব বেশি, অতিশয়, যতটা উচিত বা স্বাভাবিক তার চেয়ে অনেক বেশি। [সং. অতি+অন্ত]। ̃ .গামী (-মিন্) বিণ. খুব দ্রুতগামী, অতি দ্রুতগামী। অত্যন্তভাব বি. একেবারে অভাব, সম্পূর্ণ অভাব। 39)
আশু2
(p. 108) āśu2 অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। ̃ গ, ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। স্ত্রী. ̃ গামিনী। ̃ তোষ বি. 1 যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; 2 শিব। ̃ পাতী (-তিন্) বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন। 29)
উট
(p. 119) uṭa বি. লম্বা উঁচু গলা এবং পিঠে একটি বা দুটি কুঁজবিশিষ্ট (মূলত মরু অঞ্চলের) ভারবাহী, পশুবিশেষ। [ সং. উষ্ট্র]। ̃ পাখি বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich. 74)
এক্স-প্রেস
(p. 146) ēksa-prēsa বিণ. যাতে দ্রুততা অত্যাবশ্যক সেইরকম কাজের সঙ্গে সংশ্লিষ্ট (এক্সপ্রেস চিঠি)। বি. দ্রুতগামী রেলগাড়ি বা অন্য গাড়ি। [ই. express]। 13)
ক্ষিপ্র
(p. 217) kṣipra ক্রি-বিণ. দ্রুতভাবে, দ্রুত, দ্রুততার সঙ্গে শীঘ্র (ক্ষিপ্র কাজ করো)। বিণ. দ্রুত, ত্বরিত (ক্ষিপ্রগতিতে এগিয়ে গেল)। [সং. √ ক্ষিপ্ + র]। বি. ̃ তা। ̃ কারী (-রিন্) বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে। বি. ̃ কারিতা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ̃ গামিনী। 35)
খরগোশ
(p. 224) kharagōśa বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]। 13)
গামার2
(p. 246) gāmāra2 বিণ. 1 গোঁয়ার; 2 গেঁয়ো, গ্রাম্য। [হি. গঁওয়ার]। -গামী (-মিন্) বিণ. গমনকারী, গমনশীল (দ্রুতগামী, দিল্লিগামী ট্রেন)। [সং. √গম্ + ইন্]। স্ত্রী. -গামিনী। 74)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
ছিপ1
(p. 304) chipa1 বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]। 75)
ত্বরিত2
(p. 387) tbarita2 বিণ. ক্ষিপ্র, শীঘ্র, দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। ̃ গতি, ̃ গমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)। 65)
পিনাস1, পিনেস
(p. 521) pināsa1, pinēsa বি. ছোটো দ্রুতগামী নৌকাবিশেষ, পানসি। [ইং. pinnace]। 20)
মনো-রথ
(p. 676) manō-ratha বি. 1 মনোবাসনা, মনের ইচ্ছা, অভিলাষ; 2 সংকল্প। [সং. মনস্ + রথ]। ̃ .গতি বি. যথেচ্ছ গমনশক্তি। বিণ. মনের বা চিন্তার মতো অতি দ্রুতগামী। 167)
মেল1
(p. 717) mēla1 বি. 1 ডাক (আজকের মেলের চিঠি); 2 [ডাক ও যাত্রী বহনকারী দ্রুতগামী রেলগাড়ি (পাঞ্জাব মেল)। বিণ. 1 ডাকবাহী (মেলভ্যান); 2 দ্রুতগামী (মেলট্রেন)। [ইং. mail]। 5)
লাইফ-বোট
(p. 757) lāipha-bōṭa বি. জাহাজ ইত্যাদি পোত ভগ্ন বা মজ্জমান হলে যাত্রীদের জীবনরক্ষার্ত্রে ব্যবহৃত (এবং প্রধানত জাহাজে সংলগ্ন) ছোটো দ্রুতগামী নৌকাবিশেষ।[ইং. lifeboat]। 28)
শাল৪
(p. 776) śāla4 বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ̃ তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ̃ নির্যাস বি. ধুনো। ̃ পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ̃ প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ̃ বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা। 6)
শীঘ্র
(p. 779) śīghra ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]। বি. ̃ তা। ̃ তা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। 52)
হরিণ
(p. 860) hariṇa বি. তৃণভোজী দ্রুতগামী শৃঙ্গী সুদর্শন পশুবিশেষ, মৃগ, কুরঙ্গ। [সং. √ হৃ + ইন]। স্ত্রী. হরিণী। ̃ নয়না, হরিণাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্তা। হরিণাঙ্ক বি. চন্দ্র। 31)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366012
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698019
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন