Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পেয়েছে]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন-পরাধ
(p. 22) ana-parādha বি. অপরাধের অভাব, অপরাধহীনতা (এতে তার অনপরাধ প্রমাণিত হয় না)। বিণ. অপরাধ নেই যার, নিরপরাধ (কিছু অনপরাধ ব্যক্তি ও শাস্তি পেয়েছে)। [সং. ন+অপরাধ]। (বাং.) অনপ-রাধী বিণ. নিরপরাধ। স্ত্রী. অনপ-রাধিনী। 22)
অনু-প্রাণিত
(p. 29) anu-prāṇita বিণ. অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকান্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত) [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + ত]। 13)
অনু-প্রেরণা
(p. 29) anu-prēraṇā বি. অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উত্সাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। [সং. অনু + প্রেরণা]। অনু-প্রেরিত বিণ. উত্সাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)। 15)
অব-লুপ্ত
(p. 46) aba-lupta বিণ. 1 লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে এমন; 2 অদৃশ্য, অন্তর্হিত (মেঘের আড়ালে অবলুপ্ত সূর্যরশ্মি)। [সং. অব + লুপ্ত]। অব-লোপ বি. 1 লুপ্ত হওয়া, লোপ; 2 আড়ালে চলে যাওয়া, অন্তর্ধান। 13)
অভি-হত
(p. 50) abhi-hata বিণ. 1 আঘাত পেয়েছে এমন, আহত; 2 প্রহৃত; তাড়িত; 3 পরাজিত; 4 বিনষ্ট, যাকে নাশ করা হয়েছে। [সং. অভি + হত]। বি. অভি-ঘাত। 140)
অলক্ষ্মী
(p. 64) alakṣmī বি. 1 দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মী দেবী, যে দেবী দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী; 2 দুর্ভাগ্যের জন্য দায়ী নারী; 3 গৃহকর্মে অনিপুণা ও স্বভাবে অগোছালো স্ত্রীলোক। [সং. ন + লক্ষ্মী]। অলক্ষ্মীতে পাওয়া ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া (গোটা পরিবারটাকেই যেন অলক্ষ্মীতে পেয়েছে)। অলক্ষ্মীর দশা বি. শ্রীহীনতা; দারিদ্র। অলক্ষ্মীর দৃষ্টি বি. অভাব-অনটন, দারিদ্র; দুর্ভাগ্য। 3)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
আদিষ্ট
(p. 89) ādiṣṭa বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]। 76)
আমোদ
(p. 101) āmōda বি. 1 আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে); 2 মজা; 3 উত্সব; 4 দূর থেকে ভেসে আসা গন্ধ; 5 সুগন্ধ। [সং. আ + √ মুদ্ + অ]। ̃ ন বি 1 বিনোদন, amusement; 2 আমোদ করা; 3 সুরভিত করা। আমোদিত বিণ. হর্ষযুক্ত; সুরভিত। আমোদী (-দিন্) বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক। 51)
আশ্বস্ত
(p. 108) āśbasta বিণ. ভরসা পেয়েছে এমন, ভয় বা উদ্বেগ থেকে মুক্তি পেয়েছে এমন (আপনার কথা শুনে আশ্বস্ত হলাম)। [সং. আ + √ শ্বস্ + ত]। বি. আশ্বাস। 34)
আশ্রয়
(p. 108) āśraẏa বি. 1 অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); 2 শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); 3 আধার (সর্বগুণের আশ্রয়); 4 গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। ̃ ণ বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। ̃ ণীয় বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। ̃ দাতা বি. বিণ. যিনি আশ্রয় দেন। ̃ প্রার্থী বি. বিণ. আশ্রয় চায় এমন। ̃ হীন বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. ̃ হীনতা। আশ্রয়ার্থী বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনী। আশ্রয়ী বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত বিণ. 1 আশ্রয় পেয়েছে এমন; 2 অনুগত; 3 অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা। আশ্রিত-বত্সল বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল। 38)
আহত
(p. 111) āhata বিণ. 1 আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত); 2 প্রহৃত (লগুড়াহত); 3 তাড়িত (বাত্যাহত); 4 মর্দিত (পদাহত); 5 (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত। [সং. আ + √ হন্ + ত]। আহতি বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন। 12)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
উত্-পিঞ্জর
(p. 123) ut-piñjara বিণ. 1 পিঞ্জরমুক্ত, খাঁচা থেকে মুক্তি পেয়েছে এমন; 2 বন্ধনমুক্ত (উত্পিঞ্জর পাখি)। [সং. উত্ + পিঞ্জর]। 30)
উত্-সাহ
(p. 123) ut-sāha বি. 1 কাজে আগ্রহ, উদ্যম, উদ্দীপনা (নতুন উত্সাহে কাজে লাগা); 2 অধ্যবসায়। [সং. উত্ + √ সহ্ + অ]। ̃ ক বিণ. বি. যে উত্সাহ দেয়। ̃ দাতা বিণ. বি. যে উত্সাহ দেয়, উত্সাহক। ̃ ন বি. উত্সাহ দেওয়া। ̃ ভঙ্গ বি. উত্সাহ নষ্ট হওয়া, উদ্যমনাশ। ̃ শীল বিণ. উত্সাহযুক্ত, সোত্সাহ। ̃ হীন বিণ. উত্সাহ নেই এমন। উত্-সাহিত বিণ. উত্সাহ পেয়েছে বা লাভ করেছে এমন (তাঁর কথায় উত্সাহিত হয়েছি)। উত্-সাহী (-হিন্) বিণ. উত্সাহশীল; উদ্যমশীল। 50)
উত্তীর্ণ
(p. 125) uttīrṇa বিণ. 1 অতিক্রম করেছে এমন; 2 কৃতকার্য, সফল (পরীক্ষায় উত্তীর্ণ); 3 নিষ্কৃতি পেয়েছে এমন (বিপদুত্তীর্ণ)। [সং. উত্ + √ তৃ + ত]। 25)
উপ-দিষ্ট
(p. 132) upa-diṣṭa বিণ. 1 উপদেশপ্রাপ্ত, উপদেশ পেয়েছে এমন (এইভাবে উপদিষ্ট হয়ে তিনি কাজ আরম্ভ করলেন); 2 উপদেশের বিষয়ীভূত। [সং. উপ + √ দিশ্ + ত]। 8)
উপাধি
(p. 133) upādhi বি. 1 উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; 2 পদবি; 3 (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের 'উপাধি'। [সং. উপ + আ + √ ধা + ই]। ̃ ক, ̃ ধারী (-রিন্) বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত। ̃ পত্র বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate. 98)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
ঋভু
(p. 141) ṛbhu বি. 1 দেবতা; 2 দেবত্বপ্রাপ্ত মানুষ, দেবতার গুণ বা ক্ষমতা পেয়েছে এমন মানুষ। [সং. ঋ + √ ভূ + উ]। 16)
এবং
(p. 148) ēba অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)। 6)
ক্লিশিত, ক্লিষ্ট
(p. 215) kliśita, kliṣṭa বিণ. 1 ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); 2 ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]। 45)
খালাস
(p. 226) khālāsa বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]। 84)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075196
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769150
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366460
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721195
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698232
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594789
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545550
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542358

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন