Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পায়নি); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাহত
(p. 25) anāhata বিণ. 1 আঘাত পায়নি এমন, অক্ষত; 2 বাজানো হয়নি এমন ('অনাহত মোর বীণা': রবীন্দ্র)। বি. তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্হ ধ্বনিবিশেষ (তু. 'অণহা ডমরু': চর্যা.)। [সং. ন + আহত]। 23)
অনুদ্ভিন্ন
(p. 28) anudbhinna বিণ. 1 (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; 2 অপরিস্ফুট; 3 পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]। 17)
অনুপ-দিষ্ট
(p. 28) anupa-diṣṭa বিণ. 1 উপদেশ দেওয়া হয়নি বা পায়নি এমন; 2 অশিক্ষিত। [সং. ন + উপদিষ্ট]। বি. অনুপ-দেশ। 28)
অভীত
(p. 55) abhīta বিণ. ভীত নয় এমন, ভয় পায়নি এমন; নির্ভীক। [সং. ন + ভীত]। অভীতি বি. নির্ভয়তা, ভয়ের অভাব। 2)
অমুক্ত
(p. 57) amukta বিণ. মুক্তি পায়নি এমন, মুক্তি দেওয়া হয়নি এমন; আবদ্ধ; আবৃত, ঢাকা। [সং. ন + মুক্ত]। বি. অমুক্তি। 43)
অলজ্জ
(p. 64) alajja বিণ. লজ্জা নেই এমন, লজ্জাহীন (অলজ্জ আচরণ)। [সং. ন + লজ্জা]। অলজ্জিত বিণ. লজ্জা পায়নি এমন; অকুণ্ঠিত, সপ্রতিভ। 11)
অলব্ধ
(p. 64) alabdha বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত। [সং. ন + লব্ধ]। ̃ .প্রবেশ বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)। 14)
অশঙ্ক
(p. 65) aśaṅka বিণ. শঙ্কা নেই এমন, ভয়হীন; উদ্বেগ নেই এমন। [সং. ন + শঙ্কা]। ̃ নীয় বিণ. শঙ্কা বা ভয়ের অযোগ্য; ভয় পাওয়ার মতো নয় এমন। অশঙ্কিত বিণ. ভয় পায়নি এমন, শঙ্কিত নয় এমন। 14)
অশিক্ষা
(p. 66) aśikṣā বি. শিক্ষার অভাব; লেখাপড়া অভাব; কুশিক্ষা। [সং. ন + শিক্ষা]। অশিক্ষিত বিণ. 1 শিক্ষা পায়নি এমন; বিদ্যাহীন; লেখাপড়া করেনি এমন; 2 মূর্খ; 3 দক্ষতা নেই এমন, অদক্ষ, অপটু। স্ত্রী. অশিক্ষিতা। অশিক্ষিত পটুত্ব বি. যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোনো বিষয়ে নৈপুন্য। 3)
আদেখলে, আদেখলা
(p. 89) ādēkhalē, ādēkhalā বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। 80)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
থাকা
(p. 392) thākā ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়ি এ যাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। বি. উক্ত সমস্ত অর্থে। অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)। 26)
দ্বৈপায়ন
(p. 426) dbaipāẏana বি. (যমুনাদ্বীপে জন্মেছিলেন বলে) ব্যাসদেব। [সং. দ্বীপ + অয়ন + অ (স্বার্থে)]। ̃ তা বি. দ্বীপে বাস বা বসতি ('ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ': রবীন্দ্র)। কৃষ্ণদ্বৈপায়ন দ্র কৃষ্ণ। 35)
বঞ্চন, বঞ্চনা
(p. 575) bañcana, bañcanā বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর ('বঞ্চিত ক'রে বাচালে মোরে': 'কেন বঞ্চিত হব চরণে': র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)। 4)
বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্)
(p. 619) bipada, (apra.) bipat (bipad) বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপত্-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপত্-পাত বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপত্-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ̃ সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্হা। 7)
শুনা, শোনা
(p. 781) śunā, śōnā ক্রি. বি. 1 শ্রবণ করা, কর্ণগোচর হওয়া (শুনতে পায়নি, গান শুনছিল); 2 (আদেশ-নির্দেশাদি) পালন করা বা মান্য করা (আমার কথা শোনে না)। বিণ. শ্রুত (শোনা গল্প)। [সং. √ শ্রু বাং. শুন্]। শোনা কথা 1 শ্রুত কথা; 2 যে-ঘটনাদি কেবল লোকমুখে শ্রুত হয়েছে কিন্তু তা সত্য কি না জানা যায়নি। কথা শোনা ক্রি. বি. 1 আদেশাদি পালন বা মান্য করা; 2 ভর্ত্ সনাবাক্য শোনা বা তিরস্কৃত হওয়া (এর জন্যে উপরওয়ালার কাছে আমাকে কথা শুনতে হবে)। ̃ নো ক্রি. বি. 1 শ্রবণ করানো; 2 পালন করানো বা মান্য করানো; 3 অপ্রিয় কথা বলা (তাকে সেদিন খুব শুনিয়ে এসেছি)। কথা শোনানো ক্রি. বি. 1 আদেশাদি পালন করানো; 2 ভর্ত্ সনা করা। 44)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075728
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769392
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366803
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721295
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698320
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594865
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546094
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542401

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন