Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রিয়; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখিল
(p. 6) akhila বিণ. সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)। বি. বিশ্ব, জগত্, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)। [সং. ন+খিল]। অখিল আত্মা বি. জগদীশ্বর; পরব্রহ্ম। ̃ খণ্ড বি. ভূখণ্ড। ̃ প্রিয় বিণ. সর্বজনপ্রিয়। 5)
অধ্যক্ষ
(p. 20) adhyakṣa বি. 1 কর্মকর্তা; পরিচালক; তত্ত্বাবধায়ক; 2 ভারপ্রাপ্ত কর্মচারী (মঠাধ্যক্ষ); 3 কলেজের প্রিন্সিপ্যাল, principal; 4 কর্মপরিচালক, manager (স.প.); 5 বিধানসভা ব্যবস্হাপক সভা ইত্যাদির সভাপতি, পরিচালক, speaker (স. প.)। [সং. অধি+অক্ষ]। বি. ̃ তা, ̃ ত্ব। 23)
অপ্রিয়
(p. 43) apriẏa বিণ. অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। [সং. ন + প্রিয়]। ̃ কারী (-রিন্) বিণ. অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন। ̃ বাদী (-দিন), ̃ ভাষী (-ষিন্) বিণ. অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিণ. স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। 11)
অভি-মান
(p. 50) abhi-māna বি. 1 অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); 2 প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ ('সব রাগ অভিমান হঠাত্ ভুলিয়া গেলাম': শরত্)। [সং. অভি + মান]। অভি-মানী (-নিন্) বিণ. বি. অভিমানকারী; গর্বিত; অতিরিক্ত আত্মমর্যাদাসম্পন্ন। স্ত্রী. অভি-মানিনী। 111)
অভি-সার
(p. 50) abhi-sāra বি. (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্হানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আল.) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন অভিযান (রাতের অন্ধকারে অভিসারে বেরল)। [সং. অভি + √ সৃ + অ]। ̃ ক, অভি-সারী (-রিন্) বিণ. বি. যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভি-সারিকা, অভি-সারিণী। 138)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আমুদে
(p. 101) āmudē বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া এ]। 47)
আলাপ
(p. 106) ālāpa বি. 1 কথাবার্তা; 2 সম্ভাষণ; 3 মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; 4 (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। ̃ চারী বি. 1 সুরের আলাপ, সুর ভাঁজা; 2 কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। ̃ ন বি. কথোপকথন, কথাবার্তা। ̃ পরিচয়, ̃ সালাপ বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত বিণ. 1 আলাপ করা হয়েছে এমন; 2 (বাং.) পরিচিত। আলাপী (-পিন্) বিণ. 1 আলাপপ্রিয়; 2 (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী। 24)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
আয়েশ, আয়েস
(p. 103) āẏēśa, āẏēsa বি. 1 সুখ (একটু আয়েশ করে নিই); 2 বিলাসিতা, বিলাস। [আ. আএশ]। আয়েশি, আয়েসি বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)। 25)
ইষ্ট2
(p. 116) iṣṭa2 বিণ. 1 বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); 2 কল্যাণকর (ইষ্টচিন্তা); 3 গুরুদত্ত (ইষ্টমন্ত্র); 4 উপাস্য (ইষ্টদেবতা); 5 আত্মীয় (ইষ্টকুটুম্ব); 6 প্রিয় (ইষ্টজন)। বি. 1 অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); 2 প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ̃ কর্ম বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ̃ কুটুম্ব বি. আত্মীয়স্বজন। ̃ দেব বি. উপাস্য দেবতা। ̃ নাম বি. উপাস্য দেবতার নাম। ̃ মন্ত্র বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া। 26)
ইয়ার
(p. 114) iẏāra বি. 1 বন্ধু, বয়স্য, সঙ্গী; 2 ফাজিল লোক। [ফা. য়ার্]। ̃ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ̃ বকশি বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী। 58)
এপ্রিল
(p. 148) ēprila বি. ইংরেজি বছরের চতুর্থ মাস-বাংলা চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত। [ইং. April]। ̃ ফুল বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)। 4)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কপিত্থ
(p. 163) kapittha বি. কয়েতবেল বা তার গাছ (বানরের প্রিয় বিচরণস্হান বলে)। [সং. কপি + √ স্হা + অ]। 20)
কান্ত
(p. 181) kānta বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ̃ লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। 45)
কামানি1
(p. 181) kāmāni1 বি. ধনুকাকৃতি স্প্রিংবিশেষ। [ফা. কমান্]। 101)
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
কৃপণ
(p. 204) kṛpaṇa বিণ. 1 ব্যয়কুণ্ঠ ও অত্যন্ত সঞ্চয়প্রিয় (কৃপণের ধন); 2 অনুদার। [সং. কৃপ + অন]। বিণ. (স্ত্রী.) কৃপণা, কৃপণী। বি. ̃. তা। 26)
কৌতুক
(p. 210) kautuka বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উত্সব; 4 কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী। 76)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
খাণ্ডার
(p. 226) khāṇḍāra বিণ. কলহপ্রিয়, ঝগড়াটে। [দেশি]। খাণ্ডারি, খাণ্ডারনি বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা। 54)
খেচা-খেচি, খেচা-মেচি
(p. 232) khēcā-khēci, khēcā-mēci বি. গোলমাল; অপ্রিয় বাদ-প্রতিবাদ (তোমাদের এই খেচাখেচি এবার দয়া করে থামাও)। [তু. কচকচি]। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074587
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768845
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366284
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721115
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698167
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594727
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545373
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542324

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন