Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রসিদ্ধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখ্যাত
(p. 6) akhyāta বিণ. 1 অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য ('এসো কবি অখ্যাত জনের': রবীন্দ্র); 2 (বিরল) নিন্দিত। [সং. ন+খ্যাত]। ̃ নামা (-নামন্) বিণ. যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন। অখ্যাতি বি. অপযশ, নিন্দা। অখ্যাতি-কারক, অখ্যাতি-কর বিণ. নিন্দাজনক, অপযশকারক। 7)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অজয়
(p. 8) ajaẏa বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। 103)
অপ্রসিদ্ধ
(p. 42) aprasiddha বিণ. 1 অবিখ্যাত; সাধারণের কাছে অজ্ঞাত; 2 অসিদ্ধ; 3 অপ্রমাণিত। [সং. ন + প্রসিদ্ধ]। অপ্রসিদ্ধি বি. 1 খ্যাতির অভাব; 2 প্রমাণের অভাব। 31)
আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
উদ্ভট
(p. 128) udbhaṭa বিণ. 1 (বাং.) উত্কট, অদ্ভুত, আজগুবি (উদ্ভট কল্পনা, উদ্ভট কাণ্ড); 2 (সং.) অজ্ঞাত লেখকের রচিত কিন্তু লোকপ্রসিদ্ধ (উদ্ভট কবিতা); 3 (সং.) গ্রন্হবহির্ভূত (উদ্ভট শ্লোক)। [সং. উত্ + √ ভট্ + অ]। 31)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কাদম্বরী1
(p. 181) kādambarī1 বি. সংস্কৃত কথাসাহিত্যের সুপ্রসিদ্ধ গ্রন্হ, বাণভট্ট যার রচয়িতা। [সং. কাদম্ব + র + ঈ]। 15)
কানড়2, কানড়া
(p. 181) kānaḍ়2, kānaḍ়ā বি. 1 স্ত্রীলোকের কেশবিন্যাসবিশেষ, কর্ণাটপ্রদেশের প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা; 2 নীলপদ্ম। [ সং. কন্দোট]। 23)
কুরু
(p. 199) kuru বি. 1 চন্দ্রবংশীয় প্রসিদ্ধ প্রাচীন রাজাবিশেষ; 2 প্রাচীন ভারতের দেশবিশেষ। [সং. √ কৃ + উ]। ̃ ক্ষেত্র বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)। ̃ কুল বি. কুরুরাজার বংশ। ̃ বৃদ্ধ বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম। 13)
কৃপ, কৃপাচার্য
(p. 204) kṛpa, kṛpācārya বি. (মহাভারতে) সাতজন চিরজীবীর অন্যতম, যিনি ছিলেন কৌরবপক্ষীয় প্রসিদ্ধ যোদ্ধা ও অশ্বত্থামার মাতুল। [সং. √ কৃপ + অ, কৃপ + আচার্য] 25)
কৌস্তুভ
(p. 210) kaustubha বি, নারায়ণের বক্ষোভূষণ, সমুদ্রমন্হনের ফলে যে সুপ্রসিদ্ধ মণি পাওয়া গিয়েছিল। [সং. কুস্তুভ (=বিষ্ণু, নারায়ণ) + অ]। 103)
খনা
(p. 221) khanā বি. জ্যোতিষ ও গণিতশাস্ত্রে পারদর্শিনী প্রাচীন বাংলার প্রখ্যাতা নারী, মিহিরের স্ত্রী। খনার বচন শস্য বৃক্ষরোপণ গৃহনির্মাণ জ্যোতিষ প্রভৃতি সম্বন্ধে ছড়ার আকারে প্রচলিত বচন, যা খনার রচিত বলে প্রসিদ্ধ। 75)
খ্যাত
(p. 235) khyāta বিণ. 1 বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); 2 উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। ̃ নামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. 1 প্রসিদ্ধি, যশ; 2 আখ্যা; 3 প্রচার। 16)
গোবর্ধন
(p. 256) gōbardhana বি. বৃন্দাবনের প্রসিদ্ধ পাহাড়, গিরিগোবর্ধন। [সং. গো + √বৃধ্ + অন]। ̃ ধারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। 110)
গোরখ-নাথ, গোরক্ষ-নাথ
(p. 256) gōrakha-nātha, gōrakṣa-nātha বি. নাথ গুরুদের মধ্যে প্রসিদ্ধতম গুরু মীননাথের শিষ্য। 132)
চকা, চখা
(p. 274) cakā, cakhā বি. হাঁসজাতীয় পাখিবিশেষ। [সং. চক্রবাক]। স্ত্রী. চকি, চখি। চকা-চকি, চখা-চখি বি. চক্রবাক দম্পতি-এদের দাম্পত্য চিরপ্রসিদ্ধ। 13)
চা
(p. 281) cā বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উত্পন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধ ও জনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উত্পাদক; চা-বাগানের মালিক। 20)
চুঞ্চু
(p. 290) cuñcu বিণ. (শব্দের শেষে সমাসবদ্ধ হয়ে) খাত, প্রসিদ্ধ (তর্কচুঞ্চু, ন্যায়চুঞ্চু)। [প্রত্যয়বিশেষ-তু. চঞ্চু]। 75)
ছৌ, ছো
(p. 304) chau, chō বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ। [দেশি]। 173)
জামা মসজিদ
(p. 322) jāmā masajida বি. 1 বড় মসজিদ; 2 দিল্লির প্রসিদ্ধ মসজিদ। [আ. জামাহ্ + মস্জিদ]। 44)
ঠগ
(p. 350) ṭhaga বিণ. বি. ঠক, প্রতারক। বি. ইতিহাসে বর্ণিত ঠগি দস্যু (ঠগের অত্যাচার)। [ঠক1 দ্র]। ঠগি বি. ভারতের ইতিহাসে প্রসিদ্ধ দস্যু সম্প্রদায়বিশেষ। 8)
ঠন-ঠনে
(p. 350) ṭhana-ṭhanē বিণ. 1 শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); 2 জলহীন (ঠনঠনে কলসি)। বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]। 10)
ডাক-সাইটে
(p. 355) ḍāka-sāiṭē বিণ. 1 অতি প্রসিদ্ধ; 2 যে নামের ডাকেই সিদ্ধি লাভ হয়। [সং. ডাকসিদ্ধ ডাকসিদা ডাকসাইটা]। 17)
দণ্ডী
(p. 396) daṇḍī (-ণ্ডিন্) বিণ. দণ্ডধারী। বি. 1 রাজা; 2 সন্ন্যাসী; 3 যম; 4 সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধ আলংকারিক ও লেখকবিশেষ। [সং. দণ্ড + ইন্]। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074131
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768671
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366065
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721056
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698055
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545166
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542297

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন