Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিহার; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অপরি-ত্যাজ্য
(p. 34) apari-tyājya বিণ. পরিত্যাগ করা যায় না এমন; অপরিহার্য। [সং. ন + পরিত্যাজ্য]। 143)
অপরি-হরণীয়, অপরি-হার্য
(p. 39) apari-haraṇīẏa, apari-hārya বিণ. 1 ত্যাগ করা যায় না এমন, অত্যাজ্য; 2 এড়ানো যায় না বা বাদ দিয়ে চলা যায় না এমন (অপরিহার্য কারণে সভা স্হগিত রইল, তাঁর সাহায্য আমার কাছে অপরিহার্য); 3 অবশ্যম্ভাবী, অনিবার্য (অপরিহার্য ঘটনা)। [সং. ন + পরিহার্য, পরিহরণীয়]। 8)
অবর্জনীয়, অবর্জ্য
(p. 45) abarjanīẏa, abarjya বিণ. বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। [সং. ন + বর্জনীয়, বর্জ্য]। 33)
আবশ্যক
(p. 98) ābaśyaka বিণ. প্রয়োজনীয়, দরকারি; অপরিহার্য। বি. প্রয়োজন, দরকার (তার আর আবশ্যক কী?)। [সং. অবশ্যম্ + ক]। ̃ .তা বি. প্রয়োজনীয়তা, দরকার। আবশ্যকীয় (আশু. কিন্তু বাংলায় বহুলপ্রচলিত) বিণ. প্রয়োজনীয়। আবশ্যিক বিণ. আবশ্যকরণীয় বা গ্রহণীয়, compulsory. 28)
উত্-প্রাস
(p. 123) ut-prāsa বি. 1 পরিহাস, বিদ্রূপ; 2 কৌতুক। [সং. উত্ + প্র + √ অস্ + অ]। 33)
উপ-হাস
(p. 133) upa-hāsa বি 1 পরিহাস, ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ; 2 অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য। [সং. উপ + √ হস্ + অ]। উপহাস্য বিণ. উপহাসের পাত্র বা যোগ্য। বি পরিহাস। 82)
এড়া2
(p. 146) ēḍ়ā2 ক্রি. 1 পরিহার করা, বর্জন করা (ভাইকে এড়িয়ে কোনো কাজ করতে পারব না); 2 অতিক্রম করা; 3 অমান্য করা। [বাং. √ এড়া1]। ̃ নো বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)। বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান। ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)। 34)
কু1
(p. 192) ku1 বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। বিণ. 1 মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। 6)
কুচরিত্র
(p. 194) kucaritra বি. মন্দ স্বভাব, অসত্ চরিত্র। বিণ. মন্দ স্বভাববিশিষ্ট (তার মতো কুচরিত্র লোকের সঙ্গ পরিহার করাই ভালো)। [সং. কু + চরিত্র]। বিণ. স্ত্রী. কুচরিত্রা। 7)
কৌতুক
(p. 210) kautuka বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উত্সব; 4 কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী। 76)
ঠাট্টা
(p. 350) ṭhāṭṭā বি. উপহাস, পরিহাস, রসিকতা; বিদ্রূপ, তামাশা। [ধ্বন্যা. হি. ঠট্টা সং. টট্টরী]। 21)
তাই৩
(p. 372) tāi3 অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। ̃ তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)। 27)
তামাশা
(p. 375) tāmāśā বি. 1 পরিহাস, ঠাট্টা, কৌতুক, মজা (তার সঙ্গে একটু তামাশা করেছি); 2 খেলা, বাজি। [আ. তমাশা]। 49)
ত্যক্ত
(p. 387) tyakta বিণ. 1 পরিত্যাগ বা পরিহার করা হয়েছে এমন, বর্জিত (ত্যক্তসর্বস্ব); 2 বিরক্ত (ত্যক্ত কোরো না)। [সং. ত্যজ্ + ত]। ̃ বিরক্ত, (কথ্য) তিতি-বিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)। 70)
ত্যজন
(p. 387) tyajana বি. 1 বর্জন, পরিহার করা; 2 ক্ষেপণ।[সং. √ ত্যজ্ + অন]। 71)
ত্যাগ
(p. 387) tyāga বি. 1 বর্জন, পরিহার (ধর্মত্যাগ, দেশত্যাগ); 2 ক্ষেপণ (শরত্যাগ, অস্ত্রত্যাগ); 3 বিসর্জন (প্রাণত্যাগ)। [সং. √ ত্যজ্ + অ]। ত্যাগী (-গিন্) বিণ. 1 ত্যাগকারী, যে ত্যাগ করে; 2 বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)। 73)
নর্ম
(p. 447) narma (-র্মন্) বি. 1 ক্রীড়া; 2 রঙ্গ, কৌতুক; 3 প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); 4 পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। ̃ সখী, ̃ সঙ্গিনী, ̃ সহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। ̃ সচিব, ̃ সহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব। 81)
পরি-ত্যাগ
(p. 498) pari-tyāga বি. বর্জন, পরিহার, ত্যাগ (গৃহ পরিত্যাগ, সংসার পরিত্যাগ)। [সং. পরি + ত্যাগ]। 13)
পরি-হরণ
(p. 502) pari-haraṇa বি. পরিহার, ত্যাগ, বর্জন (মোহপরিহরণ, লোভপরিহরণ)।[সং. পরি + হরণ]। পরি-হরণীয় বিণ. পরিহার করার যোগ্য, বর্জনীয়। পরি-হরা ক্রি. (কাব্যে) ত্যাগ করা ('পরিহারি ভব-সুখদুঃখ': দ্বি.রা)। পরি-হর্তব্য বিণ. পরিহারযোগ্য, বর্জনীয়। 3)
পরি-হসনীয়
(p. 502) pari-hasanīẏa বিণ. পরিহাসের যোগ্য, বিদ্রুপযোগ্য। [সং. পরি +√ হস্ + অনীয়]। 4)
পরি-হার
(p. 502) pari-hāra বি. 1 বর্জন, ত্যাগ (অতিভোজন পরিহার করা, অসত্সঙ্গ পরিহার করা)। [সং. পরি + √ হৃ + অ]। 5)
পরিহার্য
(p. 502) parihārya বিণ. 1 পরিহারের যোগ্য, পরিহরণীয় (প্রতিহিংসার মনোভাব সর্বথা পরিহার্য); 2 উপেক্ষণীয়। [সং. পরি + √ হৃ + য]। 6)
প্রতি-হার
(p. 544) prati-hāra বি. 1 দৌরারিক, দ্বাররক্ষী; 2 পরিহার, বর্জন; 3 (বিরল) সদর দরজা। [সং. প্রতি + √ হৃ + অ]। প্রতি-হারী (-রিন্) বি. দৌবারিক, দ্বাররক্ষী। স্ত্রী. প্রতি-হারিণী। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077803
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770107
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367647
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721604
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698759
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595135
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546960
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542591

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন