Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পর্যন্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতিষ্ঠ
(p. 14) atiṣṭha বিণ. স্হির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্হির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত। [সং. ন+তিষ্ঠ (সং. √ স্হা থেকে বাংলামতে সাধিত]। 28)
অদ্য
(p. 17) adya অব্য. ক্রি-বিণ. 1 আজ; 2 এখন; 3 সম্প্রতি। বি. আজকের দিন (অদ্য শুভ দিন)। [সং. ইদম্+দ্য (নি.)]। ̃ .কার, ̃ .তন বিণ. আজকের, আজকের দিন সম্পর্কিত; সাম্প্রতিক (অদ্যকার আলোচ্য বিষয়, অদ্যকার সমস্যা)। অদ্যাপি অব্য. আজও; আজ পর্যন্ত; এখনও। অদ্যাবধি অব্য. 1 আজ থেকে; 2 আজ পর্যন্ত। 26)
অনশন
(p. 23) anaśana বি. উপবাস; অনাহার। [সং. ন + অশন]। ̃ ক্লিষ্ট বিণ. অনাহারে বা উপবাসে কাতর। অনশন ধর্মঘট বি. ধর্মঘটে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। ̃ ব্রত বি. উপবাসের অর্থাত্ আহার বর্জনের সংকল্প। 33)
অনু-ব্রজ, অনু-ব্রজন
(p. 29) anu-braja, anu-brajana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। অনু-ব্রজা ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা। অনু-ব্রজী বি. বিণ. অনুগামী, অনুগমনকারী।
অন্তর্বেদি, অন্তর্বেদী
(p. 34) antarbēdi, antarbēdī বি. 1 দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; 2 প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। [সং. অন্তর্ + বেদি, বেদী]। 18)
অন্ত্র
(p. 34) antra বি. 1 নাড়িভুঁড়ি, bowels; 2 পাকস্হলীর নিম্নভাগ থেকে মলদ্বার পর্যন্ত দেহযন্ত্র, intestines. [সং. অম্ + ত্র]। ̃ ক্ষত বি. অন্ত্রে ক্ষত বা ঘা, intestinal ulcer. ̃ বৃদ্ধি বি. অন্ত্রের বা নাড়ির রোগবিশেষ, hernia. 38)
অপরাহ্ন
(p. 34) aparāhna বি. দিনের শেষ ভাগ, মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকাল। [সং. অপর + অহ্ন]। 132)
অবধি
(p. 44) abadhi অব্য. 1 থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, 'জনম অবধি হাম': বিদ্যা.); 2 পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]। ̃ বাধিত বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)। 25)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
অস্তোদয়
(p. 73) astōdaẏa বি. 1 সূর্যের অস্ত ও উদয়; 2 সূর্যের অস্তগমন থেকে পুনরায় উদয় পর্যন্ত সময় ('উদয়াস্ত অস্তোদয় করিল বিস্তার': ভা. চ.)। [সং. অস্ত + উদয়]। 12)
আঁল-খাল্লা
(p. 104) ām̐la-khāllā বি. হাঁটু পর্যন্ত ঝুলওয়ালা ঢিলে জামাবিশেষ। [আ. আল্খালিক্]। 55)
আওড়ানো
(p. 77) āōḍ়ānō ক্রি. আবৃত্তি করা, মুখস্হ বলা (শ্লোক আওড়ায়, মন্ত্র আওড়ায়)। বিণ. আবৃত্তি করা হয়েছে এমন (বহুবার আওড়ানো কথা)। বি. আবৃত্তি করা (সাপের মন্ত্র আওড়ানোই শেষ পর্যন্ত তার কাল হয়েছে)। [সং. আবৃত্তি বাং. √ আওড়া]। 30)
আকণ্ঠ
(p. 80) ākaṇṭha ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় ('আকণ্ঠ ঋণে নিমগ্ন': রবীন্দ্র)। [সং. আ + কণ্ঠ]। ̃ মগ্ন বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)। 23)
আকর্ণ
(p. 80) ākarṇa ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)। [সং. আ + কর্ণ]। ̃ নয়ন, &tilde লোচন বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার। আকর্ণবিস্তৃত হাসি সারা মুখে ছড়িয়ে যায় এমন হাসি, যে হাসিতে ঠোঁটের দুই প্রান্ত প্রায় কান স্পর্শ করে। 34)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আখের, আখির
(p. 82) ākhēra, ākhira বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি। [আ. আখীর্]। আখেরি বিণ. অন্তিম, শেষের। আখেরি চাহার শুম্বা শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)। আখেরি জমানা বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)। আখেরে ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে। 31)
আগা
(p. 82) āgā বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)। [সং. অগ্র]। ̃ .গোড়া ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত। 54)
আগা.পাছ.তলা, আগা.পাস্তলা
(p. 82) āgā.pācha.talā, āgā.pāstalā ক্রি-বিণ. আগাগোড়া, উপর থেকে নীচ পর্যন্ত, আপাদমস্তক; সর্বত্র। [বাং. আগা + পাছ (পিছন) + তলা]। 57)
আগুল্ফ
(p. 82) āgulpha ক্রি-বিণ. গোড়ালি পর্যন্ত (আগুল্ফলম্বিত কেশ)। [সং. আ + গুল্ফ]। 67)
আজানু
(p. 85) ājānu ক্রি- বিণ. হাঁটু পর্যন্ত। [সং. আ + জানু]। ̃ .লম্বিত বিণ. (দেহের উপরদিক থেকে) হাঁটু পর্যন্ত লম্বা বা প্রসারিত। ̃ .লম্বিত বাহু বিণ. হাঁটু পর্যন্ত প্রসারিত বাহুবিশিষ্ট। 36)
আদিগন্ত
(p. 89) ādiganta বিণ. ক্রি-বিণ. দিগন্ত পর্যন্ত। [সং. আ + দিগন্ত]। 67)
আদ্য
(p. 89) ādya বিণ. 1 প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; 2 শ্রেষ্ট। [সং. আদি + য]। ̃ .কৃত্য বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। ̃ ন্ত বি. 1 প্রথম ও শেষ; 2 প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া; পূর্বাপর। ̃ .প্রান্ত বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। ̃ .রস বি. আদিরস। ̃ .শ্রাদ্ধ বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়াবাড়ি। 84)
আদ্যোপান্ত
(p. 89) ādyōpānta ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া (আদ্যোপান্ত মুখস্হ)। [সং. আদ্য + উপান্ত]। 87)
আপাদ
(p. 95) āpāda অব্য. ক্রি-বিণ. 1 পা পর্যন্ত; 2 পা থেকে। [সং. আ + পাদ]। ̃ .মস্তক ক্রি-বিণ. পা থেকে মাথা পর্যন্ত (আপাদমস্তক চাদরে ঢাকা)।
আপামর
(p. 97) āpāmara ক্রি-বিণ. 1 পামর বা নরাধমকেও বাদ না দিয়ে, পামর পর্যন্ত সকলে; 2 উচ্চ-নীচ নির্বিশেষে। [সং. আ + পামর]। ̃ .সাধারণ, ̃ .জন-সাধারণ বি. সমস্ত লোক, সর্বসাধারণ। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074485
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768773
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366219
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545321
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন