Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাগরিক); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবাসন
(p. 99) ābāsana বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + ̃ বস্ + ণিচ্ + অন]। 12)
টাউন
(p. 343) ṭāuna বি. 1 শহর, নগর; 2 ছোট শহর। [ইং. town]। ̃ হল বি. নাগরিকদের সর্বজনীন মিলনগৃহ। 4)
নগর
(p. 444) nagara বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। ̃ কীর্তন, ̃ সংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। ̃ চত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার। ̃ দ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। ̃ পাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। ̃ স্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়ানগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান। 12)
নাগর
(p. 452) nāgara বি. 1 প্রণয়ী, প্রিয়জন, নায়ক ('গোলকের পতি, রাধার নাগর'); 2 রসিক; 3 লম্পট পুরুষ; 4 দেবনাগর অক্ষর। বিণ. 1 নগরসম্বন্ধীয়, নাগরিক (নাগর স্বাচ্ছন্দ্য); 2 নগরে বাসকারী, নগরবাসী (নাগরজন)। [সং. নগর + অ]। নাগরী বি. (স্ত্রী.) 1 প্রণয়িনী; 2 রসিকা রমণী; 3 দেবনাগর অক্ষর (নাগরী লিপি)। বিণ. (স্ত্রী.) নগরবাসিনী; নগর সম্বন্ধীয়। 18)
নাগরিক
(p. 452) nāgarika বিণ. 1 নগর বা শহরসম্বন্ধীয়, পৌর (নাগরিক স্বাচ্ছন্দ্য); 2 শহুরে। বি. 1 রাষ্ট্রের সদস্য, প্রজা, citizen (নাগরিকের অধিকার); 2 শহরবাসী (এই শহরের নাগরিক)। [সং. নগর + ইক]। বি. ̃ তা। স্ত্রী. নাগরিকী, নাগরিকা। 24)
নাগরিকা1
(p. 452) nāgarikā1 বি. (স্ত্রী.) নগরের অধিবাসিনী। [সং. নাগরিক + বাং. আ]। 25)
নাগরিকা2
(p. 452) nāgarikā2 বি. নাগরী, প্রণয়িনী ('আড়াল থেকে রঙ্গনিপুণ নাগরিকার প্রায়': সু. দ.)। [সং. নাগর + ক + আ]। 26)
পৌর
(p. 534) paura বিণ. 1 নগরের ('দুয়ার রুদ্ধ পৌর ভবনে'); 2 পুরবাসী (পৌরজন); 3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা); 4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)। বি. পৌরজন ('দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল': ব. চ.)। [সং. পুর + অ]। ̃ পিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান। ̃ প্রধান দ্র পৌরপ্রধান। ̃ মুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)। ̃ সভা, ̃ সংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি। ̃ স্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী। 55)
বাংলা-দেশ
(p. 590) bāṃlā-dēśa বি. পাকিস্তান রাষ্ট্র থেকে 1971 সালে বিচ্ছিন্ন হয়ে সমগ্র প্রাক্তন পূর্ব-পাকিস্তানকে নিয়ে গঠিত স্বাধীন রাষ্ট্র। বাংলা দেশি বি. বাংলাদেশের নাগরিক বা অধিবাসী। বিণ. বাংলাদেশের; বাংলাদেশ-সম্বন্ধীয়। 30)
বিশিষ্ট
(p. 627) biśiṣṭa বিণ. 1 অ-সাধারণ (বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাগরিক); 2 বিশেষপ্রকার, অতিশয় গুরুত্বপূর্ণ (বিশিষ্ট কর্তব্য, বিশিষ্ট গুণ); 3 বিখ্যাত (বিশিষ্ট কবি); 4 সংবলিত, যুক্ত (লেজবিশিষ্ট, গুণবিশিষ্ট)। [সং. বি + √ শিষ্ + ত]। ̃ তা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)। 5)
ভারত
(p. 664) bhārata বি. 1 ভারতবর্ষ; 2 বর্তমান ভারতরাষ্ট্র; 3 মহাভারত (যা নেই ভারতে তা নেই ভারতে); 4 ভারত-সূত্র; 5 নট। ̃ .বাসী (-সিন্) বি. বিণ. ভারতের অধিবাসী। ভারতীয় বিণ. 1 ভারতসম্বন্ধীয় (ভারতীয় পোশাক); 2 ভারতে উত্পন্ন বা বসবাসকারী (ভারতীয় বস্ত্র, ভারতীয় গম)। বি. ভারতের অধিবাসী বা নাগরিক (ভারতীয়দের সংগ্রাম)। বি. ̃ তা, ̃ ত্ব। ভারত মহাসাগর ভারতের দক্ষিনে অবস্হিত মহাসাগরবিশেষ, the Indian Ocean. ̃ .মাতা বি. মাতা রূপে কল্পিত ভারতভূমি। 3)
ভোট2
(p. 670) bhōṭa2 বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ̃ .কেন্দ্র বি. ভোট দেবার স্হান। ̃ .প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা। 83)
মিউনিসি-প্যালিটি
(p. 704) miunisi-pyāliṭi বি. পুরসভা, পৌরসংঘ, নগরতত্ত্বাবধানের জন্য নাগরিকদের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ।[ইং. municipality]। মিউনিসি-প্যাল বিণ. 1 মিউনিসিপ্যালিটি-সংক্রান্ত; 2 মিউনিসিপ্যালিটির করণীয়, পৌর। 14)
শেরিফ
(p. 784) śēripha বি. সরকারি বা বিশেষ অনুষ্ঠানাদির তত্ত্বাবধানের জন্য সরকার-কর্তৃক মনোনীত বিশিষ্ট নাগরিক। [ইং. sheriff]। 27)
সমান
(p. 808) samāna বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধি-করণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণসম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধি-কার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা। 95)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086627
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773392
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370982
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596305
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551277
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543280

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন