Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রসারণ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-শ্রুতি
(p. 39) apa-śruti বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা - √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি়]। 22)
পরিবর্ধন
(p. 499) paribardhana বি. 1 সম্যক বর্ধন, বৃদ্ধি বা সম্প্রসারণ. enlargement (স.প.); 2 লালনপালন; 3 উন্নতিসাধন। [সং. পরি + বর্ধন]। পরি-বর্ধিত বিণ. পরিবর্ধন করা হয়েছে এমন। 17)
প্রসার
(p. 552) prasāra বি. 1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার); 2 উদারতা (চিত্তের প্রসার); 3 প্রসার; 4 পরিবর্ধন বা সম্প্রসারণ। [সং. প্র + √ সৃ + অ]। ̃ ণ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)। প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত। প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণী। প্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন। প্রসার্য-মাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন। 10)
বিকাশ, (অপ্র.) বিকাস
(p. 605) bikāśa, (apra.) bikāsa বি. 1 প্রকাশ (দন্তবিকাশ); 2 উন্মেষ (ভাবের বিকাশ, প্রাণের বিকাশ); 3 বিস্তার, প্রসার (সভ্যতার বিকাশ, বুদ্ধির বিকাশ); 4 প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। [সং. বি + √ কাশ্, √ কাস্ + অ]। ̃ ন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন। ̃ শীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)। বিকাশিত, বিকাসিত বিণ. প্রকাশিত। বিকাশোন্মুখ বিণ. বিকশিত হওয়ার উপক্রম করেছে এমন। 97)
বিস্তার
(p. 630) bistāra বি. 1 প্রসার, ব্যাপ্তি (শিক্ষার বিস্তার); 2 প্রসারণ, বর্ধন; 3 পরিসর; 4 প্রস্হ, চওড়াই (দৈর্ঘ্য ও বিস্তার); 5 উচ্চাঙ্গ সংগীতে আলাপের দ্বারা রাগের বিকাশ। [সং. বি + √ স্তৃ + অ]। বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)। বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)। বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)। বিস্তৃতি বি. ব্যাপ্তি, বিস্তার, প্রসার। 20)
বিস্ফার, বিস্ফারণ
(p. 630) bisphāra, bisphāraṇa বি. 1 বিস্তার, প্রসারণ; 2 স্ফূর্তি; 3 বিকাশ; 4 কম্পন। [সং. বি + √ স্ফুর্ + অ, অন]। বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত। 21)
ব্যাদান
(p. 651) byādāna বি. 1 বিস্তার, প্রসারণ (মুখ্যব্যাদান); 2 উদ্ঘাটন, খোলা। [সং. বি + আ + √ দা + অন]। ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা। 4)
ব্যাপন
(p. 651) byāpana বি. 1 ব্যাপ্তি, বিস্তার, প্রসারণ; 2 আচ্ছাদন। [সং. বি + √ আপ্ + অন]। ব্যাপ্য বিণ. ব্যাপনীয়, ব্যাপ্তিযোগ্য। 12)
লক-লক
(p. 753) laka-laka বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লক-লকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)। 12)
লাফ
(p. 759) lāpha বি. লম্ফ, দুই কিংবা এক পায়ের পেশি স্প্রিঙের মতো সংকোচন ও হঠাত্ প্রসারণের দ্বারা দূরত্ব লঙ্ঘন। [সং. লম্ফ]। ̃ .ঝাঁপ বি. 1 লাফালাফি, লম্ফঝম্ফ; 2 হুড়োহুড়ি; 3 (আল.) অত্যাধিক ব্যস্ততা বা আস্ফালন। লাফা-লাফি বি. 1 ক্রমাগত লাফ দেওয়া; 2 (আল.) অত্যধিক ব্যস্ততা বা আস্ফালন। 25)
সংকোচ
(p. 792) saṅkōca বি. 1 অল্পীকরণ, হ্রাসকরণ (ব্যয়সংকোচ); 2 সংক্ষেপ; 3 কুণ্ঠা (মনোভাব প্রকাশে সংকোচ); 4 জড়সড়-ভাব। [সং. সম্ + √ কুচ্ + অ]। ̃ ন বি. 1 হ্রস্বীকরণ; কমানো; 2 হ্রস্ব হওয়া (শক্তিসংকোচন); 3 প্রসারণ-এর বিপরীতার্থক। ̃ শূন্য, ̃ হীন বিণ. অকুণ্ঠ; লজ্জাশূন্য, জড়ভাবহীন। 27)
সম্প্র-সারণ
(p. 815) sampra-sāraṇa বি. বিস্তৃত করা। [সং. সম্ + প্রসারণ]। সম্প্র-সারক বিণ. সম্প্রসারণকারী। সম্প্র-সারিত বিণ. সম্প্রসারণ করা হয়েছে এমন (ব্যবসায় নানা দিকে সম্প্রসারিত)। 20)
স্হিত
(p. 849) shita বিণ. 1 অবস্হিত, রয়েছে এমন (গৃহস্হিত); 2 বিদ্যমান, বর্তমান; 3 স্হির। [সং. √ স্হা + ত]। ̃ প্রজ্ঞ, ̃ ধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্হির হয়েছে অর্থাত্ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্হির বুদ্ধিযুক্ত। স্হিরাবস্হা চুক্তি যুদ্ধাদি কোনো বিষয়ের আলোচনাকালে বর্তমান অবস্হা যথাসম্ভব বজায় রেখে সাময়িক সন্ধি। স্হিতি বি. 1 অবস্হান (এখন আমার এখানেই স্হিতি); 2 বিদ্যমানতা; 3 স্হিরতা (স্হিতিলাভ)। স্হিতি-শীল বিণ. স্হায়ী, স্হির, সংরক্ষণশীল (স্হিতিশীল সমাজ বা শাসনব্যবস্হা)। স্হিতি-স্হাপক বিণ. প্রসারণ সংনমন প্রভৃতি করার পরেও পূর্বাবস্হা ফিরে পায় এমন, elastic. স্হিতি-স্হাপকতা বি. নমনীয়তা। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086518
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773334
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370935
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700485
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596299
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551186
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543264

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন