Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রচলন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অপ্রচলন
(p. 40) apracalana বিণ. প্রচলনের অভাব; চলিত না থাকা; অব্যবহার। [সং. ন + প্রচলন]। অপ্রচলিত বিণ. চলিত নয় এমন; অব্যবহৃত। 57)
অপ্রয়োগ
(p. 42) apraẏōga বি. প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। [সং. ন + প্রয়োগ]। 25)
চল
(p. 279) cala বিণ. চঞ্চল; অস্হির (চলচিত্ত)। বি. প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চল নেই)। [সং. √চল্ + অ]। ̃ চিত্ত বিণ. চিত্তের স্হিরতা নেই এমন, অস্হিরমতি। চলা বি. (স্ত্রী.) লক্ষ্মী। 47)
চলন2
(p. 281) calana2 বি. 1 প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চলন নেই); 2 আচরণ (চালচলন); 3 রীতি, ধারা (সাবেকি চলন)। [বাং. √চল্ + অন]। ̃ সই বিণ. কাজ চালানো গোছের, কোনোমতে কাজ চলতে পারে এমন; মাঝামাঝি রকমের। 5)
জারি2
(p. 322) jāri2 বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]। 66)
প্রচল
(p. 538) pracala বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। ̃ ন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)। 15)
প্রচার
(p. 538) pracāra বি. 1 প্রচলন; 2 সকলের অবগতির জন্য সবিশেষ বিজ্ঞপ্তি (ধর্মপ্রচার, সংবাদপ্রচার); 3 রটনা (কথাটাকে প্রচার করে বেড়িয়ো না); 4 প্রকাশ। [সং. প্র + √ চর্ + অ]। ̃ ক বিণ. প্রচারকারী। ̃ ণ, ̃ ণা বি. প্রচারের কাজ; প্রচার। প্রচারিত বিণ. প্রচার করা হয়েছে এমন। ̃ পত্র বি. ইস্তাহার বা ঘোষণাপত্র। ̃ মাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। ̃ যন্ত্র বি. প্রচারমাধ্যম -এর অনুরূপ। 16)
প্রবর্তন
(p. 546) prabartana বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। 57)
রেওয়াজ
(p. 748) rēōẏāja বি. রীতি, 1 প্রথা (এটাই এখানকার রেওয়াজ); 2 প্রচলন; 3 অনুশীলন, চর্চা, অভ্যাস (সংগীতের রেওয়াজ, ভোরবেলা উঠে রেওয়াজ করে)। [আ. রেওয়াজ, ফা. রিওআজ্। রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)। 16)
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773341
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370938
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723115
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700485
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596299
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551187
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543264

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন