Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রফুল্ল; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-ম্লান
(p. 34) apari-mlāna বিণ. মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। [সং. ন + পরি + ম্লান]। 151)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
উত্-ফুল্ল
(p. 123) ut-phulla বিণ. 1 আনন্দে বিহ্বল; 2 অত্যন্ত আনন্দিত বা প্রফুল্ল, উল্লসিত (' উত্ফুল্ল নয়নে' ' উল্লাসে উত্ফুল্ল আঁখি')। [সং. উত্ + √ ফুল্ল্ + অ]। 35)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
প্রফুল্ল
(p. 546) praphulla বিণ. 1 প্রস্ফুটিত, বিকশিত (প্রফুল্ল কমল); 2 প্রসন্ন, আনন্দিত, সহাস্য (প্রফুল্ল মূর্তি, প্রফুল্ল মনে)। [সং. প্র + ফুল্ল]। বি. ̃ তা। প্রফুল্লিত বিণ. প্রফুল্ল করা হয়েছে এমন, পুলকিত, হৃষ্ট, আনন্দিত। 47)
প্রবীণ
(p. 548) prabīṇa বিণ. 1 বৃদ্ধ; 2 বিজ্ঞ, বহুদর্শী; 3 নিপুণ; 4 আনন্দিত, প্রফুল্ল ('দুঃখী দেখে দ্রবিণ প্রবীণ চিত হয়')। [সং. প্র + √ বীণি + অ]। স্ত্রী. প্রবীণা। বি. ̃ তা, ̃ ত্ব। 10)
প্রসন্ন
(p. 551) prasanna বিণ. 1 সন্তুষ্ট, হৃষ্ট (প্রসন্নচিত্ত); 2 অনুকূল, সদয় (দেবতাকে প্রসন্ন করা); 3 নির্মল (প্রসন্নসলিলা, 'প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো': রবীন্দ্র); 4 শান্ত ও প্রফুল্ল, উজ্জ্বল (প্রসন্ন মুখে, প্রসন্ন হাসি)। [সং. প্র + √ সদ্ + ত]। স্ত্রী. প্রসন্না। বি. ̃ তা। 23)
প্রাণ
(p. 554) prāṇa বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্হ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্হায় পড়া। ̃ কান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। ̃ কৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। ̃ খোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। ̃ গত বিণ. মনোগত; আন্তরিক। ̃ গতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক। ̃ ঘাতী (-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন। ̃ চঞ্চল বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)। ̃ তুল্য বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান। ̃ ত্যাগ বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন। প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)। ̃ দণ্ড বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি। ̃ দাতা (-তৃ) বিণ. জীবনরক্ষাকারী। স্ত্রী. ̃ দাত্রী। ̃ দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো। ̃ দায়ী (-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)। প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা। ̃ নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ নাশ বি. বধ, হত্যা। প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা। ̃ পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)। প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)। ̃ পতি বি. হৃদয়েশ্বর; স্বামী। ̃ পাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ। ̃ পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)। ̃ পূর্ণ বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত। ̃ প্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)। ̃ প্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা। ̃ প্রদ বিণ. জীবনদায়ক; বলদায়ক। ̃ প্রিয় বিণ. প্রাণের সমান প্রিয়। ̃ বঁধু বি. সখা; অতি প্রিয় বন্ধু। ̃ বন্ত বিণ. জীবন্ত; উত্সাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত। ̃ বল্লভ: বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ বান (-বত্) বিণ. প্রাণবন্ত। ̃ বায়ু বি. 1 দেহস্হ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস। ̃ বিয়োগ বি. মৃত্যু। ̃ বিসর্জন বি. মৃত্যুবরণ। ̃ ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. ̃ ময়ী। প্রাণময় কোষ পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্হ আধারবিশেষ। প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া। ̃ শক্তি বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা। ̃ শূন্য, ̃ হীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন। ̃ সংশয়, ̃ সংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট। ̃ সংহার বি. হত্যা, বধ। ̃ সঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান। ̃ স্পন্দন বি. সজীবতা, জীবনের অস্তিত্ব। ̃ হন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হর, ̃ হারক, ̃ হারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. ̃ হরা, ̃ হারিকা, ̃ হারিণী। ̃ হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ। প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট। প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়। প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন। প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)। প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট। প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)। প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা। প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি। প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক। প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়। প্রাণোত্-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ। 24)
ফুল্ল
(p. 567) phulla বিণ. 1 প্রস্ফুটিত (ফুল্ল কুসুম); 2 পূর্ণ প্রকাশিত (ফুল্ল ইন্দু); 3 প্রফুল্ল, অতিশয় প্রফুল্ল (ফুল্ল নয়ন, 'ফুল্লমনে রব এ সংসারে': রবীন্দ্র)। [সং. √ ফুল্ল্ + অ]। ফুল্লাধর বিণ. বি. প্রফুল্ল মুখযুক্ত বা প্রফুল্ল মুখ। 29)
বহাল
(p. 580) bahāla বিণ. 1 বজায়, প্রতিষ্ঠিত, বলবত্ (হুকুম বহাল রইল); 2 নিযুক্ত (চাকরিতে বহাল হওয়া); 3 সুস্হ (বহাল তবিয়তে)। [আ. বহাল]। বহাল তবিয়তে ক্রি. বিণ. 1 সুস্হ দেহে; 2 সুস্হ দেহে এবং প্রফুল্ল মনে। 237)
মোদিত
(p. 719) mōdita বিণ. 1 আমোদিত (সুগন্ধমোদিত); 2 আনন্দিত, প্রফুল্ল [সং. √ মুদ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোদিতা। 12)
শরিফ
(p. 772) śaripha বিণ. 1 মহানুভব, উচ্চমনা (শরিফ আদমি); 2 অভিজাত, উচ্চবংশীয়; 3 খুশি, প্রফুল্ল (শরিফ মেজাজ)। বি. 1 উচ্চবংশীয় বা অভিজাত ব্যক্তি; 2 মক্কার শাসনকর্তার উপাধি। [আ. শরীফ্]। 18)
হাসি
(p. 867) hāsi বি. 1 দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য; 2 উপহাস (হাসির পাত্র)। [সং. হাস + বাং. ই (স্বার্থে)]। ̃ কান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব। ̃ খুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ। ̃ ঠাট্টা, ̃ তামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি। ̃ মুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসি-হাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল। 67)
হৃষ্ট
(p. 872) hṛṣṭa বিণ. 1 মনে আনন্দ হয়েছে এমন, হর্ষান্বিত, প্রফুল্ল, প্রীত, পুলকিত, খুশি; 2 রোমাঞ্চিত। [সং. √ হৃষ্ + ত]। স্ত্রী. হৃষ্টা। হৃষ্টি বি. হর্ষ, আনন্দ, প্রফুল্লতা। ̃ চিত্ত বিণ. 1 আনন্দিত হৃদয়বিশিষ্ট; 2 খোশমেজাজ। ̃ পুষ্ট বিণ. প্রফুল্ল ও মোটামোটা; মানসিক ও শারীরিক সুস্হতাপূর্ণ। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081365
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771225
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368969
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722234
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699466
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595561
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548615
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542873

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন