Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিধেয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
আচকান
(p. 82) ācakāna বি. পুরুষদের পরিধেয় শেরওয়ানিজাতীয় লম্বা জামাবিশেষ। [ফা. আচ্কন]।
আচ্ছাদক
(p. 85) ācchādaka বিণ. আবৃত করে এমন; আচ্ছাদনকারী। বি. যা দিয়ে আচ্ছাদন করা হয়। [সং. আ + √ ছদ্ + ণিচ্ + অক]। আচ্ছাদ, আচ্ছাদন বি. 1 আবরণ; 2 ঢাকনি; ছাউনি; 3 পরিধেয় বস্ত্র (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য বিণ. আচ্ছাদনের যোগ্য। আচ্ছাদা ক্রি. আচ্ছাদন করা। আচ্ছাদিত বিণ. আচ্ছাদন করা হয়েছে এমন। আচ্ছাদনী বি. আবরণী, আচ্ছাদক; ঢাকনি। 16)
উড়ানি, (কথ্য) উড়ুনি
(p. 119) uḍ়āni, (kathya) uḍ়uni বি. 1 উত্তরীয়, চাদর; 2 (সচ.) মেয়েদের সালোয়ার-কামিজের সঙ্গে পরিধেয় হালকা চাদরবিশেষ। [হি. ওঢ়নি]। 97)
কচ্ছ
(p. 156) kaccha বি. 1 জলময় ভূমি, জলা জমি; 2 সমুদ্রতীরের ভূমি; 3 গুজরাতের উত্তরে সমুদ্রতীরবর্তী অঞ্চলবিশেষ; 4 নদী হ্রদ প্রভৃতির তীরদেশ; 5 কাছা, পরিধেয় বস্ত্রের যে শেষ অংশ পিছনে কোমরে গোঁজা হয়। [সং. ক + √ ছো + অ]। ̃ টিকা বি. 1 কাছা, কাছুটি; 2 কৌপীন। 48)
কষি
(p. 174) kaṣi বি. 1 লম্বা সরলরেখা (স্লেটে কষি টানা); দাঁড়ি; 2 পরিধেয় বস্ত্রের যে অংশ কোমরে বাঁধা বা আটকানো থাকে; 3 কাঁচা আমের আঁঠি। [দেশি]। 3)
কাচা1
(p. 178) kācā1 বি. মাতা বা পিতার মৃত্যুতে অশৌচকালে উত্তরীয়রূপে পরিধেয় বস্ত্রখণ্ড (কাচা গলায় দেওয়া)। [বাং. কাছা (সং. কচ্ছ)]। 7)
কাছা2
(p. 178) kāchā2 বি. পরিধেয় বস্ত্রের যে-অংশ কোমরের পিছনদিকে গোঁজা থাকে। [সং. কচ্ছ প্রা. কচ্ছা]। কাছা-আলগা বিণ. অসাবধান, বেখেয়ালি (কাছা-আলগা লোক)। ̃ ধরা বিণ. তোষামোদকারী; পরাশ্রয়ী। 13)
কোঁচড়
(p. 209) kōn̐caḍ় বি. পরিধেয় বস্ত্রের কোঁচা বা সামনের কোঁচকানো অংশ দিয়ে সাময়িক প্রয়োজনে থলের মতো আধার (কোঁচড়ে রয়েছে কিছুটা মুড়ি)। [দেশি-তু. সং. ক্রোড়]। 7)
কোঁচা1
(p. 209) kōn̐cā1 বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)। [বাং. কোঁচ3 + আ]। কোঁচা দুলিয়ে বেড়ানো ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন (প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা। 8)
কোট2
(p. 209) kōṭa2 বি. জামার উপরে পরিধেয় মোটা কাপড়ে প্রস্তুত সচ. হাতাওয়ালা এবং বোতামযুক্ত বহির্বাসবিশেষ। [ইং. coat]। 30)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গাউন
(p. 245) gāuna বি. 1 পাশ্চাত্য নারীদের শেমিজজাতীয় বহিঃ-পরিচ্ছদবিশেষ; 2 বিচারক, ব্যবহারজীবী, বিশ্ববিদ্যালয়ের আচার্য, স্নাতক প্রভৃতির পরিধেয় আলখাল্লাবিশেষ। [ইং. gown]। 7)
গেঞ্জি
(p. 256) gēñji বি. সুতোয় বোনা এবং (সাধারণত) জামার নীচে পরিধেয় পুরুষের ফতুয়াজাতীয় অন্তর্বাসবিশেষ। [ইং. guernsey]। 21)
গেরুয়া
(p. 256) gēruẏā বিণ. গৈরিক বর্ণযুক্ত বা গৈরিক বর্ণে রঞ্জিত (গেরুয়া কাপড়)। বি. সাধারণত বৈরাগী বা সন্ন্যাসীদের পরিধেয় গেরুয়া রঙের বস্ত্র (গেরুয়া পরা লোক)। [সং. গৈরিক]। 30)
ঘোমটা
(p. 272) ghōmaṭā বি. 1 অবগুণ্ঠন, স্ত্রীলোকের মুখাবরণ; 2 (সচরাচর বিবাহিতা) স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রের যে অংশ মাথার উপর থাকে। [তু. হি. ঘুঙট]। ঘোমটায় নীচে (ভিতরে) খেমটা নাচ কুলবধূর বেশে অসতীত্ব; বাইরে সাধুত্ব কিন্তু ভিতরে ভিতরে নষ্টামি। 14)
চীবর
(p. 290) cībara বি. সন্ন্যাসীদের, বিশেষত বৌদ্ধভিক্ষুদের পরিধেয় গৈরিক বসন, কৌপীন; চীর। [সং. √চি + বর]। 60)
চুড়ি
(p. 290) cuḍ়i বি. সরু বালার মতো গহনাবিশেষ। [হি. চুড়ী; তু. সং. চূড়া]। ̃ দার বিণ. 1 আগা কোঁচকানো বা সরু (চুড়িদার পাঞ্জাবি); 2 চুনট-করা। বি. মেয়েদের পরিধেয় পায়জামাবিশেষ, যার পায়ের দিক সরু ও আঁটসাট। 80)
চেল
(p. 294) cēla বি. 1 পরিধেয় বস্ত্র; 2 স্ত্রী-পুরুষের অন্তরীয় পরিচ্ছদ বা নিম্নাঙ্গের পরিচ্ছদ। [সং. √চিল্ + অ]। 76)
ছদ্ম
(p. 301) chadma (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী। 33)
ছুট1
(p. 304) chuṭa1 বি. 1 চূল বাঁধার দড়ি; 2 পরিধেয় বস্ত্র (দোছুট)। [সং. সূত্র]। 101)
জল
(p. 312) jala বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ̃ কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ̃ কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ̃ কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ̃ কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ̃ কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ̃ কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ̃ কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ̃ কুক্কুট বি. গাংচিল। ̃ কেলি, ̃ ক্রীড়া, ̃ খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ̃ খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ̃ গৃহ - জলটুঙি -র অনুরূপ। ̃ চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ̃ চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ̃ চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ̃ চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ̃ ছত্র - জলসত্র -র চলিত রূপ। ̃ ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ̃ জ বিণ. জলে বা জলাশয়াদিতে উত্পন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। বি. পদ্ম ফুল। ̃ জন্তু বি. জলচর জন্তু। ̃ জিয়ন্ত, ̃ জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ̃ টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ̃ টুঙি, ̃ টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ̃ ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ̃ তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ̃ তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ̃ দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ̃ দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ̃ ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ̃ ধি বি. সমুদ্র। ̃ নালি, ̃ প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ̃ নিধি বি. সমুদ্র। ̃ পাটি বি. দেহের আহত স্হানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ̃ পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ̃ পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাত্ নদী, সমুদ্র ইত্যাদি। ̃ পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ̃ পান বি. জলখাবার। ̃ পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ̃ পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ̃ প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ̃ প্লাবন বি. প্রবল বন্যা। ̃ বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ̃ বাতাস, ̃ বায়ু বি. আবহাওয়া। ̃ বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ̃ বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ̃ বিদ্যুত্ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উত্পাদিত বিদ্যুত্, hydroelectricity. ̃ বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্হানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্হানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ̃ বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ̃ বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ̃ বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ̃ ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ̃ ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ̃ মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ̃ ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ̃ মার্জার বি. উদ্বিড়াল। ̃ মুক (-মুচ্) বি. মেঘ। ̃ যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ̃ যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ̃ যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ̃ যোগ বি. জলখাবার খাওয়া। ̃ রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ̃ রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ̃ শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ̃ সত্র, ̃ ছত্র বি. যে স্হান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ̃ সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ̃ স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ̃ হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্হানে উপস্হিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়। 152)
জশম
(p. 312) jaśama বি. (সচ.) লম্বা সোনার মাদুলির সঙ্গে পরিধেয় হাতের গহনাবিশেষ। [ফা. জউশন্]। 179)
ধুতি
(p. 433) dhuti বি. 1 ভারতীয় পুরুষের পরিধেয় বস্ত্র, সরু পাড়যুক্ত লম্বা সাদা কাপড়; 2 অভীষ্ট লাভের উদ্দেশ্যে প্রদত্ত উপহার বা উপঢৌকন, উত্কোচ। [হি. ধোতী]। 117)
ধেয়
(p. 439) dhēẏa বিণ. 1 জ্ঞে য়; 2 ধারণীয়, ধারণযোগ্য (পরিধেয়, অভিধেয়)। [সং. √ ধা + য]। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074165
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768687
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366074
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721061
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698063
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594647
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545177
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542303

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন