Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাচছে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজাত
(p. 8) ajāta বিণ. 1 জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়); 2 হীনজাতীয়, নীচজাতীয়; 3 জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। বি. নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না। [সং. ন+জাত়]। ̃ কুজাত বি. (অজাত্ কুজাত্ উচ্চারিত) নীচ জাতি, অনাচরণীয় জাতি বা বংশ। ̃ শত্রু বিণ. শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। বি. 1 মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; 2 যুধিষ্ঠির। ̃ .শ্মশ্রু বিণ. দাড়ি গজায়নি এমন; (আল.) অল্পবয়সী। 110)
অনাচার
(p. 24) anācāra বি. 1 শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; 2 অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)। [সং. ন + আচার]। অনাচারী (-রিন্) বিণ. অনাচার করে এমন, কুত্সিত আচরণকারী। 8)
অনুদ্বিগ্ন
(p. 28) anudbigna বিণ. উদ্বিগ্ন বা উত্কণ্ঠিত এমন; ভাবনাচিন্তা নেই এমন। [সং. ন (অন্) + উদ্বিগ্ন]। অনুদ্বেগ বি. উদ্বেগহীনতা, উত্কণ্ঠার অভাব। 16)
অভি-ধান
(p. 50) abhi-dhāna বি. 1 শব্দকোষ, শব্দার্থকোষ, dictionary; 2 নাম, পরিচয়; 3 উক্তি। [সং. অভি + √ ধা + অন]। ̃ কার বি. অভিধান রচনাকারী। ̃ .তত্ব বি. অভিধানসম্পর্কিত কিংবা অভিধানের রচনাসম্পর্কিত ভাবনাচিন্তা। 87)
আনা-কানাচ
(p. 94) ānā-kānāca বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)। [দেশি]। 18)
উদয়ন
(p. 126) udaẏana বি. 1 উদয়; 2 উত্থান; 3 আবির্ভাব; 4 বিশিষ্ট নৈয়ায়িক উদয়নাচার্য; 5 সংস্কৃত রূপকথার নায়কবিশেষ। [সং. উত্ + √ ই + অন]। 30)
উর্বর
(p. 133) urbara বিণ. প্রচুর; (ফসল ইত্যাদি) উত্পাদনের শক্তি আছে এমন (উর্বর জমি)। [সং. উরু (=প্রচুর) + √ ঋ + অ]। স্ত্রী. উর্বরা। ̃ তা বি. প্রচুর উত্পাদনের শক্তি। ̃ মস্তিষ্ক বিণ. যার মাথায় নিত্যনতুন এবং নানান ভাবনাচিন্তা খেলে; মাথায় নানান ভাবনাচিন্তা খেলে এমন। 149)
কুঁদা2, কোঁদা
(p. 192) kun̐dā2, kōn̐dā ক্রি. 1 লম্ফঝম্প করা, লাফানো; 2 আস্ফালন করা; 3 মারার জন্য তেড়ে বা রুখে যাওয়া। বি. উক্ত সব অর্থে। [ সং. √ কুর্দ্]। কুঁদন2, কোঁদন বি. আস্ফালন; লম্ফঝম্প (নাচনকোঁদন)। 39)
কুশীলব1
(p. 201) kuśīlaba1 বি. 1 নাচকের পাত্রপাত্রী; 2 অভিনেতা; 3 গায়ক; 4 নর্তক। [সং. কু + শীল + √ বা + অ]। 25)
খঞ্জন
(p. 221) khañjana বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; 2 খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। ̃ গঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ। 23)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চারা2
(p. 281) cārā2 বি. উপায়, প্রতিকার, প্রতিষেধক (বেচারা, নাচার, এ বিপদে আর কোনো চারা নেই)। [ফা. চারাহ্]। 150)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
চেনা, চেনাচিনি, চেনানো, চেনা পরিচয়
(p. 294) cēnā, cēnācini, cēnānō, cēnā paricaẏa দ্র চিনা। 68)
জলসা
(p. 312) jalasā বি. নাচগান ইত্যাদির আসর বা বৈঠক। [আ. জল্স্অ]। 157)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
তুরকি
(p. 375) turaki বি. বিণ. তুরস্কের লোক বা জাতি; তুরস্কের ভাষা বা লোক সম্বন্ধীয়; তুরস্কসম্বন্ধীয় (তুরকিদের ভাষা, তুরকি রীতি)। [ফা. তুর্কি]। তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা। 202)
তৌর্য
(p. 387) taurya বি. তূর্যধ্বনি। [সং. তূর্য + অ]। ̃ ত্রিক বি. একসঙ্গে নাচগান বাজনা। 51)
তয়ফা
(p. 367) taẏaphā বি. নাচওয়ালির দল। [আ. তাইফা]। 83)
ধন্দ, ধন্ধ
(p. 430) dhanda, dhandha বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [ সং. দ্বন্দ্ব]। 24)
ধামসাধামসি
(p. 433) dhāmasādhāmasi বি. 1 দলাইমলাই; 2 উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]। 60)
ধামালি
(p. 433) dhāmāli বি. 1 রঙ্গ; 2 রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; 3 কৃত্রিম বা কপট ঝগড়া; 4 চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]। 63)
নচিকেতা
(p. 444) nacikētā বি. 1 অগ্নি; 2 বৈদিক ঋষিবিশেষ। [সং. নচিকেতস্]। বিণ. নাচিকেত। 18)
নর্তন
(p. 447) nartana বি. নাচন, নাচ, নৃত্য ('অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন': রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. 1 নাচছে বা নাচানো হচ্ছে এমন; 2 আন্দোলিত। 78)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074016
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366042
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698032
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545149
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন