Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বদান্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃপণ
(p. 4) akṛpaṇa বিণ. 1 কৃপণ নয় এমন; 2 উদার, বদান্য (অকৃপণ দান, অকৃপণ ভালোবাসা) [সং. ন+কৃপণ]। 5)
উদার
(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. ̃ তা। ̃ চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ̃ চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ̃ চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ̃ নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ̃ নীতিক, ̃ নৈতিক। ̃ পন্হী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ̃ মতি, ̃ মনা-উদারচিত্ত ও উদারচেতা -র অনুরূপ। ̃ স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ̃ হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা। 5)
ঔদার্য
(p. 155) audārya বি. উদারতা; বদান্যতা; মুক্ত মনের ভাব। [সং. উদার + য]। 13)
কল্প-তরু, কল্প-দ্রুম, কল্প-বৃক্ষ
(p. 172) kalpa-taru, kalpa-druma, kalpa-bṛkṣa বি. 1 ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু; 2 (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। [সং. কল্প2 (ইচ্ছা) + তরু, দ্রুম, বৃক্ষ]। 30)
দাতা
(p. 402) dātā (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। ̃ কর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা। 57)
দান2
(p. 402) dāna2 বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য। 72)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
দয়া
(p. 399) daẏā বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ ল, ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ। 5)
বদান্য
(p. 575) badānya বিণ. 1 দানশীল; 2 উদার; 3 (বর্ত. অপ্র.) সদ্বক্তা, প্রিয়ভাষী। [সং. √ বদ্ + আন্য]। বি. ̃ তা। 54)
মুনিম
(p. 710) munima বিণ. 1 বদান্য, উদার; 2 দানশীল। [আ. মুন্ঈম্]। 66)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2078895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770413
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368017
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721776
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699006
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547551
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542679

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন