Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পালানো)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

চুপি
(p. 290) cupi বি. নীরবতা। [বাং. চুপ + ই]। ̃ চাপি ক্রি-বিণ. গণ্ডগোল না করে অন্যের অগোচরে (চুপিচাপি সরে পড়া)। ̃ চুপি, চুপে চুপে ক্রি-বিণ. 1 খুব আস্তে আস্তে, ফিসফিস করে (চুপিচুপি বলা); 2 নিঃশব্দে, অন্যের অগোচরে (চুপিচুপি পালানো)। ̃ সারে ক্রি-বিণ. চুপিচুপি, নিঃশব্দে; অন্যের অগোচরে, গোপনে। চুপে ক্রি-বিণ. (সচ. কাব্যে) নীরবে, নিঃশব্দে। 95)
পালানো
(p. 518) pālānō ক্রি. বি. পলায়ন করা; লুকোনো। [পলা3 দ্র]। 5)
পালা৫, পালানো
(p. 518) pālā5, pālānō যথাক্রমে পলা3 ও পলানো -র চলিত রূপ। 2)
ফুড়ুক
(p. 567) phuḍ়uka বি. 1 চকিতে উড়ে যাবার ভাব (পাখিটা ফুড়ুক করে উড়ে গেল); 2 হুঁকায় তামাক খাবার শব্দ (ফুড়ুক ফুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]। ̃ ফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)। 11)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
ভঙ্গ
(p. 655) bhaṅga বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো। 20)
ভাগা2
(p. 660) bhāgā2 ক্রি. বি. পালানো (চাকরটা ভেগেছে)। [হি. ভাগ্না]। ̃ নো ক্রি. তাড়িয়ে দেওয়া (কুকুরগুলোকে ভাগাও, ভিখিরিকে ভাগিয়ে দিল)। বি. উক্ত অর্থে (ভিখিরিকে ওভাবে ভাগানো উচিত হল না)। বিণ. তাড়ানো হয়েছে এমন। 14)
লম্বা
(p. 756) lambā বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ̃ ই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ̃ ই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ̃ .চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ̃ টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ̃ .লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া। 19)
সটকা2
(p. 801) saṭakā2 ক্রি, পালানো ('প্রাণ নিয়ে তো সটকেছি রে': রবীন্দ্র)। [হি. সট্কা]। ̃ ন বি. পলায়ন, চম্পট (সটকান দেওয়া)। ̃ নো ক্রি. বি. পালানো। 7)
সরা2
(p. 818) sarā2 ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083308
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771927
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369749
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722656
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699932
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595811
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549269
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543051

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন