Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাচের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অনাচ্ছাদিত
(p. 24) anācchādita বিণ. আচ্ছাদিত বা আবৃত নয় এমন, আঢাকা; উন্মুক্ত। [সং. ন + আচ্ছাদিত]। 9)
অনাছিষ্টি, অনাচ্ছিষ্ঠি-অনাসৃষ্টি
(p. 24) anāchiṣṭi, anācchiṣṭhi-anāsṛṣṭi র কথ্য রূপ। 10)
অপিধান
(p. 40) apidhāna বি. আবরণ, অচ্ছাদন। একই অর্থে পিধান দ্র। বিণ. অনাচ্ছাদিত (অ-পিধান অর্থে)। [সং. অপি + √ ধা + অন]। 26)
অসংবৃত
(p. 67) asambṛta বিণ. 1 আঢাকা, অনাচ্ছাদিত; আবরণহীন; 2 শরীরের বসন বা কাপড়চোপড় শ্লথ হয়ে পড়েছে এমন। [সং. ন + সংবৃত]। স্ত্রী. অসংবৃতা 38)
আস্কন্দিত
(p. 110) āskandita বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা ('আস্কন্দিতে নাচে বাজিরাজি': মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]। 17)
কন-কন
(p. 160) kana-kana বি. 1 তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); 2 তীব্র ঠাণ্ডা বা শীত। কন-কনানি বি. কনকন করার অনুভূতি। কন-কনানো ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কন-কনে বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)। 42)
কানাচ
(p. 181) kānāca বি. বাড়ির পশ্চাদ্ভাগ; ছাঁচতলা; (দেওয়ালের বাইরে প্রসারিত) চালাঘরের ছাঁচ (ঘরের কানাচে)। [তুর. ক'নাত্]। 30)
কুমড়ো-পটাশ
(p. 197) kumaḍ়ō-paṭāśa বি. কুমড়োর মতো গোলগাল কিন্তু নিরীহ কাল্পনিক প্রাণীবিশেষ ('যদি কুমড়োপটাশ নাচে, খবরদার যেয়ো না কেউ রান্নাঘরের কাছে': সু.রা.); (আল.) মোটাসোটা ও অকর্মণ্য লোক। [বাং. কুমড়ো + (ধ্বন্যা.) পটাশ]। 38)
কোনাচ
(p. 210) kōnāca বি. 1 কোণের দিকের অংশ; 2 বাক্স সিন্ধুক ইত্যাদির কোণে যে ধাতুর পাত আঁটা হয়। [সং. কোণ + বাং. আচ]। কোনাচে বিণ. টেড়া, কোণাভিমুখী, কোনাকুনি। 18)
কৌণিক
(p. 210) kauṇika বিণ. 1 কোণসম্বন্ধীয়; 2 কোনাচে, কোনাকুনি (কৌণিক দূরত্ব)। [সং. কোণ + ইক]। 75)
খেমটা
(p. 232) khēmaṭā বি. 1 সংগীতের তালবিশেষ; 2 ওই তালের লঘু নাচ। [দেশি]। ̃ ওয়ালা বি. খেমটা নাচের দলের পুরুষ গায়ক বা দোহার। ̃ ওয়ালি বি. (স্ত্রী.) পেশাদার নর্তকী; যে স্ত্রীলোক খেমটা নেচে বেড়ায়। 35)
ঝন
(p. 334) jhana বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। বি. উক্ত অর্থে। 24)
ঝুম-ঝুম
(p. 339) jhuma-jhuma বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]। 8)
তির্যক
(p. 375) tiryaka (তির্যক্) বিণ. 1 বাঁকা, কুটিল (তির্যক গতি, তির্যক দৃষ্টি); 2 তেরছা, কোনাচে, বাঁকা (তির্যক রেখা); 3 (বিরল) মনুষ্যেতর (তির্যক প্রাণী)। [সং. তিরস্ + √ অন্চ্ + ক্বিপ্]। ̃ পাতন বি. বকযন্ত্রের সাহায্যে চুয়ানোর কাজ। ̃ যোনি বি. 1 মনুষ্যেতর প্রাণী, পশু, পাখি প্রভৃতি জীব; 2 পশুপাখির যোনি বা জননেন্দ্রিয়। 146)
ধনি1
(p. 430) dhani1 অব্য. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) রমণীকে সম্বোধনকালে ব্যবহৃত শব্দবিশেষ, ধন্যা ('ধনি ধনি তুহারি সোহাগ': বিদ্যা; 'সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি')। [সং. ধন্যা]। 15)
ধিনতা-ধিন, ধিন-ধিন
(p. 433) dhinatā-dhina, dhina-dhina বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]। 96)
ধীরি, ধীরি-ধীরি
(p. 433) dhīri, dhīri-dhīri ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]। 105)
ধেই-ধেই
(p. 439) dhēi-dhēi বি. অব্য. 1 তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; 2 নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); 3 নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]। 46)
নর্তক
(p. 447) nartaka বিণ. বি. 1 নৃত্যকারী, যে নাচে (নর্তক ময়ূর); 2 নৃত্যজীবী, নাচ যার পেশা বা জীবিকা; নট। [সং. √ নৃত্ + ক]। বি. স্ত্রী. নর্তকী। 77)
নাচ
(p. 452) nāca বি. 1 নৃত্য (নাচের ভঙ্গি, নাচগান); 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি, লাফালাফি। [প্রাকৃ. নচ্চ সং. নৃত্য]। ̃ উলি, ̃ ওয়ালি বি. 1 পেশাদার নর্তকী; 2 বাইজি। ̃ ঘর বি. 1 যেখানে বা যে ঘরে নাচ হয়; 2 রঙ্গমঞ্চ। ̃ ন, ̃ নি1, ̃ নাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। ̃ নি2, ̃ নাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)। নাচিয়ে বি. নর্তক। বিণ. নৃত্যকারী। নাচুনে বিণ. নাচে এমন, নৃত্যকারী। 39)
নাচা
(p. 452) nācā ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া ('হৃদয় আমার নাচে রে আজিকে': রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। ̃ কোঁদা বি. (ব্যঙ্গে) 1 হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। ̃ নো ক্রি. 1 নাচ করানো; 2 স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা কপট লজ্জা, বৃথা লজ্জা। 40)
নাচাড়ি, লাচা়ড়ি
(p. 452) nācāḍ়i, lācā়ḍ়i বি. নাচের ছন্দবিশেষ; নাচের ছন্দে গানবিশেষ। [তু. নাচারি]। 41)
নাচিয়ে, নাচুনি, নাচুনে
(p. 452) nāciẏē, nācuni, nācunē দ্র নাচ। 45)
ভুঁড়ি
(p. 667) bhun̐ḍ়i বি. বড়ো বা মোটা পেট, চর্বিতে ফুলে-ওঠা পেট। [দেশি]। ভুঁড়ো বিণ. ভুঁড়িযুক্ত, ভুঁড়িওয়ালা ('বাঁশবনের কাছে ভুঁড়ো শেয়ালি নাচে': ছড়া)। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075254
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769181
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366480
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721216
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698250
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594811
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545600
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542366

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন