Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নক্ষত্রবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-জিত্
(p. 50) abhi-jit বিণ. বিজয়ী। বি. নক্ষত্রবিশেষ, Vega.. [সং. অভি - √ জি + ক্বিপ্]। 82)
অরুন্ধতী
(p. 61) arundhatī বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]। 18)
অর্যমা
(p. 62) aryamā (-মন্) বি. 1 সূর্য; 2 নক্ষত্রবিশেষ। [সং. √ ঋ + মন্]। 29)
অশ্বিনী
(p. 67) aśbinī বি. 1 (স্ত্রী.) অশ্বরূপিনী সূর্যপত্নী; 2 দক্ষের কন্যা; 3 নক্ষত্রবিশেষ; 4 (অশু.) ঘোটকী। [সং. অশ্ব + ইন্ + (অস্ত্যর্থে) ঈ]। ̃ .কুমার, ̃ সুত বি. দেবলোকের চিকিত্সক যমজ ভ্রাতৃদ্বয়। 3)
অশ্লেষা
(p. 67) aślēṣā বি. (অশুভ) নক্ষত্রবিশেষ। [সং. ন + শ্লেষ + (স্ত্রী.) আ]। 19)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উত্তরাষাঢ়া
(p. 125) uttarāṣāḍh়ā বি. নক্ষত্রবিশেষ। [সং. উত্তরা + আষাঢ়া]। 14)
কৃত্তিকা
(p. 204) kṛttikā বি. 1 নক্ষত্রবিশেষ; 2 দেবসেনাপতি কার্তিকেয়র ছয়জন ধাত্রীর অন্যতমা [সং. √কৃত্ + তি + ক + আ]। ̃. সূত বি. কার্তিকেয়। 18)
চিত্রা
(p. 288) citrā বি. 1 (জ্যোতিষ.) নক্ষত্রবিশেষ; 2 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চিত্র + আ]। 55)
জ্যেষ্ঠ
(p. 331) jyēṣṭha বিণ. 1 বয়সে বড়, অগ্রজ; 2 প্রবীণ, প্রাচীন (বয়োজ্যেষ্ঠ); 3 শ্রেষ্ঠ (বর্ণজ্যেষ্ঠ)। বি. অগ্রজ ভ্রাতা। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। ̃ তাত বি. জ্যাঠা। জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে। বি. 1 নক্ষত্রবিশেষ; 2 মধ্যমাঙ্গুলি; 3 টিকটিকি। জ্যেষ্ঠাধি-কার বি. জ্যেষ্ঠপুত্র হিসাবে সম্পত্তিতে অধিকার। জ্যেষ্ঠাশ্রম বি. গার্হস্থ্যজীবন। জ্যেষ্ঠী বি. টিকটিকি। 55)
তিষ্য
(p. 375) tiṣya বি. নক্ষত্রবিশেষ, পুষ্যানক্ষত্র। [সং. √ তুষ্ (তুষ্ট করা) + ক্যপ্]। তিষ্যা বি. (স্ত্রী.) তিষ্যনক্ষত্রযুক্ত পূর্ণিমা। 161)
ধনিষ্ঠা
(p. 430) dhaniṣṭhā বি. (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. ধনবত্ + ইষ্ঠ + আ]। 20)
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
ফল্গুনী
(p. 562) phalgunī বি. (জ্যোতি.) যুগ্ম বা যমজ নক্ষত্রবিশেষ (উত্তরফল্গুনী, পূর্বফল্গুনী)। [সং. √ ফল্ + উন, গ্ আগম + ঈ]। 20)
মঘা
(p. 676) maghā বি. অশুভ নক্ষত্রবিশেষ। [সং √ মঙ্ঘ্ + অ + আ]। 3)
মূলা2
(p. 714) mūlā2 বি. নক্ষত্রবিশেষ [সং. মূল + আ]। 6)
রোহিণী
(p. 750) rōhiṇī বি. 1 চন্দ্রপত্নী; 2 বলরামের জননী; 3 নবমবর্ষীয়া কন্যা (রোহিণী দান); 4 (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. √ রুহ্ + ইন্ + ঈ]। 55)
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074197
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768694
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721066
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594653
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545192
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542305

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন