Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিষেধ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অবাধ
(p. 46) abādha বিণ. বাধাহীন, অবারিত; অনর্গল (অবাধ মেলামেশা, প্রবেশ অবাধ)। [বাং. অ + বাধা]. অবাধ বাণিজ্য বি. সংরক্ষণহীন বা বিধিনিষেধহীন বাণিজ্য, free trade. 55)
অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
অস্পর্শ
(p. 73) asparśa বি. স্পর্শের অভাব; সম্পর্কের অভাব। বিণ. স্পর্শহীন; অসম্পর্কিত, অসংলগ্ন। [সং. ন + স্পর্শ]। ̃ ন বি. স্পর্শের অভাব। ̃ নীয় বিণ. স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; ছোঁয়া যায় না এমন। অস্পর্শ্য বিণ. অস্পৃশ্য, অস্পর্শনীয়, ছোঁয়া উচিত নয় এমন। অস্পৃশ্য বিণ. ছোঁয়ার অযোগ্য, ছোঁয়া উচিত নয় এমন; ছোঁয়া নিষেধ এমন; অচ্ছুত; ঘৃণ্য; অশুচি। বি. অস্পৃশ্যতা। 41)
ক৪, কো
(p. 156) ka4, kō (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। 5)
খতবা
(p. 221) khatabā বি. শুক্রবারের নামাজে বা ইদের নামাজে ইমামের অর্থাত্ নামাজপরিচালকের ভাষণ-এতে ধর্মের বিধিনিষেধাবলি স্মরণ করিয়ে দেওয়া হয় এবং হজরত মোহাম্মদ ও আন্যান্য মুসলমান ধর্মনেতাদের প্রতি আনুগত্য স্বীকার করে তাঁদের জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা জানানো হয়। [আ. খুত্বা]। 58)
চোপ2
(p. 298) cōpa2 অব্য. নিষেধসূচক ধমক (একদম চোপ, চোপ রও)। [তি. হি. চোপ]। 6)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নিবারণ
(p. 461) nibāraṇa বি. 1 বারণ, নিষেধ (গুরুজনের নিবারণ সত্ত্বেও); 2 দূরীকরণ, প্রশমিতকরণ (দুঃখনিবারণ)। [সং. নি + √ বারি + অন]। নিবারণ করা ক্রি. বি. দূর করা, প্রশমিত করা; থামানো; রোধ করা; নিবৃত্ত করা; (বিরল) বারণ করা, নিষেধ করা। 72)
নিবারণীয়, নিবার্য
(p. 461) nibāraṇīẏa, nibārya বিণ. বারণ বা নিষেধ করতে হবে এমন, বারণ করা উচিত এমন; দমনীয়; রোধ করা বা নিবৃত্ত করা উচিত এমন। নিবারা ক্রি. (কাব্যে) নিবারণ করা ('নিবারিব শোক তব': মধু)। নিবারিত বিণ. নিবারণ করা হয়েছে এমন। 73)
নিরঙ্কুশ
(p. 461) niraṅkuśa বিণ. 1 অঙ্কুশতুল্য বাধা থেকে মুক্ত; যাতে কোনো বাধা নেই, বাধানিষেধ থেকে মুক্ত (নিরঙ্কুশ সংখ্যাধিক্য); 2 বন্ধনহীন, অবাধ, স্বেচ্ছাচারী (নিরঙ্কুশ স্বৈরাচার, নিরঙ্কুশ রাজতন্ত্র)। [সং. নির্ + অঙ্কুশ]। 127)
নির্বাধ
(p. 468) nirbādha বিণ. বাধাহীন, বাধানিষেধহীন (নির্বাধ গতি, নির্বাধ সঞ্চরণ)। [সং. নির্ + বাধা]। তু. সমার্থক অবাধ। 92)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
নিষেক
(p. 473) niṣēka বি. 1 সেচন, সিঞ্চন (জলনিষেক); 2 বর্ষণ; 3 ক্ষরণ; 4 গর্ভাধান। [সং. নি + √ সিচ্ + অ]। 53)
নিষেধ
(p. 473) niṣēdha বি. 1 বারণ, মানা (যেতে নিষেধ করা); 2 নিবারণ; 3 আপত্তি (কোনো নিষেধ আছে কি?)। বিণ. বারণ বা মানা আছে এমন, নিষিদ্ধ (ভিতরে প্রবেশ নিষেধ)। [সং. নি + √ সিধ্ + অ]। ̃ ক বিণ. নিষেধকারী; নিবারক। 54)
নিষেবণ
(p. 473) niṣēbaṇa বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন। 55)
ন৪
(p. 443) na4 অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]। 5)
পই-পই
(p. 483) pi-pi বি. বারংবার, পুনঃপুন (তাকে পইপই করে নিষেধ করা হয়েছে)। [তু. সং. পদে পদে]। 6)
প্রতি-ষেধ
(p. 543) prati-ṣēdha বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন। [সং. প্রতি + √ সিধ্ + অ]। প্রতি-ষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন। ̃ ক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। বি. প্রতিষেধক পদার্থ। ̃ ন বি. প্রতিষেধকরণ। 14)
প্রবেশ
(p. 548) prabēśa বি. 1 ভিতরে যাওয়া (প্রবেশপথ বন্ধ); 2 ভিতরে যাবার ক্ষমতা বা অধিকার (প্রবেশ নিষেধ)। [সং. প্র + √ বিশ্ + অ]। ̃ ক বিণ. প্রবেশকারী। ̃ ন বি. 1 প্রবেশ করা; ঢুকানো; 2 প্রবেশের প্রধান পথ। প্রবেশা ক্রি. (কাব্যে) প্রবেশ করা (প্রবেশিল)। প্রবেশিকা বিণ. (স্ত্রী.) প্রবেশকারিণী; যার দ্বারা প্রবেশ করা যায় (প্রবেশিকা পরীক্ষা)। বি. (স্ত্রী.) প্রাথমিক ও সহায়ক বই (ব্যাকরণ প্রবেশিকা)। প্রবেশিত বিণ. ঢুকানো হয়েছে এমন, প্রবিষ্ট। প্রবেশ্য বিণ. প্রবেশযোগ্য। প্রবেষ্টা বিণ. প্রবেশকারী। 17)
বাধা2
(p. 599) bādhā2 বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ̃ দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ̃ নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ̃ প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ̃ বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ̃ বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। 4)
বাধ্য
(p. 599) bādhya বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। ̃ তা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। ̃ তা-মূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. ̃ বাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা। 8)
বারণ2
(p. 602) bāraṇa2 বি. 1 নিষেধ, মানা (এ কাজ করতে বারণ করেছি, কোনো বারণই শুনল না); 2 নিবৃত্তি; নিবারণ। [সং. √ বৃ + ণিচ্ + অন]। বারক বিণ. 1 নিবারক; 2 নিষেধকারী; 3 প্রতিবন্ধক। বারণীয় বিণ. নিবারণযোগ্য, নিবার্য। 3)
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768755
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366187
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594685
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন