Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বশীভূত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজিত
(p. 8) ajita বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। বি. 1 বিষ্ণু; 2 শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]। 117)
অধীন
(p. 20) adhīna বিণ. 1 আয়ত্ত; 2 বশীভূত; 3 আশ্রিত; 4 বাধ্য; 5 অন্তর্ভুক্ত, included; 6 অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); 7 নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]। অধীনা, (অশু.) অধীনী বিণ. বি. (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)। ̃ তা বি. পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্হা বা ভাব। 7)
অবশী-ভূত
(p. 46) abaśī-bhūta বিণ. বশ করা বা বশীভূত করা হয়নি এমন, বশ মানানো যায়নি এমন। [সং. ন + বশীভূত]। 21)
অবাধ্য
(p. 46) abādhya বিণ. বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + বাধ্য]। ̃ তা বি. অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা। 57)
কাবু
(p. 181) kābu বিণ. 1 দুর্বল (অসুখে ভুগে কাবু হয়েছে); 2 পরাস্ত, জব্দ (এতদিনে তাকে কাবু করা গেছে); 3 বশীভূত (এত সহজে আমাকে কাবু করতে পারবে না)। [তুর. কা'বু]। 78)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
জিত
(p. 325) jita বিণ. 1 জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য); 2 পরাজিত (জিতশত্রু); 3 বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)। বি. (উচ্চা. জিত্) জয় (হার-জিত, না হয় তোমারই জিত হল)। [সং. √ জি + ক্বিপ্]। 8)
দমিত
(p. 398) damita বিণ. 1 শাসিত; 2 বশীভূত; 3 সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]। 28)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দয়া
(p. 399) daẏā বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ ল, ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ। 5)
নির্জিত
(p. 468) nirjita বিণ. 1 পরাজিত, দমন করা বা পরাভূত করা হয়েছে এমন (নির্জিত শত্রু); 2 বশীভূত, বশীকৃত (গুণনির্জিত ভক্ত অর্থাত্ গুণমুগ্ধ)। [সং. নির্ + √ জি + ত]। 54)
নেওটা
(p. 479) nēōṭā বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ নেহ নেঅ + টা]। 5)
পটা
(p. 486) paṭā ক্রি. 1 বনিবনা হওয়া, খাপ খাওয়া (তাঁর সঙ্গে মোটেই পটে না); 2 ঘনিষ্ঠ হওয়া, অন্তরঙ্গ হওয়া (মেয়েটা তার সঙ্গে পটেছে, 'যার সাথে যার পটে মন, কিবা হাঁড়ি কিবা ডোম'); 3 রাজি হওয়া (অনেক বোঝানোর পর পটেছে)। বি. উক্ত সব অর্থে। [হি. পটকানা]। ̃ নো ক্রি. 1 বনানো, খাপ খাওয়ানো; 2 রাজি করা; 3 ভুলিয়ে বশীভূত করা; 4 ভুলানো (মনিবকে পটিয়েছে)। বি. উক্ত সব অর্থে। 12)
পদানত
(p. 488) padānata বিণ. 1 চরণে পতিত 2 সম্পূর্ণ বশীভূত বা অধীন (শত্রুুর পদানত)। [সং. পদ + আনত]। স্ত্রী. পদানতা। 40)
পদাব-নত
(p. 488) padāba-nata বিণ. 1 পদানত 2 বশীভূত। [সং. পদ + অবনত]। স্ত্রী. পদাব-নতা। 44)
প্রভাব
(p. 548) prabhāba বি. 1 প্রভুশক্তি, প্রভুত্ব, প্রতাপ, influence; 2 অসাধারণ শক্তি; 3 চালিত বা পরিবর্তিত করার ক্ষমতা (দেহের উপর মনের প্রভাব)। [সং. প্র + √ ভূ + অ]। ̃ শালী (-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন। প্রভাবান্বিত বিণ. প্রভাব আছে এমন। প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত। 31)
বশী
(p. 580) baśī (-শিন্) বিণ. 1 জিতেন্দ্রিয়; 2 বশকারী; 3 বশবর্তী; 4 বশীভূত; 5 স্বাধীন। [সং. √ বশ্ + ইন্]। 208)
বশীভবন
(p. 580) baśībhabana দ্র বশীভূত। 210)
বাগানো
(p. 591) bāgānō ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]। 64)
বাধ্য
(p. 599) bādhya বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। ̃ তা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। ̃ তা-মূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. ̃ বাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা। 8)
ভোলা
(p. 670) bhōlā ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। বি. উক্ত অর্থে। বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ̃ .নাথ বি. শিব। ̃ .নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 92)
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্র ও তদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
মুগ্ধ
(p. 710) mugdha বিণ. 1 মোহগ্রস্ত (মন্ত্রমুগ্ধ); 2 মোহিত, বিহ্বল, আত্মাহারা, বিভোর (মুগ্ধনয়নে, রূপে মুগ্ধ, গুণমুগ্ধ); 3 বশীভূত (মিষ্টি কথায় মুগ্ধ); 4 মূঢ়, মূর্খ (মুগ্ধবোধ); 5 সরল (মুগ্ধভাব)। [সং. √মুহ্ + ত]। বি. ̃ তা। মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গে। বি. 1 নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা; 2 সরলা বালিকা। 3)
সংযত
(p. 795) saṃyata বিণ. 1 নিয়ন্ত্রিত (প্রবৃত্তিকে সংযত করা); 2 নিয়মিত, নিয়মের দ্বারা শাসিত; 3 পরিমিত (সংযত আহার); 4 নিবৃত্ত, প্রতিহত (অস্ত্র সংযত করা); 5 প্রশমিত, বশীভূত (লোভ সংযত করা); 6 রুদ্ধ (বেগ সংযত করা); 7 বিনীত, শাস্ত্র (সংযত ভাষা, সংযত আচরণ)। [সং. সম্ + √ যম্ + ত]। ̃ চিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন। বি. বশীভূত বা শান্ত মন। ̃ বাক, (বর্জি.) ̃ বাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী। সংযতাত্মা (-ত্মন্) বিণ. 1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়; 2 স্হিরচিত্ত। সংযতেন্দ্রিয় বিণ. ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করেছে এমন। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079463
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368207
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721964
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699093
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595350
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547702
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542710

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন