Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নেওয়া; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তাপা
(p. 375) tāpā ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ̃ নো ক্রি. তপ্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল। 30)
অগ্রহণ
(p. 8) agrahaṇa বি. না নেওয়া, গ্রহণের অভাব। [সং. ন+গ্রহণ]। 6)
অগ্রহণীয়
(p. 8) agrahaṇīẏa বিণ. গ্রহণের অযোগ্য, যা নেওয়ার মতো নয় (অগ্রহণীয় দান)। 7)
অগ্রাহ্য
(p. 8) agrāhya বিণ. 1 মেনে নেওয়া যায় না এমন, অগ্রহণী. (এ যুক্তি অগ্রাহ্য); 2 অবজ্ঞেয়; 3 বাতিল, নামঞ্জুর (আবেদন অগ্রাহ্য হওয়া)। [সং. ন (অ)+গ্রাহ্য]। অগ্রাহ্য করা ক্রি. বি. অবজ্ঞা করা; বাতিল করা; নামঞ্জুর করা। 10)
অঘ্রাত
(p. 8) aghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন, অনাঘ্রাত। [সং. ন+ঘ্রাত]। 24)
অদীক্ষিত
(p. 17) adīkṣita বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। [সং. ন+দীক্ষিত]। 10)
অধ্যারোপ
(p. 21) adhyārōpa বি. 1 আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তু কল্পনা করে নেওয়া, অধ্যাস। [সং. অধি+আরোপ]। ̃ ণ বি. আরোপণ, আরোপকরণ, স্হাপন। 5)
অনাঘ্রাত
(p. 24) anāghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন; যার সুঘ্রাণ ভোগ করা হয়নি (অনাঘ্রাত পুষ্প)। [সং. ন+আঘ্রাত]। স্ত্রী. অনাঘ্রাতা। 7)
অনির্বাচিত
(p. 25) anirbācita বিণ. নির্বাচিত নয় বা বেছে নেওয়া হয়নি এমন; অনির্ধারিত। [সং. ন + নির্বাচিত]। 53)
অনু-বাদ
(p. 29) anu-bāda বি. 1 ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; 2 পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); 3 অনুকরণ। [সং. অনু + √ বদ্ + অ]। ̃ ক বি. বিণ. ভাষান্তরকারী। অনূদিত বিণ. ভাষান্তরিত, অনুবাদ করা হয়েছে এমন। অনু-বাদিত (বাং. বর্ত. অপ্র.) বিণ. অন্যের দ্বারা অনুবাদ করিয়ে নেওয়া হয়েছে এমন। অনুবাদী (-দিন্) বিণ. 1 অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; 2 রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; 3 অনুরূপ। বি. (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর। 21)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
অন্য
(p. 34) anya বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ̃ কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ̃ গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য. অন্যভাবে। ̃ তম বিণ. বহুর মধ্যে এক। ̃ তর বিণ. দুইয়ের মধ্যে এক। ̃ এ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ̃ ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ̃ থা অব্য. ভিন্নভাবে, নতুবা। বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ̃ থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ̃ থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ̃ দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ̃ পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। বি. কোকিল। ̃ পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ̃ বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ̃ ভৃত্ বিণ. অন্যকে পালন করে এমন। বি. কাক। ̃ ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। বি. কোকিল। ̃ মনস্ক, ̃ মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ̃ মনস্কতা। ̃ রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ̃ সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাত্ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative. 52)
অপ-নয়, অপ-নয়ন
(p. 34) apa-naẏa, apa-naẏana বি. অপনোদন, দূরীকরণ (কলঙ্ক অপনয়ন)। [সং. অপ + √ নী + অ, অন]। অপ-নীত বিণ. অপনয়ন বা দূরীকরণ করা হয়েছে এমন; সরিয়ে নেওয়া হয়েছে এমন ('অপনীত প্রচ্ছদের তলে': সু. দ.)। 100)
অপ-হরণ
(p. 39) apa-haraṇa বি. 1 বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে অন্যের জিনিস নেওয়া, চুরি; 2 লুণ্ঠন। [সং. অপ + √ হৃ + অন]। অপ-হরা ক্রি. চুরি করা, লুঠ করা। অপ-হারক, অপ-হারী (-রিন্) বিণ. অপহরণ বা চুরি করে এমন। বি. চোর; লুঠেরা। অপ-হৃত বিণ. অপহরণ করা বা চুরি করা হয়েছে এমন; লুণ্ঠিত। 32)
অপ্রামাণিক
(p. 43) aprāmāṇika বিণ. প্রমাণসিদ্ধ নয় এমন, যার কোনো প্রমাণ নেই এমন; বিশ্বাস করা বা মেনে নেওয়া যায় না এমন; তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত নয় এমন (অপ্রামাণিক সিদ্ধান্ত)। [সং. ন + প্রামাণিক]। বি. ̃ তা। 7)
অব-সর
(p. 46) aba-sara বি. 1 অবকাশ; ছুটি; 2 সুযোগ, ফুরসত, ফাঁক (সেই অবসরে, ইত্যবসরে); 3 কর্ম বা চাকরি থেকে বিদায়, retirement. [সং. অব + √ সৃ + অ]। ̃ জীবন বি. কর্ম বা চাকরি থেকে বিদায়ের পরবর্তী জীবন, life after retirement, retired life. ̃ ভাতা বি. কর্ম বা চাকরি থেকে অবসর নেওয়ার পর যে ভাতা বা অর্থ-বরাদ্দ পাওয়া যায়। 28)
অব-হৃত
(p. 46) aba-hṛta বিণ. 1 অপহৃত, চুরি গেছে এমন; 2 সরিয়ে নেওয়া হয়েছে এমন, অপসারিত; 3 উদ্ধৃত; quoted. [সং. অব + √ হৃ + ত]। 44)
অবাছাই
(p. 46) abāchāi বিণ. 1 বেছে আবর্জনা ফেলে দেওয়া হয়নি এমন; 2 বেছে নেওয়া হয়নি এমন, অনির্বাচিত; 3 প্রতিযোগিতামূলক খেলায় (টেনিসে) সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত নয় এমন, unseeded. [বাং. অ + বাছাই]। 52)
অবৈতনিক
(p. 50) abaitanika বিণ. 1 বেতন নেয় না এমন, honorary (অবৈতনিক সম্পাদক); 2 বেতন নেওয়া হয় না এমন, free (অবৈতনিক বিদ্যালয়)। [সং. ন + বেতন + ইক]। 13)
অভি-যোজন
(p. 50) abhi-yōjana বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation [সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]। অভি-যোজিত বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভি-যোজ্য বিণ. অভিযোজনের যোগ্য। অভি-যোজ্যতা বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা। 118)
অভ্যাহার
(p. 55) abhyāhāra বি. লুন্ঠন, বলপূর্বক হরণ; আক্রমণ, হামলা। [সং. অভি + আ + √ হৃ + অ]। অভ্যাহৃত বিণ. লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত। 21)
অমনো-নীত
(p. 55) amanō-nīta বিণ. নির্বাচিত করা হয়নি অমন, পছন্দ করা হয়নি এমন, অপছন্দ, বেছে নেওয়া হয়নি এমন। [সং. ন + মনোনীত]। 47)
আঁশানো
(p. 80) ām̐śānō ক্রি. 1 চিনি গুড় প্রভৃতির রসে জ্বাল দেওয়া (পিঠে আঁশানো, সে এখন পিঠে আঁশাচ্ছে); 2 একটু শুকিয়ে নেওয়া (রোদে আঁশানো)। বিণ. বি. উক্ত অর্থে [বাং. √ আঁশা (সং. অংশু) + আনো]। 13)
আগাম
(p. 82) āgāma বিণ. আগে দেওয়া বা নেওয়া হয় এমন, অগ্রিম। বি. যে জিনিস অগ্রিম হিসাবে দেওয়া বা নেওয়া হয় (এখনও কিছু আগাম দিইনি)। [সং. অগ্রিম]। 58)
আঘ্রাণ
(p. 82) āghrāṇa বি. 1 গন্ধ গ্রহণ, গন্ধ নেওয়া বা শোঁকা; 2 গন্ধ (আমের আঘ্রাণ)। [সং. আ + √ ঘ্রা + অন]। আঘ্রাত বিণ. শোঁকা হয়েছে এমন। 74)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073876
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365997
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545112
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542285

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন