Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রবাহিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গন, অঙ্গণ
(p. 8) aṅgana, aṅgaṇa বি. 1 আঙিনা, উঠান, প্রাঙ্গণ; 2 যে অপরিবাহী মাধ্যম বিদ্যুত্প্রবাহকে পৃথক করে, dielectric. [সং. অঙ্গ+ন]। 38)
অনু-বাত
(p. 29) anu-bāta বিণ. বায়ূর অনুকূল অর্থাত্ যে দিক থেকে বায়ূ প্রবাহিত হচ্ছে তার বিপরীতমুখী, leeward (বি. প.)। তু. বিপ. প্রতিবাত। [সং. অনু (অনুগত=অনুকূল) + বাত]। 20)
অন্তর্বাহী
(p. 34) antarbāhī (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]। 12)
অন্তর্মুখ
(p. 34) antarmukha বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী। 23)
অপগা
(p. 34) apagā বিণ. 1 নিম্নগামী, নীচের দিকে প্রবাহিত হয় এমন; 2 জলের অর্থাত্ সমুদ্রের দিকে প্রবাহিত হয় এমন। বি. নদী। [সং. অপ + √ গম্ + অ + আ (স্ত্রী.)]। 73)
গড়া৩
(p. 236) gaḍ়ā3 ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ̃ নো ক্রি. গড়া। বিণ. বি. উক্ত সব অর্থে। ̃ নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। 39)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ঝির-ঝির
(p. 338) jhira-jhira বি. 1 মৃদু বা লঘু ঝরঝর আওয়াজ; 2 লঘু প্রবাহ বা ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি পড়ছে)। [ধ্বন্যা.]। ঝির-ঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)। ঝির-ঝিরানি বি. বাতাস বা বৃষ্টির ঝিরঝির শব্দ। 19)
তড়িচ্চালক
(p. 364) taḍ়iccālaka বিণ. বিদ্যুত্প্রবাহক, electromotive (বি. প.)। [সং. তড়িত্ + চালক]। বিণ. তড়িচ্চালিত। 28)
দক্ষিণা2
(p. 395) dakṣiṇā2 বিণ. 1 দক্ষিণদিক সম্বন্ধীয় বা দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণা রীতি, দক্ষিণা চালচলন); 2 দক্ষিণ দিক থেকে আগত বা প্রবাহিত (দক্ষিণা বাতাস)। [সং. দক্ষিণ + আ (ভাবার্থে)]। 21)
দক্ষিণাবহ
(p. 395) dakṣiṇābaha বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
পুরবৈয়াঁ
(p. 526) purabaiẏā বিণ. পূর্ব দিক থেকে প্রবাহিত; পূর্ব দিকের। [তু. মৈ. পুরব (=পূর্ব) + বাং. ইয়া]। 25)
পূব
(p. 526) pūba বি. পূর্ব-র কোমল ও কথ্য রূপ ('পূব হাওয়াতে দেয় দোলা': রবীন্দ্র)। পূবাল, পূবালি, পূবে বিণ. পূর্ব দিক থেকে আগত বা প্রবাহিত (পুবালি হাওয়া, পূবে হাওয়া)। 13)
প্রবহ
(p. 548) prabaha বি. 1 প্রবাহ, স্রোত; 2 পুরাণে বর্ণিত সপ্তবায়ুর অন্যতম। [সং. প্র + √ বহ্ + অ]। ̃ মান, ̃ মাণ বিণ. (বাং.) প্রবাহিত হচ্ছে এমন, চলিত (এদেশে সনাতন ভাবধারা আজও প্রবহমান)। ̃ মানতা বি. ধারাবাহিকতা; প্রবাহ। 2)
প্রবাহ
(p. 548) prabāha বি. স্রোত, ধারা, অবিরাম গতি (বায়ুপ্রবাহ, জলপ্রবাহ)। [সং. প্র + √ বহ্ + অ]। প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান। স্ত্রী. প্রবাহিতা। প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ। প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। বি. নদী। 8)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বহ-মান
(p. 580) baha-māna বিণ. 1 প্রবাহিত হচ্ছে এমন (বহমান সিন্ধু); 2 বহন করছে এমন। [সং. √ বহ্ + মান (শানচ্)]। 233)
বহতা
(p. 580) bahatā বিণ. 1 বয়ে যাচ্ছে এমন, বহমান (বহতা নদী); 2 প্রবাহিত অবস্হায় রয়েছে এমন, (এখনও) প্রবাহিত হচ্ছে এমন। [তু. হি. বহতা সং. √ বহ্]। 231)
বহন
(p. 580) bahana বি. 1 ধারণ, অঙ্গে ধারণ; 2 নিয়ে যাওয়া, পরিবহণ (ভারবহন); 3 সহ্য করা (দুঃখবহন, শোকবহন); 4 পালন (দায়িত্ববহন); 5 বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া। [সং. √ বহ্ + অন]। বহনীয় বিণ. বহনের যোগ্য, বহন করা উচিত এমন; পালনীয়; সহ্য করা উচিত এমন। 232)
বহা1, (চলিত) বওয়া
(p. 580) bahā1, (calita) bōẏā ক্রি. বি. 1 বহন করা(ভার বইতে পারে); 2 সহ্য করা ('বহিব শতেক দুঃখ'); 3 ধারণ করা; 4 প্রবাহিত হওয়া ('বাতাস বহে বেগে': রবীন্দ্র); 5 অতিবাহিত হওয়া ('সখী বহে গেল বেলা': রবীন্দ্র, সময় বয়ে যায়); 6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না); 7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)। [সং. √ বহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা। বিণ. উক্ত উভয় অর্থে। 235)
বাত্সল্য
(p. 596) bātsalya বি. 1 বত্সলতা, স্নেহ; 2 (অল.) রসবিশেষ (বৈষ্ণবসাহিত্যে বসুদেব-দেবকী, নন্দ-যশোদা এবং কৃষ্ণকে নিয়ে রচিত পদে ব্যঞ্জিত রস; ভক্ত ও ভগবানের মধ্যে এবং মাতাপিতা ও সন্তানের মধ্যে প্রবাহিত ভাবরসের অনুরূপ)। [সং. বত্সল +য]। 38)
বাহিত
(p. 605) bāhita বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]। 44)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074021
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366047
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698034
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545151
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন