Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাঁজর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্রসিং
(p. 215) krasi বি. 1 দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); 2 কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]। 8)
অক্ত2, ওক্ত
(p. 4) akta2, ōkta বি. সময়, বার (পাঁচ অক্ত নামাজ)। [আ. বখত্; হি. বখত্]। 15)
অমর.তরু
(p. 55) amara.taru বি. পারিজাত মন্দার কল্পবৃক্ষ সন্তানবৃক্ষ ও হরিচন্দন; স্বর্গের এই পাঁচটি বৃক্ষ। [সং. অমর + তরু]। 55)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু
(p. 79) ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]। 2)
আঁতি-পাঁতি, আতি-পাতি
(p. 79) ān̐ti-pān̐ti, āti-pāti অব্য. ক্রি-বিণ. সর্বত্র (আঁতিপাঁতি খোঁজা)। [হি. অঁয়তি-পঁয়তি?]। 28)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আকপিল, আকপিশ
(p. 80) ākapila, ākapiśa বিণ. পাঁশুটে রঙের, ঈষত্ কপিল বা কপিশ বর্ণের। [সং. আ (ঈষত্ অর্থে) + কপিল, কপিশ]। 28)
আঙুল
(p. 82) āṅula বি. হাত ও পায়ের শেষ প্রান্তের পাঁচটি অঙ্গ; অঙ্গুলি finger. [সং. অঙ্গুলি]। আঙুল ফুলে কলা গাছ হঠাত্ বিরাট পদোন্নতি, অবস্হার উন্নতি বা ধনবৃদ্ধি। ̃ .হাড়া আঙুলের যন্ত্রদায়ক রোগবিশেষ, আঙুলের মাথা পেকে ওঠা, whitlow. 78)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আলানো
(p. 106) ālānō ক্রি. 1 আলুলায়িত করা, এলোমেলো করা; 2 ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; 3 আলগা করা; 4 খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল বাং. আউল + আনো]। 23)
ইট
(p. 114) iṭa বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা সং. ইষ্টক]। ̃ খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ̃ পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ। 6)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উন-পাঁজুরে
(p. 128) una-pān̐jurē বিণ. 1 যার পাঁজর দুর্বল অর্থাত্ যে দুর্বলচেতা, দুর্বল; 2 হতভাগ্য। [বাং. উন ( সং. ঊন) + পাঁজর + ইয়া এ]। 52)
উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
ঊনপাঁজুরে
(p. 140) ūnapān̐jurē দ্র উনপাঁজুরে। 6)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ওক্ত, ওক্ত
(p. 152) ōkta, ōkta বি. সময়; বার বা দফা (পাঁচ ওক্ত নমাজ)। [আ. ওঅখ্ত]। 16)
ওড়ব, ঔড়ব
(p. 153) ōḍ়ba, auḍ়ba বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় - যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]। 8)
ক-বর্গ
(p. 164) ka-barga বি. ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ যে বর্গভুক্ত। 15)
কঙ্কাল
(p. 156) kaṅkāla বি. হাড়পাঁজরা, অস্হিপঞ্জর; দেহের খাঁচা। skeleton. [সং. √ কন্ক্ + আল]। ̃ মালী (-লিন্) বি. অস্হিমালারী শিব, মহাদেব। ̃ মালিনী বি. (স্ত্রী.) রুদ্রাণী, কালী। ̃ সার বিণ. অস্হিমাত্র অবশিষ্ট আছে এমন; অত্যন্ত কৃশকায়। 30)
কণ্ডূ
(p. 159) kaṇḍū বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। ̃ তি বি. 1 চুলকানি; 2 কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। ̃| য়ন বি. কণ্ডূতি; চুলকানো। ̃ য়-মান বিণ. চুলকাচ্ছে এমন। 26)
কপিশ
(p. 163) kapiśa বি. পাঁশুটে বা মেটে রং, নীল-পীতমিশ্রিত বর্ণ। বিণ. মেটে, পাঁশুটে। [সং. কপি (=বানর বা তদ্রূপ বর্ণ) + শ (অস্ত্যর্থে)। তু. লোমশ]। 23)
কবলা
(p. 164) kabalā (উচ্চা. কব্লা) ক্রি. 1 কবুল করা বা স্বীকার করা; 2 (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)। [আ. ক'বুল + বাং. আ]। ̃ নো বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার। 17)
কর্দম
(p. 169) kardama বি. 1 কাদা, পাঁক; 2 কলুষ, পাপ। [সং. √ কর্দ্ + অম + ক]। কর্দমাক্ত বিণ. কাদা-মাখা, পঙ্কিল। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073928
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768628
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366015
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698023
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545130
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542289

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন