Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুঁটলি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগভীর
(p. 6) agabhīra বিণ. 1 গভীর নয় এমন; 2 অল্প গভীর; 3 (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)। [সং. ন+গভীর]। অগভীর জলে শফরী ফরফরায়তে অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে। 17)
গাঁটরি, গাঁঠরি
(p. 246) gān̐ṭari, gān̐ṭhari বি. ছোটো বস্তা, বোঁচকা, পুঁটলি (চলেছে পিঠে গাঁটরি নিয়ে)। [বাং. গাঁট + রি]। 7)
চুনা2, (কথ্য) চুনো
(p. 290) cunā2, (kathya) cunō বি. অতি ছোট মাছ। বিণ. অতি সংকীর্ণ (চুনাগলি)। ̃ পুঁটি বি. খুব ছোট ছোট পুঁটিমাছ; (ব্যঙ্গে) সামান্য বা গুরুত্বহীন লোক (চুনোপুঁটিদের শাস্তি দেওয়া সহজ। আসল চাঁইদের ধরতে পারবে?)। ̃ মাছ বি. ছোট ছোট মাছ।[সং. চূর্ণ]। 87)
চ্যাঙা-ব্যাঙা
(p. 299) cyāṅā-byāṅā বি. (আল.) গুরুত্বহীন লোক; চুনোপুঁটি। [দেশি]। 34)
ছাঁকি-জাল
(p. 303) chān̐ki-jāla বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]। 12)
তল্পি
(p. 372) talpi বি. বিছানাপাত্রের গাঁটরি; বিছানাপত্র এবং কাপড়চোপড়ের পোঁটলাপুঁটলি। [সং. তল্প + বাং. ই]। ̃ তল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি। ̃ দার, ̃ বাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি। 3)
পুঁটলি, পুঁটুলি
(p. 523) pun̐ṭali, pun̐ṭuli বি. ছোটো গাঁটরি বা বোঁচকা। [সং. পোট্টলী]। 23)
পুঁটি
(p. 523) pun̐ṭi বি. খুব ছোটো মাছবিশেষ, শফরী। [সং. প্রোষ্ঠী]। পুঁটিমাছের প্রাণ 1 পুঁটিমাছের মতো ক্ষীণজীবী বা অকিঞ্চিত্কর শক্তি; 2 ক্ষুদ্রচেতা লোক। 24)
পুঁটুলি
(p. 523) pun̐ṭuli দ্র পুঁটলি। 25)
পুলিন্দা
(p. 526) pulindā বি. ছোটো পুঁটলি, বাণ্ডিল, গাঁঠরি। [হি. পুলিন্দা]। 75)
পোঁটলা
(p. 533) pōn̐ṭalā বি. বড়ো পুঁটলি, বোঁচকা, গাঁটরি (পোঁটলা বাঁধা)। [সং. পোট্টলি]। 31)
ফর-ফর
(p. 560) phara-phara বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফর-ফরানি বি. ফরফর করার ভাব। ফর-ফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়। 38)
বোঁচকা
(p. 646) bōn̐cakā বি. পোঁটলা, গাঁটরি; কাপড় ইত্যাদি দিয়ে বাঁধা মোট। [তুর. হি. বুকচা]. বোঁচকা-বুঁচকি বি. পোঁটলাপুঁটলি, যাত্রীর লটবহর। 15)
মোট৩
(p. 718) mōṭa3 বি. বোঝা, ভার (মোটা বওয়া); 2 বস্তা, গাঁটরি (মোটা বাঁধা)। [তা. মোট্টই]। ̃ .ঘাট বি. পোঁটলাপুঁটলি, গাঁটরিসমূহ। ̃ .বাহক বি. মুটে। ̃ .মাট বি. মালপত্র (এতে মোটমাট নিয়ে হাঁটা যায় না)। 20)
শফর, শফরী
(p. 769) śaphara, śapharī বি. পুঁটিমাছ। [সং. শফ + √ রা + অ, ঈ]। 40)
সফরী, সফর2
(p. 806) sapharī, saphara2 বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি। 41)
সর-পুঁটি
(p. 817) sara-pun̐ṭi বি. বড়ো আকারের পুঁটিমাছবিশেষ, সরলপুঁটি। [সরলপুঁটি দ্র]। 23)
সরল
(p. 817) sarala বিণ. 1 সোজা, ঋজু (সরল রেখা); 2 অকপট, অকুটিল (সরল মন); 3 সাদাসিধা, আ়ড়ম্বরহীন (সরলস জীবনযাপন); 4 সহজ (সরল প্রশ্ন)। বি. 1 শাল গাছ; 2 দেবদারু বা তত্সদৃশ গাছবিশেষ। [সং. √ সৃ + অন]। স্ত্রী. সরলা। ̃ তা বি. সরল ভাব। ̃ পুঁটি বড়ো আকারের পুঁটিমাছ। ̃ প্রাণ বিণ. অকপটচিত্ত, সরল ও খোলামেলা মনযুক্ত। ̃ বর্গীয় বিণ. মোচার আকৃতিবিশিষ্ট ফলোত্পাদনকারী বৃক্ষশ্রেণিভুক্ত, coniferous. ̃ বিশ্বাস বি. বিচারহীন বিশ্বাস। ̃ রেখা বি. এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত দিক পরিবর্তন না করে বিস্তৃত রেখা, ঋজুরেখা। সরলী-করণ বি. সহজ করা; (গণি.) বিভিন্ন জাতীয় সংকেতে প্রকাশিত রাশিকে এক জাতিতে পরিণত করা। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074008
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721043
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698031
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545143
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন