Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাতালে': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতল
(p. 14) atala বিণ. যার তল নেই, অথই, অগাধ (অতল জল)। বি. সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)। [সং. ন+তল]। ̃ তল বি. অথই জলের নিম্নদেশ। ̃ স্পর্শ বিণ. যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাত্ গভীর পাণ্ডিত্য)। 20)
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধো-লোক
(p. 20) adhō-lōka বি. পাতাল। [সং. অধঃ+লোক]। 20)
আতালিপাতালি, আথালিপাথালি
(p. 89) ātālipātāli, āthālipāthāli ক্রি-বিণ. 1 সর্বত্র, চারদিকে; 2 ব্যাকুল ও ব্যস্ত হয়ে; 3 এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]। 5)
আথাল.পাথাল, আথালি.পাথালি-আতালি.পাতালি
(p. 89) āthāla.pāthāla, āthāli.pāthāli-ātāli.pātāli র রুপভেদ। 45)
চতুর্দশ
(p. 277) caturdaśa (-শন্) বি. বিণ. 14 সংখ্যা; 14 সংখ্যার পূরক। [সং. চতুর্ + দশন্]। চতুর্দশ পুরুষ পিতা পিতামহ ইত্যাদি ক্রমে ঊর্ধ্বতন চোদ্দো পুরুষ। চতুর্দশ বিদ্যা চার বেদ, ছয় বেদাঙ্গ এবং মীমাংসা ন্যায় ইতিহাস ও পুরাণ এই চোদ্দো বিদ্যা। চতুর্দশ ভূবন সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। চতুর্দশ-পদী বি. চোদ্দোটি চরণ বা পঙ্ক্তিযুক্ত কবিতাবিশেষ; সনেট। 13)
চিকিত্সা
(p. 281) cikitsā বি. রোগনিরাময়ের জন্য ওষুধপত্রের ব্যবস্হা। [সং. √কিত্ + সন্ + আ]। ̃ ধীন বিণ. চিকিত্সিত হচ্ছে এমন। ̃ লয় বি. যেখানে চিকিত্সা করা হয় বা রোগনিরাময়ের ব্যবস্হা করা হয়, ডাক্তারখানা; হাসপাতাল। চিকিত্সক বি. চিকিত্সাকারী, বৈদ্য, ডাক্তার। চিকিত্সনীয়, চিকিত্ স্য বিণ. চিকিত্সার যোগ্য; চিকিত্সা করা চলবে বা করতে হবে এমন। ̃ বিভ্রাট, ̃ সংকট বি. বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে কিংবা ভুল চিকিত্সার ফলে উদ্ভুত সংকট। চিকিত্সিত বিণ. চিকিত্সা করা হয়েছে এমন।
তলাতল
(p. 371) talātala বি. পুরাণে বর্ণিত সপ্তপাতালের অন্যতম। [সং. তল + অতল]। 23)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
নল
(p. 447) nala বি. 1 চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); 2 দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); 4 সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। ̃ কূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well. ̃ খাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. 1 চোঙ, নল; 2 ভাঁটা; 3 নাড়ি। 83)
নাগ
(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। ̃ কেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃ গর্ভ বি. সিঁদূর। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। ̃ পঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। ̃ পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। ̃ পুষ্প বি. নাগকেশর ফুল। ̃ ফণী বি. ফণীমনসার গাছ, cactus. ̃ মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। ̃ রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত। ̃ লোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ। 16)
নিতল
(p. 461) nitala বি. 1 সপ্ত পাতালের অন্যতম; 2 (আল.) অতি গভীর স্হান, যে জায়গায় তল পাওয়া যায় না। [সং. নি + তল]। 9)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
প্রতন
(p. 538) pratana বিণ. পুরাতন, প্রাচীন ('বিস্মৃতির পতন পাতালে': সু. দ.)। [সং. প্র + তন]। 54)
বিতল
(p. 611) bitala বি. পুরাণোক্ত সপ্ত পাতালের দ্বিতীয়টি। [সং. বি + তল]। 79)
বেড
(p. 633) bēḍa বি. বিছানা, শয্যা (দুই বেড়ের কামরা, হাসপাতালের বেড)। [ইং. bed]। ̃ কভার বি. বিছানা ঢাকার চাদর। 150)
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবী ও ভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভূর্লোক
(p. 668) bhūrlōka বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]। 44)
ভোগ
(p. 670) bhōga বি. 1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ); 2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ); 3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা); 4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা); 5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ); 6 সাপের ফণা; 7 সাপ [সং. √ ভুজ্ + অ]। ̃ .তৃষ্ণা, ̃ .পিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা। ̃ .দেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর। ̃ .বতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা। ̃ .বিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ। ̃ .রাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি। 67)
মড়ি
(p. 676) maḍ়i বি. 1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর); 2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য। [বাং মড়া + ই]। ̃ .ঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ। ̃ .পোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ। 45)
মেট্রন
(p. 716) mēṭrana বি. হাসপাতালের নার্সদের কর্ত্রী, প্রধান নার্স, মাতৃকা (স. প.) [ইং. matron]। 7)
রসা-তল
(p. 736) rasā-tala বি. 1 পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; 2 ভূতল; 3 (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা1 + তল]। 38)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সুতল
(p. 838) sutala বি. ষষ্ঠ পাতাল। [সং. সু + তল]। 28)
হাউস সার্জন
(p. 862) hāusa sārjana বি. হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিত্সক। [ইং. house surgeon]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073829
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768599
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365984
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594608
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545096
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542281

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন